পাক্কা শিবির ইয়াহিয়াকে ১০ দিনের মই ডলা দেয়া হোক
লিখেছেন লিখেছেন পলাশ৭৫ ২৬ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৫:৩১ সন্ধ্যা
বিভিন্ন মিডিয়ায় ফটোর ফটোর করে কথা ্বলায় খ্যাত।
দুর্ধর্ষ ক্যাডার ইয়াহিয়াকে ১০ দিনের রিমান্ডে নেয়া হচ্ছে।
রিমান্ডে তাকে মই ডলা দিলেই সব বের হয়ে আসবে, শিবিরের গোপন আস্তানার তথ্যগুলো <:-P <:-P
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়াকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
শনিবার মতিঝিল থানার ৯(১১)১২ নাম্বার মামলায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোবারক।
কিন্তু রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র (সিডি) না থাকায় মহানগর ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন আগামী মঙ্গলবার মামলার সিডিসহ শুনানির দিন ধার্য করেছেন।
আসামি পক্ষের এক আইনজীবী দাবি করেছেন, বুধবার দিনগত রাতে ইয়াহহিয়া তার নিজ বাড়ি সিলেটে যাওয়ার জন্য রাত ১২টা ৫ মিনিটে গ্রীনলাইন পরিবহনের একটি বাসে উঠেন। আরামবাগ কাউন্টার থেকে বাসটি ছেড়ে যাওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
পুলিশের এডিসি (প্রসিকিউশন) মো. আনিসুর রহমান ইয়াহহিয়াকে আদালতে হাজির ও রিমান্ড চাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন