পল্টনে ইসলামী মঞ্চের ঘোষণা ওলামাদের
লিখেছেন লিখেছেন সরাসরি ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৮:৪৭ সকাল
স্টাফ রিপোর্টার: শাহবাগ স্কয়ারে বাম-রাম ও কমিউনিস্টদের মিলন মেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন ওলামায়ে কেরাম
। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির নাটক মঞ্চস্থ করার আড়ালে মূলত ইসলামের দুশমনরা দেশ থেকে ইসলাম নির্মূলের হুঙ্কার দিচ্ছে। ধর্মীয় রাজনীতি তথা ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ বন্ধের দাবি তোলা হচ্ছে। যা- কুরআন, সুন্নাহ ও আল্লাহ, রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। আলেমরা বলেন, বিগত কয়েক দিন ধরে ঐতিহাসিক শাহবাগ স্কয়ারে নাস্তিক, মুরতাদ, ভ্রান্ত কমিউনিস্ট ও ইসলামের দুশমনরা ইসলামের বিরুদ্ধে যেভাবে বিষোদগার করছে তা মুসলিম অধ্যুষিত স্বাধীন, সার্বভৌম দেশের জন্য চরম হুমকি স্বরুপ। ট্রাইব্যুনালের বিরুদ্ধে ভ্রান্ত বামদের এ ধৃষ্টতামূলক সমাবেশ বন্ধ করা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো একজন নিষ্কলুষ মুফাসসিরে কুরআনকে নিয়ে যারা খেলা করতে চায়, তাদের এক্ষুণি থামিয়ে দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাঈদীর মতো একজন ইসলামী ব্যক্তিত্বকে জোরপূর্বক দোষী সাব্যস্ত করে দণ্ড দেয়ার পাঁয়তারা করলে সর্বস্তরের তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে কঠিন কর্মসূচি দেয়া হবে। তারা আগামীকাল সকাল ১০টায় মাওলানা সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আহূত ‘ইসলামী মঞ্চে’ সর্বস্তরের মুফাসসির, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনতাকে যিকির সহকারে দলে দলে হাজির হওয়ার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন- মুফতি মাওলানা লুৎফর রহমান, মুফতি মিজানুর রহমান, মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হুসাইন, মাওলানা আবু মুহাম্মদ বজলুর রহমান, মাওলানা মুহাম্মদ সাঈদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মাহতাব উদ্দিন, মাওলানা মুহাম্মদ ছালমান, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা মুহাম্মদ নুরুল হক, মাওলানা মুহাম্মদ মহিব্বুর রহমান, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ ফজলুল করিম, মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ মুবারক হোসাইন, মাওলানা মুহাম্মদ জাফর আহমাদ, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা মুহাম্মদ হাফিজুল্লাহ, মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ।
সুত্রঃ http://www.mzamin.com/details.php?nid=NDIzNzk=&ty=MA==&s=MTg=&c=MQ==#
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন