জুমার খোতবা নিয়ন্ত্রণ (একটি আনাড়ী কবিতা)

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১৩ জুলাই, ২০১৬, ০২:২০:৫০ দুপুর



মোদী সাধুর আবদারীতে, শামীম সুফির চুলকানিতে,

ফরিদ মুফতি বিজ্ঞ হেঁসে কয়; শৃঙ্খলা টা রাখতে,

খোতবা টাকে তুলতে হবে দুই'মইনকার চিপায়!

হায়! ওরা টুপি মাথায়, তসবি হাতে ঝিমায়!

খোতবা শুনে, অর্থ বুঝে,

দেশের কজন মানুষ!

অর্থই যদি বুঝত তবে,

দেশে চলতনা সুদ-ঘুষ!

খোতবা-কাণ্ডের সূত্র ধরে, বন্ধ হবে বাংলা ওয়াজ,

ঈমাম কণ্ঠ চ্যাপ্টা হবে, সৃষ্টি হবে রাষ্ট্র তোয়াজ,

শুক্রবারে মসজিদে'তে হবেনা আর বাংলা কথন,

মাতৃভাষায় বলতে গেলে, লাগবে তাতে ওসির লিখন।

দশ মিনিটে খোতবা শেষ, হতেই হবে, এটাই হবে।

আরবি ভাষার বকবকানি, কার কানেতে মধুর রবে?

শুনতে হবে অবোধ ভাষা, অনুবাদে বাধবে গোল,

কমতে থাকবে নামাজীরা, ইমাম হবে চক্ষুশূল।

ভাল কথা বলতে হলে, মানতে হবে নেতার চাল,

ইমাম হবে নেতার চেলা, এটাই হবে দেশের হাল!

সত্যি কথা বলতে গেলে, আসবে চরম নির্যাতন,

খোতবা আইনে বন্ধী রবে, চলবে জেলে নিপীড়ন।

আরব দেশের আরবি খুতবা, সবাই শুনে, সবাই বুঝে,

বিশ্বজনীন মাতৃভাষার এটাই প্রভাব, সব সমাজে।

আরবির একই সাথে বাংলা খোতবার প্রসার হোক,

মুক্ত মনে সত্যি বলার, কাজের কথার বিজয় হউক।

কাঁথায় শুয়ে উপদেশের, যেমন কথার মূল্য নাই,

জেলের কক্ষে প্রতিবাদে, জন-সমাজে কাজ নাই,

কোটি হাতে দোয়া না চাই, হাজার হাতে জমিন কিলাই,

প্রতিবাদেই সফল জীবন, সুস্থ সমাজ, মুক্তি মিলাই,

মাতৃভাষায় সত্য শুনে, সঠিক পথে ভাগ্য বিলাই।

হায়! ওরা-তো টুপি মাথায়, তসবি হাতে ঝিমায়!

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374533
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:৩১
হতভাগা লিখেছেন : ১২ হাত কাঁকুড়ের ১৩ হাত বিচি

দাদাদের তালে পড়ে আগে ভাগেই নাচি
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:৩২
310712
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ধন্যবাদ।
374538
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো।ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৬ দুপুর ০৩:১৩
310718
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
374543
১৩ জুলাই ২০১৬ বিকাল ০৪:৪৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১৩ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
310733
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
374560
১৩ জুলাই ২০১৬ রাত ০৯:২৪
শেখের পোলা লিখেছেন :
খতীবরা সব খোৎবা দেবে,
দিল্লী হতে আসবে ছেপে,
ওয়াজ মাহফীল করতে হবে,
বিশ্বকর্মার নিক্তি মেপে।
বাস কর যে দেশটাতে তা,
যুদ্ধ করেই জয় করেছি,
অনুগত থাকবে জেনেই,
দয়া করে লীজ দিয়েছি।
১৪ জুলাই ২০১৬ সকাল ১০:৩৪
310758
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার সংযুক্তির জন্য অনেক ধন্যবাদ, আমিতো পেশাদার কবি নই। ছোটকালে লিখতাম, যৌবনে ছেড়েছি। তাই এখন লিখতে গিয়ে কবিতার কথায় গ্যাপও দেখতি পাচ্ছি। আবারো ধন্যবাদ।
১৮ জুলাই ২০১৬ রাত ০১:২৮
310941
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

উভয় কবিকে মোবারকবাদ
374576
১৩ জুলাই ২০১৬ রাত ১১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবই গেছে!! এটা রেখে আর লাভই বা কি!!!
১৪ জুলাই ২০১৬ সকাল ১০:৩৬
310759
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভবিষ্যতে দেবার কথা চিন্তা করলে পুরো জাতির সকল মেধাবী সন্তানকে সার্চ করতে লাগিয়ে দিতে হবে সিদ্ধান্ত নেবার জন্য যে, কি দেওয়া যায়! ওদিকে দাদারা দিলে নেয় না, তারা যাই চায় তাই দিতে হয়, নাহলে কেড়ে নিবে। ধন্যবাদ।
374582
১৪ জুলাই ২০১৬ রাত ১২:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কবিতার ভাবনায় ভবিষ্যৎ আশংকার চিত্র ফুটে উঠেছে।
১৪ জুলাই ২০১৬ সকাল ১০:৩৮
310760
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ, যদিও আমরা বলে থাকি আল্লাহ আমাদের সহায় হোন। মূলত নিজের হাত পকেটে ঢুকিয়ে রেখে মুখে সাহায্য চাইলে আল্লাহ কোনদিন সেই দোয়া কবুল করেন না। আপনাকে অনেক ধন্যবাদ।
377357
০৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:০৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File