অবশেষে টু-ডে ব্লগও ব্যান! আসুন তড়িতাহত হয়ে আমরা সরকারের গুনগান শুরু করি!
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৭:২৯ দুপুর
সম্পাদকীয় থেকে জানতে পারলাম টুডে ব্লগ ব্যান করা হয়েছে। দেশ থেকে কেউ ব্লগ খুলতে পারছেনা শুনে বুঝতেই পেরেছিলাম এটাকেও বন্ধ করা হয়েছে। সোনার বাংলাদেশ ব্লগ ইমরান সরকারের আবদার রক্ষার্থে বন্ধ করা হল। টু-ডে ব্লগ বাংলাদেশ সরকারের ইজ্জত রক্ষার্থে মন্ত্রণালয় বন্ধ করল। যাক সম্পাদকীয়ের মাধ্যমে জানতে পারলাম, তাঁরা কিভাবে যেন চালু করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমার দুটো পরামর্শ সম্পাদক সাহেবের প্রতি এবং ব্লগারদের প্রতিও।
সম্পাদক সাহেবের প্রতি আহবান:
আপনি যদি নতুন ভাবে সাইটটি চালু করেন, কমপক্ষে দুই সপ্তাহের জন্য হলেও ব্লগটি সাধারণ ব্লগারদের জন্য উন্মুক্ত করে দিন। যেখানে সরকারের কোন বিরোধিতা থাকবেনা শুধু থাকবে প্রশংসা আর স্তুতি জ্ঞান। ব্লগারেরা নিজেদের দেখা অভিজ্ঞতার আলোকে সরকারের উন্নয়ন বন্দনা করবে। সরকারের বিরুদ্ধে কোন তথ্য আসা মাত্রই পোষ্টটি সরিয়ে নিবেন।
প্রয়োজনে যারা বেশী মাত্রায় সাফল্য বর্ণনায় পারদর্শী হবে তাদেরকে পুরষ্কারের ব্যবস্থা করুন। আরো প্রয়োজনে সরকারের সাফল্য কিভাবে বর্ণনা করতে হয়, সে লক্ষ্যে যোগ্য ব্লগার তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করুন। তাহলে হয়ত তথ্য মন্ত্রণালয়ের মন মোমের মত গলিয়ে উঠবে এবং ব্লগ জগত সাবানের মত পিচ্ছিল হবে।
সকল ব্লগারদের প্রতি আহবান:
সকল সম্মানিত ব্লগার, তাঁরা তাদের হৃদয়ের সকল জ্ঞান-বুদ্ধি দিয়ে, সরকারের জয়গান, কোরাস গান গাইতে থাকবে। নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সরকারী স্তুতি গান গাইবে। ব্লগার কবিরা কবি সুফিয়া কামালের মত জিন্নাহ বন্দনার স্টাইলে কবিতা লিখতে থাকবেন। সরকারের আকাশ চুম্বী সাফল্য, পাতাল ভেদ্য সম্ভাবনা, দিগন্ত ভেদ করা অগ্রযাত্রা, দুই হাতে লিখতে থাকবেন, যাতে সরকারের কর্তাব্যক্তিরা মন ভরে তা উপভোগ করতে পারে!
সরকারের প্রতি আহবান:
শাহবাগী এমরান ও তাঁর ব্লগার গ্রুপকে ব্লগের তথ্য মোকাবেলার দায়িত্ব দিন। রাতদিন তাঁদের এ কাজে নিয়োজিত রাখুন। এতে সরকারের সফলতা প্রচারের পরিধি আরো বড় হবে, সরকারের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মোকাবেলা আরো শানিত হবে। এতে জঙ্গি কিংবা মাদক সেবীদের এলোপাথাড়ি কুড়ালের কোপে রাস্তাঘাটে তাদেরকে অঘোরে প্রাণ হারাতে হবেনা। তাদের জীবনও বাঁচবে, দল বাঁচবে, সরকার বাঁচবে। তাঁদের দাপটে পদচারণয়, ব্লগ জগতে সরকারী উন্নয়নের প্রচারের বেলুন মেঘমালার উপরে স্থান পাবে। পুরো দুনিয়ার জ্ঞানী ব্যক্তিরা বিমান ভ্রমণের সময় সেসব বেলুন দেখে বুঝতে পারবে, বাংলাদেশ মহা উন্নয়নের সুনামিতে থই থই করছে!
ওদিকে শাহবাগী ব্লগারদের করিৎকর্মা প্রচারণা ও সাধারণ ব্লগারদের সরকার বিরোধী প্রচারণা-প্রোপাগান্ডাকে যুক্তি দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেবার অবিশ্বাস্য দক্ষতা যোগ্যতা দেখে জাতি বুঝতে পারবে তাদের হাতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নয় প্রয়োজনে তৃতীয় মুক্তিযুদ্ধ সফল হওয়া সম্ভব।
বিষয়: বিবিধ
২৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন