যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে!!!

লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৮ অক্টোবর, ২০১৬, ০৯:০৭:৫১ সকাল

যখন মনটা খারাপ হয়ে যায় এবং কষ্ট ও মুসীবতের ভারকে অসহ্য মনে হয় তখন সূরা ইউসূফ পড়লে মন ভাল হয়ে যায়; হৃদয়ের ভার চোখের পানির সাথে বেরিয়ে গিয়ে হালকা অনুভূত হয়। আল্লাহ তাঁর দু'জন বান্দাকে আপাতঃদৃষ্টিতে কত কঠিনভাবেই না পরীক্ষা করলেন। তাদের কোন ভুলের কারণে তিনি তাঁদেরকে পরীক্ষা করেন নি। ইউসূফ (আঃ) ভাইদের হিংসার শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হলেন, তারপর দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন, তারপর এক নারীর কামনার শিকার হয়ে জেলে গেলেন। তারপর কুদরত তাঁকে উদ্ধার করে মিসরের ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত করে দিলেন। আর তাঁর বিরহে ইয়া'ক্বুব (আঃ) বেদনার সাগর পাড়ি দিতে দিতে অন্ধ হয়ে গেলেন, এবং নিজের বেদনা ও অভিযোগ শুধু তাঁর রব্বের কাছেই পেশ করলেনঃ

إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّـهِ

তিনি বললেন -- ''আমার অসহনীয় দুঃখ ও আমার বেদনা নিবেদন করছি আল্লাহ্‌রই কাছে।"

আর রসূলুল্লাহর (ﷺ) জীবনতো এ ক্ষেত্রে আরো বড় উদাহরণ। মানবতার ইতিহাসে তাঁর চেয়ে বেশি নির্যাতন, নিস্পেষণ, অবিচার ও অপবাদ আর কাউকে সহ্য করতে হয় নি; অথচ তিনি ছিলেন নিষ্পাপ ও নিরপরাধ এবং শুধুমাত্র তাঁর রব্বের দেয়া দায়িত্বই পালন করে যাচ্ছিলেন। কিন্তু তিনি অভিযোগ করেন নি এবং হালও ছেড়ে দেন নি। এজন্য মল্লিক ভাই গেয়েছিলেনঃ

যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুড়ে

বিপদ আপদ মূসীবতে মরি পুড়ে পুড়ে

তখন তোমার শৈশব-কৈশোর যোগায় সান্তনা।

রাসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।।

আশাহত জীবন যখন দূর্বিষহ লাগে,

ব্যর্থ এবং পরাজিত স্মৃতি গুলো জাগে,

তখন তোমার বদর-ওহুদ জুড়ায় যন্ত্রণা...

রাসূল আমার কাজে-কর্মে অনুপ্রেরণা।।

কতই না উত্তম হত যদি আমাদেরও এ সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের মত ধৈর্য ধরার তৌফিক্ব হত!

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379166
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Praying Praying Praying Praying Praying
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:০৪
314911
আবূসামীহা লিখেছেন : ওয়া আলায়কুম আস-সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ।
379188
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আল্লাহর রহমত থেকে কেউই বঞ্চিত হয়না।
২১ ফেব্রুয়ারি ২০১৮ রাত ০৯:০৯
317395
আবূসামীহা লিখেছেন : Happy
379199
২৮ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ / পিলাচ

২১ ফেব্রুয়ারি ২০১৮ রাত ০৯:১০
317396
আবূসামীহা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
379207
২৮ অক্টোবর ২০১৬ রাত ১০:৪৪
আফরা লিখেছেন : খুব অনুপ্রেরনা পেলাম ধন্যবাদ ।
২১ ফেব্রুয়ারি ২০১৮ রাত ০৯:১০
317397
আবূসামীহা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
379225
২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৫৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ছোট সাবলীল ও অনেক মাধুর্যপূর্ণ এবং শিক্ষনীয় লেখা। জাঝাক আল্লাহ ভাইয়া।
২১ ফেব্রুয়ারি ২০১৮ রাত ০৯:১০
317398
আবূসামীহা লিখেছেন : ওয়া ইয়্যাকুম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File