হত্যাকাণ্ডে সার্কাস 'শো'। গদ্যে-পদ্যে একাকার

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১২ জুলাই, ২০১৬, ০৫:০৭:১২ বিকাল



আর্টিজান আক্রান্ত হল,

নিশ্চয়ই জঙ্গির কাজ! ভ্রম হল,

আই’এস দায় নিল,

ইহুদীরা তা প্রকাশ করল।

শাহরিয়ার বলল না, না, না!

ওটা জামায়াত-শিবিরের কাজ,

আল্লাহু আকবর বচন, রোজা-নামাজ,

খুন-খারাবী তো তাদেরই প্রকৃত সাজ!

দেখা গেল সবই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া!

ধনীর নাতি, আমলার পুত, নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র!

দেশের দিল্লি-ষ্টার সাক্ষী দিল,

মতি মিয়া দেখিয়ে দিল, ওইতো!

এক খুনি পিচ-টিভিতে লাইক মেরেছে!

কাম সেড়েছে, জাত মেরেছে, অমনি করে শোর উঠেছে!

ব্যাটা জাকির, খুনিদের সাহস দিয়েছে,

মৌ-লোভীরা বলে, ব্যাটা মাজহাবী প্যাঁচ লাগায়!

দর্শক বলে, তিনি তো হাদিস-কোরানের কথাই চালায়!

আতেঁ ঘা লাগা দাদারা তক্কে ছিলেন,

দেশী মৌ-লোভীরা চক্কে ছিলেন,

আরে! এই সুদিনের প্রতিক্ষায় ছিলাম!

ক্ষতিকর চ্যানের বন্ধ কর, ফতোয়া দিলাম।

ভারতে পিচ টিভি বন্ধ!

বাংলাতে বাড়ে দন্ধ,

মৌ-লোভীরা রাস্তা খোঁজে!

ভারত কি আর কম বুঝে!

ডেইলি ষ্টার তো বলেই ছিল,

জঙ্গিরা জাকির কে লাইক মারে,

ভারতী ফতোয়া আমদানী করে!

নতুন আইন কঠোর করে 'পিচ' দিল বন্ধ করে!

মাজহাবী তর্ক বন্ধ হবে,

মাজারী ব্যবসা ভাল হবে,

পীরালী কাম চালু রবে,

তাবিজ ব্যবসা তুঙ্গে থাকবে,

অট্টহাসে তসবি হাতে,

বাবা বলেন, হবেই হবে, সবই হবে।

তথ্য মন্ত্রী তক্কে থাকে,

শিল্প মন্ত্রী ক্ষিপ্ত হয়,

শ্রিংলা দাদার হুংকারেতে,

পিচের সুইচ বন্ধ হয়,

ষ্টার মাহফুজ বলে উঠেন, সর‌্যি!

সাক্ষ্যির ঘটনা সত্য নয়!

তথ্যে কদাচিৎ ভুল হয়।

মানুষ ভুলের উর্ধ্বে নয়।

পিচ টিভিকে মরতেই হয়............

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374459
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:০০
নাবিক লিখেছেন : Thumbs Up Thumbs Up
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২২
310658
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ
374462
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা নিজেরা যেমন পেটের ব্যথায় ওষুধ না খেয়ে মাজার স্পর্শ করে পড়ে থাকে তেমনি গুলশান এ গুলি থেকে পিস টিভি বন্ধ হয়!!!
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
310659
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমাদের এক মুখর্ প্রতিবেশীকে জানি যিনি কথায় কথায় কিছু মুখস্ত করা বিদ্যা জাহির করত। একটি কথা আজো আমি ভুলিনি, সেটা হল,

কোথায় মহারাণী আর কোথায় চাকরানী।

তবে বতর্মান সরকার মহারাণী আর চাকরানীকে যে এক করে ফেলতে পেরেছেন সেটার কৃতিত্ব না দিয়ে তো পারা যায় না। অনেক ধন্যবাদ।
374475
১২ জুলাই ২০১৬ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : মৌ-লোভীরা আর মুশরিক ভারতীয়রা বহুদিন ধরে একটা সুযোগের অপেক্ষায় ছিল, মাহফুজ আনাম/ইবলিশ তা করে দিল। বাকী এখন মুমিনদের ইমানের পরীক্ষা আর আল্লাহর কেরামতি। শুধু দেখা নয় আমাদেরও কিছু করা দরকার। আল্লার দ্বীন আল্লাহ তার ছক মত এগিয়ে নেবেনই। আমরা যেন ফেল না করি। আপনার নতুন ধরণের লেখার স্টাইল আর পুনরাগমনে পুলকিত হলাম। ধন্যবাদ৷
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:৩৫
310685
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৮ জুলাই ২০১৬ রাত ০১:২৫
310940
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যথার্থ বলেছেন, সহমত
জাযাকুমুল্লাহ
374477
১২ জুলাই ২০১৬ রাত ০৮:৩৪
হতভাগা লিখেছেন : পিস টিভি বন্ধ করার উসিলা এসব ভন্ড আলেমরা অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল ।

এখন আমাদের সাধারণ মুসলমানদের উপর এটা আল্লাহরই একটা পরীক্ষা - আমরা কি আবার মাজার পূঁজা , পীর পূঁজায় ফিরে যাব নাকি ইসলামের সঠিক পথ ধরে চলবো ?
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:৩৬
310686
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার সঠিক মন্তব্যের সাথে আমিও একমত, ধন্যবাদ।
374501
১৩ জুলাই ২০১৬ রাত ১২:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : এক্সচেএলেনট
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:৩৬
310687
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ।
377427
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৪৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File