টুডে ব্লগের সকল ব্লগারদের নববর্ষের শুভেচ্ছা.............
লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম টিপু ০১ জানুয়ারি, ২০১৩, ১০:৩০:০০ রাত
টুডে ব্লগ নামে আরেকটি নতুন ব্লগ চালু হয়েছে, খবরটি বিভিন্ন জন থেকে জানতে পেরেছি। বাংলাদেশের সকল নামকরা পত্রিকা গুলোতেও বিজ্ঞাপন দেখেছি। আশা সকল মত ও চিন্তাকে এই ব্লগ মূল্যায়ন করবে। কাদা ছোঁড়া ছুরিকে সুযোগ দিবেনা। অন্যকে হেয় করা, বিশেষ করে কোন ধর্ম মতকে লক্ষ্য করে কটাক্ষ করবে না। ধর্মীয় পোষ্ট দেবার অবশ্যই সুযোগ দিতে হবে। রাজনৈতিক গালাগালি নয়, যেন বিশ্লেষণ কে মূল্যায়ন করা হয়। অন্যান্য অনেক ব্লগের ন্যায় যেন ব্যানের খড়গ মাথায় ঝুলিয়ে না রাখা হয়। কারো লিখা যেন মুছে দেওয়া না হয়। আশা করি ‘টুডে’ অন্যান্য ব্লগের ন্যায় খ্যাতি অর্জন করবে, কামনা করি সবার চেয়ে সেরা সার্ভিস যেন এই ব্লগ দেয়। সকলকে আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের একরাশ শুভেচ্ছা.................
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন