জুমার খোতবা নিয়ন্ত্রণ (একটি আনাড়ী কবিতা)
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১৩ জুলাই, ২০১৬, ০২:২০:৫০ দুপুর
মোদী সাধুর আবদারীতে, শামীম সুফির চুলকানিতে,
ফরিদ মুফতি বিজ্ঞ হেঁসে কয়; শৃঙ্খলা টা রাখতে,
খোতবা টাকে তুলতে হবে দুই'মইনকার চিপায়!
হায়! ওরা টুপি মাথায়, তসবি হাতে ঝিমায়!
খোতবা শুনে, অর্থ বুঝে,
দেশের কজন মানুষ!
অর্থই যদি বুঝত তবে,
দেশে চলতনা সুদ-ঘুষ!
খোতবা-কাণ্ডের সূত্র ধরে, বন্ধ হবে বাংলা ওয়াজ,
ঈমাম কণ্ঠ চ্যাপ্টা হবে, সৃষ্টি হবে রাষ্ট্র তোয়াজ,
শুক্রবারে মসজিদে'তে হবেনা আর বাংলা কথন,
মাতৃভাষায় বলতে গেলে, লাগবে তাতে ওসির লিখন।
দশ মিনিটে খোতবা শেষ, হতেই হবে, এটাই হবে।
আরবি ভাষার বকবকানি, কার কানেতে মধুর রবে?
শুনতে হবে অবোধ ভাষা, অনুবাদে বাধবে গোল,
কমতে থাকবে নামাজীরা, ইমাম হবে চক্ষুশূল।
ভাল কথা বলতে হলে, মানতে হবে নেতার চাল,
ইমাম হবে নেতার চেলা, এটাই হবে দেশের হাল!
সত্যি কথা বলতে গেলে, আসবে চরম নির্যাতন,
খোতবা আইনে বন্ধী রবে, চলবে জেলে নিপীড়ন।
আরব দেশের আরবি খুতবা, সবাই শুনে, সবাই বুঝে,
বিশ্বজনীন মাতৃভাষার এটাই প্রভাব, সব সমাজে।
আরবির একই সাথে বাংলা খোতবার প্রসার হোক,
মুক্ত মনে সত্যি বলার, কাজের কথার বিজয় হউক।
কাঁথায় শুয়ে উপদেশের, যেমন কথার মূল্য নাই,
জেলের কক্ষে প্রতিবাদে, জন-সমাজে কাজ নাই,
কোটি হাতে দোয়া না চাই, হাজার হাতে জমিন কিলাই,
প্রতিবাদেই সফল জীবন, সুস্থ সমাজ, মুক্তি মিলাই,
মাতৃভাষায় সত্য শুনে, সঠিক পথে ভাগ্য বিলাই।
হায়! ওরা-তো টুপি মাথায়, তসবি হাতে ঝিমায়!
বিষয়: বিবিধ
১৯৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাদাদের তালে পড়ে আগে ভাগেই নাচি
খতীবরা সব খোৎবা দেবে,
দিল্লী হতে আসবে ছেপে,
ওয়াজ মাহফীল করতে হবে,
বিশ্বকর্মার নিক্তি মেপে।
বাস কর যে দেশটাতে তা,
যুদ্ধ করেই জয় করেছি,
অনুগত থাকবে জেনেই,
দয়া করে লীজ দিয়েছি।
উভয় কবিকে মোবারকবাদ
মন্তব্য করতে লগইন করুন