যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিপরীতে হোয়াইট হাউসের হোমপেজের পিটিশনে অংশ গ্রহণ করুন, শেষ পর্যায়ের ভোটে আপনিও অংশগ্রহণ করুন
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ০৮ মার্চ, ২০১৩, ০৮:৩৩:৪৯ রাত
বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে বিচারের নামে যে বিচারকি হত্যার আয়োজন করা হয়েছে। সেটা নিয়ে পুরো দুনিয়ায় সমালোচনা শুরু হয়েছে। পুরো দুনিযায় চাউর হচ্ছে বাংলাদেশ এখন একটি নাটকের দেশ। যুদ্ধাপরাধ ট্রাইবুনাল কে চাপে রাখতে,
"Express concern against the International War Crime Tribunal and Mob Justice in Bangladesh"
এই পিটিশনে সর্বমোট ১০০০০০ (এক লক্ষ) স্বাক্ষর পেলেই এটা পাস হয়ে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আমাদের দেশের প্রহসনের যুদ্ধাপরাধের বিচারে সচ্ছতা আনতে, প্রয়োজনে বিচার নাটক বন্ধ করাতে বাধ্য করবেন। এটা আমেরিকান সংবিধানের একটি রীতি।
প্রয়োজনীয় তথ্য: শুধুমাত্র আপনার ই-মেইল একাউন্ট ও পাসওয়ার্ড টি সাথে রাখতে হবে।
সময়: সর্বসাকু্ল্যে পাঁচ থেকে দশ মিনিট।
একজনের কয়টি ভোট: যতগুলো আইডি আছে ততগুলো থেকে ভোট প্রদান করা যাবে।
https://petitions.whitehouse.gov/petition/express-concern-against-international-war-crime-tribunal-and-mob-justice-bangladesh/6gg04svt#thank-you=p
পিটিশনটিতে স্বাক্ষর করতে উপরের এই লিঙ্কে ক্লিক করলে আগের পৃষ্ঠায় প্রদর্শিত ছবিটির মত ওয়েব পেজ আসবে। কিভাবে একাউন্ট খুলতে হবে তা বিস্তারিত নিচে উল্লেখ করা হল
উপরের ছবিতে দেখানো মতে একজন নতুন ব্যক্তি Create An Account এ ক্লিক করবেন। সেখানে ক্লিক করা মাত্রই নিচের ছবির মত আরেকটি পৃষ্টা খুলে যাবে। সেখানে চারটি তথ্য দিতে হবে। ই-মেইল এড্রেস, নামের প্রথম অংশ, নামের দ্বিতীয় অংশ, জিপ কোড না দিলেও চলবে, ছবিতে সোজা ও বাকা দুটি শব্দ আসবে তা টাইপ করতে হবে। উদাহরন হিসেবে নিচের ছবিতে লিখা আছে, reading. axalso বাক্যটি।
এখন আপনার মেইল বক্সটি খুলুন এবং দেখুন সেখানে হোয়াইট হাউস থেকে একটি লিঙ্ক ও একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। যদি সরাসরি লিঙ্কে ক্লিক করেন তাহলে ভোট হয়ে হয়ে যাবে। আর পাসওয়ার্ড ভিত্তিক করতে চাইলে নিচের পদ্ধতি ব্যবহার করুন।
পাসওয়ার্ড কপি করে রাখুন এবং উপরের পৃষ্টায় দেখানো মতে SIGN IN বক্সে ক্লিক করুন। আরেকটি পৃষ্টা খুলে আসবে সেখানে দুটো তথ্য চাইবে, প্রথম বক্সে ই-মেইল এড্রেস ও দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড পেষ্ট করুন এবং এন্টার দিন। আপনার ভোট গৃহীত হবে।
মনে রাখবেন পৃষ্টাটি ত্যাগ করার আগে আপনাকে লগ আউট করে আসতে হবে। নতুবা পরবর্তীতে সেই কম্পিউটার থেকে অন্য কেউ ভোট দিতে গেলে বলবে, আপনি ইতিমধ্যে ভোট দিয়েছেন।
দেশে-বিদেশে যে যেখানে আছেন, সবাই যার যার ইমেইল আইডি আর ফেসবুকের মাধ্যমে এই পিটিশনে স্বাক্ষর করুন এবং শেয়ার করতে থাকুন টুইটার কিংবা ফেসবুকে। একইভাবে বার্তাটি ছড়িয়ে দিন নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট, ইমেইল কনট্যাক্ট লিস্ট, ইয়াহু, গুগল, স্কাইপি এবং সম্ভাব্য সকল সোশ্যাল মিডিয়াতে।
ভাল কাজের প্রতিটি ক্ষুদ্র সমর্থনকে পর্যন্ত আল্লাহ মূল্যায়ণ করেন। যেভাবে আল্লাহ মূল্যায়ন করেছিলেন ব্যাঙের কাজকে। ক্ষুদ্র ব্যাঙ প্রতিবাদ স্বরূপ ইব্রাহিম (আঃ) অগ্নিকুন্ডে কয়েক সিসি প্রস্রাব করেছিল। তার প্রস্রাবে আগুন নিভে নাই তবে প্রাণীকুলে ব্যাঙকে সম্মান করে মানুষের বন্ধু বানিয়েছেন।
তাই কল্যাণ কাজে অবহেলা না করে নিজে, পরিবার এবং আত্মীয় সহ অংশ গ্রহণ করুন। ভূমিকা রাখুন একজন আলেমকে বিচারকি হত্যা থেকে মুক্ত করতে। আল্লাহ বলেছেন, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা দুনিয়াবাসীকে হত্যা সমান সেভাবে কাউকে বাঁচালে দুনিয়াবাসীকে বাঁচানোর সমতুল্য
বিষয়: বিবিধ
২৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন