নূন ফকিরের মারফতি বার্তা
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ২৭ জুলাই, ২০১৫, ১১:৪৬:৩৪ সকাল
কলেজ জীবনে যে এলাকায় থাকতাম, সেখানে মসজিদের সাথে লাগোয়া বাড়ি ছিল 'নুন ফকিরের'। নূন ফকির নামাজ পড়েন না, তবে আজান হলে নামাজিরা যখন মসজিদে যায় ও নুন ফকিরকে ডাকে সেটা তার জন্য বিব্রতকর ব্যাপার হয়ে উঠে।
ফজরের নামাজে পরিবেশ কোলাহল মুক্ত থাকে, আমরা তার বাসার পাশ দিয়ে যাবার সময় কাশি দিতাম। নুন ফকির খাটে শুয়ে শুয়ে জিকির নিম্নোক্ত কথা গুলো বলত।
- অ খোদা বৈশাখ মাস.....
- প্রথম বৈশাখ....
- পহেলা বৈশাখ....
- একলা বৈশাখ.... (এমন সময় তার ঘরের টিনে আম পাতা পতনের শব্দ হল)
- অ পাতা কেন পড়ছ....
- আহারে পাতা হলুদ হলে....
তিনি বুঝাতে চাইতেন তোমরা মসজিদে গেলেও আমিও ঘুমাইনি। খোদার সাথে ভিন্ন ধরনের এক দীদার নিয়ে মত্ত আছি।
প্রশ্ন করতাম এসব কথার অর্থ কি?
তিনি বলতেন, সেখানেই তো আসল সমস্যা। এসব হল মারেফতি কথা, আমি, আমার মাওলা ও খোদা ছাড়া কেউ তো এই কথার হাকিকত বুঝেনা।
বিষয়: বিবিধ
২১২৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হযরত গ্যাঞ্জাম খান
সব মশকিল আহসান
নাম দিয়ে বিনা পুজিতে নতুন কোন ব্যবসা চালু করা যায় কি!!
আসাদ গেট হতে আমিন বাজার ব্রিজ - এই রুটে যাদের নিয়মিত যাতায়াত তাদের চোখে এই হাটা বাবার দেখা পাওয়া খুব একটা কঠিন ছিল না। জটাধারী চুল ছিল তার।
তিনি ধীরে লয়ে হেটে যেতেন , আশেপাশে তার মুরীদরাও চলতো ধীরে ধীরে ।
সবখানে এমনই। অন্তত এই নুন মিয়া নিজের সংকোচ বোধ থেকেই একটু আল্লাহ বিল্লাহ করার ভান করত।
মজার লেখার জন্য ধন্যবাদ।
নুন বাবারা সর্বত্র, সচিবালয়, সংসদ, পুলিশ।
নুন ফকিরকে উষ্ঠা দিন
অনেক ধন্যবাদ
কথা হলো কুরআন আবার তারা বুঝেন না।
মন্তব্য করতে লগইন করুন