কারো মউতের খবর শুনলে বা পড়লে আমরা যা করি, আর আসলে যা করা দরকার
লিখেছেন লিখেছেন আবূসামীহা ০১ ডিসেম্বর, ২০১৬, ১০:৩০:১৪ রাত
আমরা বিভিন্ন সময়ে কারো না কারো মউতের খবর কারো মুখ থকে শুনি অথবা অনলাইনে বা অন্য কোন মাধ্যমে পড়ি। এ অবস্থায় অধিকাংশ সময়েই আমরা বলে উঠি “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজি’ঊন।” এটা ঠিক আছে। তবে মউতের ঘটনার সাথে তিনটা বিষয় জড়িত।
১. যিনি খবর শুনলেন বা পড়লেন।
২. যাঁর ক্ষতিটা হল; অর্থাৎ যাঁর মা/বাপ/ভাই/বোন/স্বামী/স্ত্রী/পুত্র/কন্যা/আত্মীয়/বন্ধু মারা গেলেন।
৩. যিনি মারা গেলেন।
এই তিনজনের জন্য প্রতিক্রিয়ার ধরণ ভিন্ন হবার কথা।
প্রথমতঃ যিনি খবর শুনলেন তিনি যদি বলেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি র’জিঊন” তাহলে ব্যাপারটা তাঁর নিজের জন্য বলা হল। যাঁর স্বজন হারাল বা যিনি হারিয়ে গেলেন তাঁদের জন্য এখানে কোন কথা নেই।
দ্বিতীয়তঃ যাঁর স্বজন হারাল বা যিনি মুসীবতে পড়লেন তিনি ইস্তিরজা’ করবেন এই কথা বলে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজি‘ঊন” । এটা তাঁর সবরের প্রতীক এবং যাঁর কিছু হারিয়ে গেল তাঁকে এভাবে ইস্তিরজা’ করার নির্দেশনা দিয়েছেন রসূলুল্লাহ ﷺ ।
তৃতীয়তঃ যাঁর স্বজন হারাল বা যিনি মুসীবতে পড়লেন তাঁকে খবর যারা শুনেছে বা পড়েছে তারা সান্তনা [Condolence] জানাবে। হাদীসে কয়েকটা সান্তনার কথা এসেছেঃ
(ক) إِنَّ للهِ ما أَخَذ، وَلَهُ ما أَعْـطـى، وَكُـلُّ شَيءٍ عِنْـدَهُ بِأَجَلٍ مُسَـمَّى.فَلْتَصْـبِر وَلْتَحْـتَسِب.
[ইন্না লিল্লাহি মা আখাজা, ওয়া-লাহু মা আ‘তা ওয়া কুল্লু শাই’ইন ইনদাহু লি-আজালিন মুসাম্মা] । এর মানে হলঃ নিশ্চয় আল্লাহ যা নিয়ে গিয়েছেন তা তাঁরই; আর যা দিয়েছিলেন তাও তাঁরই; আর প্রত্যেক বস্তুর জন্য তিনি একটা মেয়াদ নির্দিষ্ট করে রেখেছেন। সুতরাং ধৈর্য ধারণ করো ও তাঁর কাছে সওয়াবের আশা পোষণ করো।”
(খ) أَعْظَـمَ اللهُ أَجْـرَك، وَأَحْسَـنَ عَـزاءَ ك، وَغَفَـرَ لِمَـيِّتِك
[আ‘জামাল্লাহু আজরাক, ওয়া আহসানা আজা’আক, ওয়া গাফারা লিমায়্যিতিক] - আল্লাহ আপনার প্রতিদানকে বাড়িয়ে দিন, আপনার বেদনার উপশম করে দিন এবং আপনার মায়্যিতকে মাফ করে দিন।
এছাড়াও আপনি যেভাবে ইচ্ছা তাঁকে সুন্দর করে সান্তনা দিতে পারেন।
চতুর্থতঃ যিনি মারা গেলেন তাঁর জন্য আমাদের করণীয় হল তাঁর জন্য মাগফিরাতের দু‘আ করা। রসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ থেকে আমরা কয়েকটা দু‘আ শিখতে পেরেছি। অন্ততঃ এতটুকু বলা যে আল্লাহ তাকে মাফ করুন ও জান্নাত দান করুন।
শুধু "ইন্না লিল্লাহি ......... " বলে ছেড়ে দেবেন না।
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিন্দু ধর্মাবলম্বিদের মৃত্যুে পর শ্রাদ্ধ অনুষ্ঠানের আমন্ত্রনপত্রে সাধারনত আমন্ত্রনকারীদের নাম লিখা হয় ভাগ্যহীন/ভাগ্যহীনা বলে। ডঃ সুনিতী কুমার চ্যাটার্জি এই নিয়ে একবার মন্তব্য করেন যে বাপ মারা গেলে ছেলে ভাগ্যহীন হয় কি করে বরং ভাগ্যবান হবে সম্পত্তির ভাগ পেয়ে!!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন