ব্লগারদের দৃষ্টি আকর্ষণ
লিখেছেন লিখেছেন নোটিশ বোর্ড ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৬:২০ রাত
সুপ্রিয় ব্লগার,
টুডে ব্লগে আপনাদের স্বাগতম এবং আন্তরিক অভিবাদন। চলতি বছরের শুরু থেকে টুডে ব্লগের যাত্রা। এই অতি অল্প সময়ের ব্যবধানে আপনাদের অভূতপর্ব সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে এবং সামনের দিকে অগ্রসর হওয়ার প্রেরণা যুগিয়েছে। একটি ব্লগকে সবার মাঝে ছড়িয়ে দিতে ব্লগারদের সহযোগিতা একান্ত কাম্য।
মত থাকবে মতের ভিন্নতা থাকবে আর এই সকল মত ও বিতর্কের উর্ধ্বে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে
ব্লগ সবার। সবাই যেন সুস্থ ও সুন্দরভাবে ব্লগিং করতে পারে সেই জন্য আমাদের কিছু নীতিমালা অবশ্যই মেনে চলা উচিত।
নিম্নোক্ত নীতিমালার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি---
১. একই বিষয়ে একের অধিক পোষ্ট করা হলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। তাই প্রথম পাতায় একই বিষয়ে পোষ্ট থাকলে নতুন কোন পোষ্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।
২। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।
৩. যেকোনো ধরনের অশ্লীল ও কুরূচিপূর্ণ ছবি/ অডিও/ ভিডিও প্রথম পাতা থেকে এমনি সঞ্চালক মনে করলে পুরোপুরি সরিয়ে দিবে।
৪. যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে প্রথম পাতা থেকে সরানো হবে।
৫. সঞ্চালক মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্যহীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে
৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক বা উস্কানীমূলক যে কোনো ধরনের লেখা সরাসরি মুছে দেওয়া হবে।
৭. সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।
৮. একাধিক নাম বা ছদ্মনাম ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তাঁরা করলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
৯. ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালিপূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।
আসুন আমরা উপরোক্ত নীতিমালা অনুসরণ করে ব্লগের সুস্থ রূচিশীল পরিবেশ নিশ্চিত করি।
ধন্যবাদান্তে
টুডে ব্লগ টিম
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন