সমাজে নাস্তিকতার জন্ম ও নৈতিকতার অবক্ষয়

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ০৩ আগস্ট, ২০১৫, ১১:৩৮:৩৮ সকাল



এরা নিজেদের লেখাপড়া করে চালাক হিসেবে ভাবতে শিখে। তবে হিন্দু যদি নাস্তিক হয় সে কিন্তু চিন্তায় হিন্দু থেকে যায়। খৃষ্টান ইহুদী নাস্তিকও একই। ওরা মুখে নাস্তিকতার বললেও তারা কিন্তু যে ধর্মে জন্ম নিয়েছিল সে ধর্মেরই প্রতিনিধিত্ব করে। আবার সে ধর্মের মানুষও সেই নাস্তিকের সৃষ্টি নিয়ে গৌরব বোধ করে।

যেমন কার্ল মাক্স নাস্তিক হলেও ইহুদীরা তাকে নিয়ে গৌরব করে, কেননা সে ইহুদী ধর্মে জন্মেছিল! মুসলমানের ক্ষেত্রে তার ভিন্নতা দেখা যায়। মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে, নাস্তিকতায় বিশ্বাস করলে, সে দুনিয়ায় যত বড় খ্যাতিমান মানুষ হোক, চিরজীবন মুসলমানেরা তাকে ঘৃণা করে। পরিসর লম্বা হবে বলে উদাহরণ টানলাম না।

অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ, ভাল চাকুরী, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, নষ্টামীতে সুযোগ সুবিধা দান, নিজের অনৈতিক কাজ লুকানোর আশ্রয় হিসেবেই নতুন ব্যক্তিরা, নাস্তিকদের আশ্রয় গ্রহন করে! এসব অন্য ধর্মের মানুষও করে থাকে, তবে তাদের ধর্ম নাস্তিকতার বিরুদ্ধে তেমন কঠোর হয়না, যেমন হয় ইসলাম ধর্ম।

ফলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাস্তিকেরা বেশী প্রতিকুলতাম মুখে পড়ে তাই এসব নাস্তিক ইসলামের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠে। উপায় না থাকলে দাত দিয়ে ঠোঁট চেপে চুপ করে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ আসলেই লুকায়িত আক্রোশ নিয়ে ইসলামী আকিদা বিশ্বাসে আঘাত হানে!

সে জন্য অন্য ধর্ম থেকে আগত নাস্তিকের চেয়ে মুসলমান থেকে সৃষ্ট নাস্তিক বেশী আগ্রাসী ও হঠকারী। বৈশয়িক স্বার্থ যোগ হলে তারা শয়তানের চেয়েও মারাত্মক হয়ে উঠে। গুপ্ত হত্যায় লিপ্ত হয় এবং শত্রুকে নির্মম কায়দায় দমন করতে উৎসাহ বোধ করে।

নাস্তিক শিক্ষিত হলে সে অনৈতিক কাজের বড় প্রতিভূ হয়ে যায়। পর্ণ ছবি তৈরী, মাদক সেবন সহ যত নোংরা নজির আছে, নাস্তিকেরা এসব কাজের উৎসাহ দাতা থাকে ক্ষেত্র বিশেষে তারা এগুলোর প্রতিষ্ঠাতা হয়। যে কোন ধর্ম জ্ঞান করা মানুষ এগুলো অপছন্দ করে। কিন্তু শিক্ষিত নাস্তিকের কারণে এসব সমাজের উপরের মহলে ছড়িয়ে পড়ে।

ফ্যাশন শো, সুন্দরী প্রতিযোগীতা এরাই করে থাকে। আবার সুন্দরীদের মেধাকে আরো তীক্ষ্ম করতে বান্দর বনের পাহাড়ে, জাফলংয়ের বনে, সেন্ট মার্টিনের বিশেষ বাংলোয়, হবু সুন্দরীদের আধুনিক হবার মন্ত্র পড়িয়ে উৎসাহ উদ্দীপনায় জোস তুলে রঙ্গীন তরল পানীয় খাইয়ে, মাতাল করে কতকিছু হয়ে যাবার ঘটনা আবার ক্যামরায় বন্দী করে, সময় সুযোগ মত সেই সব সুন্দরীদের ব্লাক মেইলিং করে নির্দেশ পালন করানো, নিজেদের গোপন ব্যবসার স্বার্থ-সিদ্ধি সব এই সব নাস্তিকদের অন্যতম দক্ষতা।

পৃথিবীর ইতিহাসে, নাস্তিকের হাতে অন্য ধর্মের মানুষ যতটা না ক্ষতিগ্রস্ত তার চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে, মুসলমানেরা। সুতরাং নাস্তিক্য বাদ কে সাধারণ জ্ঞান করা মোটেও উচিত নয়।

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333354
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
ছালসাবিল লিখেছেন : দারররুন একটি লেখা ভাইয়া Thumbs Up
নাস্তিক সবগুলোই ছুপা হিন্দু Big Grin শিবের বিশেষ অঙ্গের পুজারী Unlucky
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
275470
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ
333355
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৮
নাবিক লিখেছেন : সমকামের কথাটা বাদ পরে গেছে।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৬
275490
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আহা, ফার্সিতে একটা কথা আছে,
'আকল মান্দ ইশারা বাসদ
বে-আকল মান্দ ঠুসা বাসদ'

মানে আকল দারকে ইশারায় যখেষ্ট, বে-আকল কে ঠুসি মেরেও বুঝানো যাবেনা।

সেই জন্যই এককথায় অনৈতিকতা লিখেছি। নাস্তিকদের কাজের ফিরিস্তি লিখতে গেলে তো ভারতের বিখ্যাত কাম সাস্ত্রের জনক, কি যেন নাম?...... যাক, নাম নাই বা নিলাম, সেই ধরনের আরেকটি শাস্ত্র হয়ে যাবে। অনেক ধন্যবাদ।
333360
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
রক্তলাল লিখেছেন : কোনো শিক্ষিত কিংবা চিন্তশীল মানুষ নাস্তিক হতে পারে না।
এগনস্টিক না আনশিওর হতে পারে।

নাস্তিকতা বেশীরভাগ হয় হিংসা থেকে। আর বাংলাদেশের গুলো ত' সিম্পলি ইসলাম বিদ্বেষী চরম frustrated লোকজন।


০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
275494
নজরুল ইসলাম টিপু লিখেছেন : নাস্তিকতা বেশীরভাগ হয় হিংসা থেকে। আর বাংলাদেশের গুলো ত' সিম্পলি ইসলাম বিদ্বেষী চরম frustrated লোকজন।

অপছন্দনীয় সত্য কথাটি বললেন। অনেক ধন্যবাদ।
333364
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৩
চিরবিদ্রোহী লিখেছেন : অনেক ভাল লাগল, জাযাকাল্লাহ খইর
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৮
275495
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ।
333365
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৭
নৈশ শিকারী লিখেছেন : নাস্তিকরা জাতি এবং সমাজের দুশমন।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৮
275496
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ।
333366
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গিরামে গঞ্জে আমাগো মুল্লকে স্বভাব-খাসিলতে খাটাশ এবং যাগোর কুনো কিরাক্টার নেই তাগোরে নিস্তিইয়া বইল্যা এক্কান শব্দ দিয়া সম্ভোদন করে আওয়াম মানুষ। এই নিস্তিইয়ারাই মনে অইতাছে উপর তলার নাস্তিক সম্প্রদায়ের রুরাল প্রতিনিধি।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৮
275497
নজরুল ইসলাম টিপু লিখেছেন : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আসলেই এসব মানুষকে 'নিস্তিইয়্যা' বলে থাকে। কিন্তু আপনি জানলেন ক্যামনে? আপনি তাহলে নিশ্চয়ই চট্টগ্রামের মানুষ হইবেন।

যাক, এসব মানুষ প্রকৃতই বদ খাসয়তের মানুষ। দুভ্যার্গক্রমে আমি প্রায় সকল ধর্মের নাস্তিক দেখা ও তাদের সাথে কম-বেশী উঠা বসার সুযোগ হয়েছিল। গাঞ্জা টানার সুবির্ধার্থে তাদেরকে মাইজভাণ্ডারের ভক্ত সাজতেও দেখেছি। লালনের দেহ স্থানে যে সকল শিক্ষিত মানুষদের পৃষ্ঠপোষক হিসেবে দেখবেন, তাদের কে তলিয়ে দেখলে বুঝতে কোথাও কোথাও তাদের সাথে গাঞ্জার সম্পর্ক আছেই। আপনাকে অনেক ধন্যবাদ।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৭
275509
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! অ টিপু বদ্দা! মাইজভান্ডারীর গাঞ্জাখোর, লালনের “হায়েস”খোর গাঞ্জাটীর ল’য় আবার গ্যাঞ্জাম খান’রে মিলাই ন ফেলাইয়্যুন!! আঁই কিন্তু গাঞ্জা ন হাই!
আঁর বাপ দাদার চৌদ্দ গোষ্টী বিয়াক্কুন বাশের টেয়াঁরা দি ছাল বানাইয়্যারে জোনার চা’নীর নিচে বসবাস গরি জিন্দেগী ফার গরি দিয়্যিই। শীতহালে হালাইট্ট্যা দিয়েরে চুলাৎ অউন ধরাই রং চা ইঁজাইয়্যেরে নাইরকুলের মালার তৈরী ফেয়ালা ফুরাই চা লইয়েরে কড়ই দিয়ে ন হাইলে ইতিরার বেইন্যা ফজরত্তুন হাজ শুরু ন অইতো। এহন জবানা ফাল্টি গেইয়্যি। এই যুগ’র ফোয়া-চা’রে হালাইট্ট্যা আর নারিকুলের মালার তৈরী ফেয়ালা+চামিচের হতা হইলে চউক উল্ডাই চায়!!!
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৮
275512
নজরুল ইসলাম টিপু লিখেছেন : জ্বি বুঝিলাম, আপনার পড়া বিস্তারিত পড়ে নিশ্চত হইলাম আপনি জন্ম সূত্রে চট্টগ্রামী। আবারো ধন্যবাদ।
333376
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
হতভাগা লিখেছেন : নাস্তিক না বলে আমি এদের বলি ইসলামবিদ্বেষী ।

ধর্ম তথা সৃষ্টিকর্তা ও পরকালে বিশ্বাস করে না নাস্তিকেরা ।

আল্লাহ তায়ালা মানুষ ও জিনের বিচার করবেন এবং এদের জন্যই জান্নাত জাহান্নাম ।

অন্যান্য সৃষ্ট জীবের জন্য এগুলো না । মরার পর তাদের সবকিছুর সমাপ্তি ।

নাস্তিকেরা নিজেদেরকে পশু জাতীয় কিছু মনে করে।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৭
275510
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর কথা বলেছেন, পাল্লায় আমল নামা তোলা হবে, যারা মুসলিম হিসেবে দাবী করতে তাদের জন্য। যারা আল্লহতে বিশ্বাস করে নাই, তাদের আমল তো গ্রহন যোগ্য হবেনা, তাই তাদের আমল হিসাব করার ও প্রয়োজন হবেনা। তারা সরাসরি জাহান্নামে তবে একটি পদ্ধতির মাধ্যমে। বাংলাদেশের মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভাল থাকলে এসব নাস্তিক তখন ধর্মীয় সুবিধার গান গাইত। ধন্যবাদ।
333377
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৮
ব্লগার শঙ্খচিল লিখেছেন : অনেক সুন্দর পোস্ট, আরো চাই
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৭
275511
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
333386
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
আবু জান্নাত লিখেছেন : শুনেছিলাম বাংলা সাহিত্যের উপর বেশি ষ্টাডি করতে গেলেই শে নাস্তিক হয়ে উঠে। যেমন আমাদের দেশের বিশিষ্ট (?) ব্যক্তিবর্গ।
বাঙ্গালীর মত অন্য জাতিতে এত নাস্তিক নেই।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১২
275525
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনি লিখেছেন শুনেছিলাম বাংলা সাহিত্যের উপর বেশি ষ্টাডি করতে গেলেই শে নাস্তিক হয়ে উঠে। কথাটি আসলে ভুল। অতীতে মুলমানদের মাঝে যারা বাংলা সাহিত্যে প্রভাব সৃষ্টি করেছে তাদের মধ্যে অনেকে আলেম ছিলেন! সকল সাহিত্যিক ইসলামী ভাবাপন্ন ছিলেন। আলেমেরা বাংলা সাহিত্যের রাস্তা ছেড়ে দেবার কারণে সেখানে শুন্যতা সৃষ্টি হয়। সেই শুন্যতা মুসলিম খোদাদ্রোহীরা দখল করে। আগে থেকেই সাহিত্যে হিন্দুদের শ্রেষ্ঠত্ব ছিল, তারা এই সব খোদাদ্রোহীকে আগে ভাগেই অভিনন্দন জানায়। ফলে তাদের প্রচার হয়েছে বেশী এবং প্রসার হয়েছে আরো বেশী।

চট্টগ্রামে তথা বাংলাদেশে প্রথম বাংলা সংবাদ পত্র যিনি চালু করেছিলেন, তিনি ছিলের মাওলানা মনিরুজ্জমান ইসলামাবাদী। মাওলানা আকরাম খাঁ কলিকাতা থেকে সংবাদ পত্র প্রকাশ করেন। ড। মুহাম্মদ শহীদুল্লাহ আলেম ছিলেন। তিনি পৃথিবীর ২১ ভাষায় কথা বলা ও ১৮ ভাষার ব্যাকরণ জানতেন!

ওদিকে অধিকাংশ আলেম সমাজ উর্দু ও ফার্সীকে আঁকড়ে ধরে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। ফলে মাতৃভাষা বাংলার উপর তাদের ক্ষমতা হ্রাস পায়। আলেমেরা ইংরেজীকে ঘৃণা করে আগেই পিছিয়ে পড়েছিল, পড়ে মাতৃভাষা অবহেলা করে অন্যের হাতে তুলে দেয়। এটা আমাদের মহান মুরুব্বীদের বিরাট ভুল সিদ্ধান্ত ছিল। ভাষার ক্ষেত্রে এই যে বিরাট 'ফাঁক' সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়েছেন খোদ্রাদোহীরা।

পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কোথায়, সেটা কোন ধরনের ভাষা তার উপর একটি গুরুত্বপূর্ন পোষ্ট আছে। যদি সময় থাকে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, আশা করি খারাপ লাগবে না। নিচে লিঙ্কের ক্লিক করুন।

বাংলা আমার মাতৃভাষা, মেঘের আড়ালে ঢাকা
অনেক ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৮
275738
আবু সাইফ লিখেছেন : লিংকের লেখাটা পড়ে এলাম

জাযাকাল্লাহ..
১০
333393
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..




আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২০
275527
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, ভাল থাকুন, সুস্থ থাকুন।
১১
333399
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে নাস্তিক বলে কিছু আছে বলে মনে হয়নাহ্! আমার পূর্ব অভিঙ্গতায় দেখেছি যারা নাস্তিক হিসেবে পরিচিতি পেয়েছে মিড়িয়ার সহযোগিতায় তারা বেশিরভাগ প্রায় সবাই ইসলামকে আক্রমণ করেছে। তাই এদেরকে নাস্তিক না বলে ইসলাম বিদ্ধেষী হিসেবে দেখি!!

ধন্যবাদ পোস্টটির জন্য।
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
275544
নজরুল ইসলাম টিপু লিখেছেন : যারা কিছুটা লেখাপড়া করে নাস্তিক হয় তারা তাদের মত কিছুটা যুক্তি পেশ করে থাকে। এরা হল বিজ্ঞ নাস্তিক কিংবা পণ্ডিত নাস্তিক।

যারা এদের বই পড়ে নাস্তিক হয়, তারা বিভ্রান্ত ব্যক্তি। এদের পর্যালোচনাক করার কোন জ্ঞান নাই। তাদের গুরুরা বলেছে, সেটার উপর ভিত্তি করেই সেও বলেছে। এদের সবাই ইসলাম বিদ্ধেষী। অন্য কথায় ভাড়ায় খাটা বুদ্ধি প্রতিবন্ধি। অনেক ধন্যবাদ।
১২
333421
০৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০০
আমিন লস্কর লিখেছেন : "অন্য ধর্ম থেকে আগত নাস্তিকের থেকে মুসলমান ঘরে জন্ম নেয়া নাস্তিক বেশি আগ্রাসী"-একদম ঠিক কথা।
০৪ আগস্ট ২০১৫ সকাল ১০:৪২
275597
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার নিচেই রিদওয়ান কবির সুবজ মন্তব্য করেছেন, "ভারতে কম্যুনিষ্ট পার্টির অন্যতম নেতা বঙ্কিম চট্যোপাধ্যায় নাকি একবার বলেছিলেন যে মুসলিমরা খুব সহজেই কম্যুনিষ্ট হয় কিন্তু হিন্দু কম্যুনিষ্টরা তাদের ছুতমার্গ ছাড়তে পারেনা'।

আমি মনে করি এটাই সর্বোত্তম কথা। আপনাকে অনেক ধন্যবাদ।
১৩
333453
০৩ আগস্ট ২০১৫ রাত ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি কথা পড়েছিলাম কোন এক লিখায়। ভারতে কম্যুনিষ্ট পার্টির অন্যতম নেতা বন্কিম চট্যোপাধ্যায় নাকি একবার বলেছিলেন যে মুসলিমরা খুব সহজেই কম্যুনিষ্ট হয় কিন্তু হিন্দু কম্যুনিষ্টরা তাদের ছুতমার্গ ছাড়তে পারেনা।
০৪ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৯
275602
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি কোনদিন এই কথাটি পড়িনি। না পড়লেও বাস্তব জীবনে হিন্দু ও বৌদ্ধ কমিউনিষ্টদের দেখেছি। তারা বিয়েতে গেলে অন্যান্য হিন্দুদের নমস্তে করবে, প্রনাম করবে, হিন্দু রিতী অনুযায়ী কপালে চন্দন লাগাবে। কদাচিত বাড়ীতে পুজো হলে প্রতিমাকে প্রনাম করবে। যদি কে্উ প্রশ্ন করে, ধর্ম মানেন না তবে প্রতিমাকে প্রনাম করলেন কেন? সাথে সাথে উত্তর দেয়, মানুষকে ভাল বেসে কেননা আমরা সকল মানুষের কথা বলি্। মুখে সে ধর্মের বিরোধীতা করলেও সাংস্কৃতিতে সে ঠিকই হিন্দু। ফলে জন সাধারণ তাদেরকে সমাজ থেকে আলাদা বলে ভাবেনা। তারা কদরও যেমন পায়, ভোট ও তেমন পায়। কোন সমস্যা হয়না।

ভারতে কমিউনিষ্টেরা ভাল করে সে কারনেই। ভারতীয় কমিউনিষ্টেরা ধর্ম না মানলেও ধর্মের বিরোধীতা করেনা। ফলে তারা এখনও বহাল তবিয়তে টিকে আছে। বাংলাদেশী কমিউনিষ্টেরা ধর্মের বিরোধীতা করতে গিয়ে নিজেরাই অতি ক্ষুদ্র ও তুচ্ছ জনমন্ডলীতে পরিনত হয়েছে। ফলে নিজের অস্থিত্ব ধরে রাখতে বড় দলের লেজুর বৃত্তি করে। অনেক ধন্যবাদ।
১৪
333484
০৩ আগস্ট ২০১৫ রাত ১১:৫৩
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমতকার লিখেছেন! যাযাকাল্লাহু খায়রান।

(তবে আমি এপর্যন্ত যতগুলী নাস্তিক দেখেছি, সাবাইকে ইসলাম বিদ্বেষী হিসাবেই দেখেছি)
০৪ আগস্ট ২০১৫ সকাল ১০:৫১
275605
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভারতীয় কমিউনিষ্টেরা ধর্ম না মানলেও ধর্মের বিরোধীতা করেনা। ফলে তারা এখনও বহাল তবিয়তে টিকে আছে। জন সাধারণ তাদেরকে সমাজ থেকে আলাদা বলে ভাবেনা। তারা কদরও যেমন পায়, ভোট ও তেমন পায়। কোন সমস্যা হয়না।

বাংলাদেশী কমিউনিষ্টেরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠি তথা ইসলাম ধর্মের বিরোধীতা করতে গিয়ে নিজেরাই অতি ক্ষুদ্র ও তুচ্ছ জনমন্ডলীতে পরিনত হয়েছে। ফলে নিজের অস্থিত্ব ধরে রাখতে বড় দলের লেজুর বৃত্তি করে। অনেক ধন্যবাদ।
১৫
333705
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৯
আবু জারীর লিখেছেন : অন্য ধর্ম গুলো, ধর্মের বৈশিষ্ট হারিয়ে ফেলেছে, তাই সেই ধর্মের গুরুদের তাদের স্বধর্মের নাস্তিকদের নিয়ে মাথা ব্যাথা নাই।

ঈমান না থাকায় শয়তাও তাদের মাইনাচের খাতায় লিখে রেখেছে।

শয়তান যেমন ইসলামকে ধর্ম হিসেবে গন্য করে তেমনি মানুষেরাও। ইসলামের বিরুদ্ধে বললেই কৃয়া প্রতি কৃয়া হয়। আর এ থেকে টু পাইস কামানোর সুযোগও নাস্তিকদের বেশী।

লাভজনক বিজনেস বিধায় সব ধর্মের নাস্তিকদেরই শুধু ইসলাম নিয়ে মাথা ব্যাথা।

ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:১৪
275835
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমতকার! চমতকার! চমতকার!
০৫ আগস্ট ২০১৫ সকাল ১০:২৪
275905
নজরুল ইসলাম টিপু লিখেছেন : 'লাভজনক বিজনেস বিধায় সব ধর্মের নাস্তিকদেরই শুধু ইসলাম নিয়ে মাথা ব্যাথা' সুন্দর কথাটির জন্য অনেক ধন্যবাদ।
১৬
334617
০৯ আগস্ট ২০১৫ রাত ০৪:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাবনার বিষয়।
০৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
276668
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৭
338440
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফকরুলকে আমার করা মন্তব্যের প্রতি জবাব দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাকে ব্লকড করেছে।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৪
280028
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সে মানুষটি মতলব বাজ মানুষ। ইসলাম সে অধ্যয়ন করে নিজেকে গঠন করার জন্য নয় অন্যের দোষ তালাশের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৪০
280031
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ আমি অনেক দিন ধরে তার উদ্দেশ্য খুঁজতে ছিলাম, প্রায় দেড় বছর আগে ওনার সাথে আমার ফেসবুক বিতর্ক হয়েছিল!

কিছু কার্টুন ছবি প্রকাশ নিয়ে....! তিনি নিজেরটা ছাড়া অন্য কারো কথা গ্রহণ করতে রাজি নয়। আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File