হত্যাকাণ্ডে সার্কাস 'শো'। গদ্যে-পদ্যে একাকার
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১২ জুলাই, ২০১৬, ০৫:০৭:১২ বিকাল
আর্টিজান আক্রান্ত হল,
নিশ্চয়ই জঙ্গির কাজ! ভ্রম হল,
আই’এস দায় নিল,
ইহুদীরা তা প্রকাশ করল।
শাহরিয়ার বলল না, না, না!
ওটা জামায়াত-শিবিরের কাজ,
আল্লাহু আকবর বচন, রোজা-নামাজ,
খুন-খারাবী তো তাদেরই প্রকৃত সাজ!
দেখা গেল সবই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া!
ধনীর নাতি, আমলার পুত, নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র!
দেশের দিল্লি-ষ্টার সাক্ষী দিল,
মতি মিয়া দেখিয়ে দিল, ওইতো!
এক খুনি পিচ-টিভিতে লাইক মেরেছে!
কাম সেড়েছে, জাত মেরেছে, অমনি করে শোর উঠেছে!
ব্যাটা জাকির, খুনিদের সাহস দিয়েছে,
মৌ-লোভীরা বলে, ব্যাটা মাজহাবী প্যাঁচ লাগায়!
দর্শক বলে, তিনি তো হাদিস-কোরানের কথাই চালায়!
আতেঁ ঘা লাগা দাদারা তক্কে ছিলেন,
দেশী মৌ-লোভীরা চক্কে ছিলেন,
আরে! এই সুদিনের প্রতিক্ষায় ছিলাম!
ক্ষতিকর চ্যানের বন্ধ কর, ফতোয়া দিলাম।
ভারতে পিচ টিভি বন্ধ!
বাংলাতে বাড়ে দন্ধ,
মৌ-লোভীরা রাস্তা খোঁজে!
ভারত কি আর কম বুঝে!
ডেইলি ষ্টার তো বলেই ছিল,
জঙ্গিরা জাকির কে লাইক মারে,
ভারতী ফতোয়া আমদানী করে!
নতুন আইন কঠোর করে 'পিচ' দিল বন্ধ করে!
মাজহাবী তর্ক বন্ধ হবে,
মাজারী ব্যবসা ভাল হবে,
পীরালী কাম চালু রবে,
তাবিজ ব্যবসা তুঙ্গে থাকবে,
অট্টহাসে তসবি হাতে,
বাবা বলেন, হবেই হবে, সবই হবে।
তথ্য মন্ত্রী তক্কে থাকে,
শিল্প মন্ত্রী ক্ষিপ্ত হয়,
শ্রিংলা দাদার হুংকারেতে,
পিচের সুইচ বন্ধ হয়,
ষ্টার মাহফুজ বলে উঠেন, সর্যি!
সাক্ষ্যির ঘটনা সত্য নয়!
তথ্যে কদাচিৎ ভুল হয়।
মানুষ ভুলের উর্ধ্বে নয়।
পিচ টিভিকে মরতেই হয়............
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথায় মহারাণী আর কোথায় চাকরানী।
তবে বতর্মান সরকার মহারাণী আর চাকরানীকে যে এক করে ফেলতে পেরেছেন সেটার কৃতিত্ব না দিয়ে তো পারা যায় না। অনেক ধন্যবাদ।
যথার্থ বলেছেন, সহমত
জাযাকুমুল্লাহ
এখন আমাদের সাধারণ মুসলমানদের উপর এটা আল্লাহরই একটা পরীক্ষা - আমরা কি আবার মাজার পূঁজা , পীর পূঁজায় ফিরে যাব নাকি ইসলামের সঠিক পথ ধরে চলবো ?
মন্তব্য করতে লগইন করুন