মেজর জিয়া পাকিস্থানপন্থি ছিলেন, ছবিই বলে দেয়
লিখেছেন লিখেছেন পলাশ৭৫ ১৮ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৪:৪৮ রাত
জেনারেল জিয়াঊল হক (উপরে)ও জেনারেল জিয়াউর রহমান (নিচে)
বিএনপি বা বাজাদলের(বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে বহু আগে থেকেই পাকিস্থানপন্থি হিসেবেই মনে করা হয়। কারন, জিয়া যুদ্ধাপরাধী নরঘাতক গোলাম আযমকে দেশে নিয়ে আসেন। জামাতসহ মৌলবাদিদের রাজনীতি করার সুযোগ করে দেন।
আমাদের স্বাধীনতার মুল মন্ত্রই যেখানে ছিল অসাম্প্রদায়িক, সেকুলার
বাংলাদেশ গড়া, জিয়া সেখানে পাকিস্থানি কায়দায় বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে সংবিধানের মুল চরিত্র পরিবর্তন করে পাকিস্থানি
ষ্টাইলে ধর্মানুভুতিকে কাজে লাগান।
জিয়া তার কর্মকান্ডের মাধ্যমেই শুধু নয় আচার আচরনেও পাকিস্থানি
মুরুব্বিদের অনুসরন করতেন।
উপরের ছবিতে দেখুন পাকিস্থানি স্বৈরশাসক জেনারেল জিয়াউল হকের
ভাষন দানের ষ্টাইল ও আমাদের মেজর জিয়াউর রহমানের ষ্টাইল। কি হুবহু মিল!
কি দারুন অনুকরন।
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন