ইস্তাম্বুল কি থাকবে মুসলিমদের হাতে?
লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৬ জুলাই, ২০১৬, ১০:৩০:৩২ সকাল
ইস্তাম্বুলের আয়া সোফিয়া
গ্রীক শহর বাইজেন্টিয়ামকে নতুন করে গড়ে বড় শহরে পরিণত করেন রোমান সম্রাট কন্সটান্টিন। তিনি রোমের পরে এটিকে সাম্রাজ্যের দ্বীতিয় রাজধানীতে পরিণত করেন। নানা নির্মাণকাজ করে এটিকে তাঁর সাম্রাজ্যের একটি মণিতে [Jewel] পরিণত করেন। আয়া সোফিয়ার [Hagia Sophia] মত বিশাল এক বিস্ময়কর স্থাপত্য শহরটিকে করে তোলে অনন্য। ইউরোপের সর্ববৃহৎ শহর হয়ে যায় বাইজেন্টিয়াম। কিন্তু বাইজেন্টিয়াম আস্তে আস্তে নতুন নামে পরিচিত হতে থাকে। লোকেরা বলতে থাকে এটি কন্সটান্টিনোপল বা কন্সটান্টিনের শহর।
রোমের অবক্ষয়ের ধারাবাহিকতায় ৪৭৬ খ্রীষ্টাব্দে সেনাবাহিনীর জার্মান কমাণ্ডার সম্রাট রমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করলে পতন ঘটে সাম্রাজ্যের পশ্চিমাংশের, যা জার্মান গোত্রগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে ছোট ছোট বিভিন্ন রাজ্য বানিয়ে নেয়। কিন্তু কন্সটান্টিনোপলে রাজধানী করা সাম্রাজ্যের পূর্বাংশ অক্ষত থেকে যায়। এটি হয়ে যায় অর্থোডক্স খ্রীষ্টানদের কেন্দ্র এবং গোটা খ্রীষ্টজগতের আশা ভরসার প্রতীক।
ইসলামের অভ্যুদয় পরবর্তী সময়ে শামে (ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং তুর্কির কিছু অংশ) মুসলিমদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পূর্ব-রোমান সাম্রাজ্য বা বাইজেন্টিন সাম্রাজ্য। খুলাফায়ে রাশেদার সময়েই শাম এবং উত্তর আফ্রিকা থেকে হাত গুটাতে হয় বাইজেন্টিনদেরকে। বনু উমাইয়ার সময়ে মুসলিমরা কন্সটান্টিনোপল দখলে অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। আব্বাসী খিলাফতের সময়ে সেলজুক তুর্কিদের সাথে সংঘর্ষে জড়িয়ে আনাতোলিয়ার [এখনকার তুরষ্কের এশিয়ান অংশ] একটা বিরাট অংশ তুর্কি গোত্রগুলোর কাছে হারায় বাইজেন্টিনরা। প্রতিশোধ হিসেবে পশ্চিমী খৃষ্টানদের সাহায্য কামনা করে তারা তুর্কিদের বিরুদ্ধে। কিন্তু রোমের ক্যাথলিক চার্চ ও কন্সটান্টিনোপলের অর্থোডক্স চার্চের মধ্যে বিরোধ থাকায় পশ্চিমী খৃষ্টানরা বাইজেন্টিনদের রাজনৈতিক পরাজয়ে সাহায্য করবে না জেনেই সম্রাট ২য় আলেক্সিউস সেলজুকদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধারের নামে সাহায্যের আবেদন করেন। রোমের পোপ এরপর ক্রুসেড ঘোষণা করলে দীর্ঘ কয়েক শতকের যুদ্ধে জড়িয়ে পড়ে মুসলিম ও খৃষ্টান দুনিয়া। খৃষ্টানরা প্রথম ক্রুসেডে জেরুসালেম দখল করলেও সালাহুদ্দীন ইউসুফ ইবন আইয়ুবের নেতৃত্বে মুসলিমরা ক্রুসেডারদের পরাজিত করে জেরুসালেম উদ্ধার করে। খৃষ্টান জগত এরপর আরো বেশ কয়েকটি অসফল ক্রুসেড পরিচালনা করে। শেষ ক্রুসেডে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে ইতালিয়ানরা উল্টা কন্সটান্টিনোপল আক্রমন করে তা লুট করে। এতে সাম্রাজ্য আরো সংকীর্ণ হয়ে পড়লেও কন্সটান্টিনোপল একটা সাম্রাজ্যের প্রতীক হিসেবে অপরাজেয় রয়ে যায়।
এরপর আব্বাসী খিলাফতের পতন হয় মোঙ্গলদের হাতে। সেই সাথে শেষ সেলজুক তুর্কিদের শাসনেরও। কিন্তু এর মধ্যেই আনাতোলিয়াতে ধীরে ধীরে এক তুর্কি সরদার উসমান গড়তে শুরু করেন এক নতুন রাজ্যের - এক গৌরবময় সালতানাতের ভিত্তি - উসমানী খিলাফত। এই উসমানেরই বংশের মুহাম্মদ আল-ফাতিহ [সুলতান ২য় মেহমেত] ১৪৫৩ সালে জয় করে নেন কন্সটান্টিনোপল। শেষ হয়ে যায় রোমান সাম্রাজ্যের পূর্বাংশও। সুলতান মুহাম্মদ নিজেকে রোমের নতুন কায়সার হিসেবেও দাবী করেন। খৃষ্টান দুনিয়া তাজ্জব হয়ে যায়। তারা মেনে নিতে পারছিল না একজন মুসলিমের হাতে তাদের এই শহরের পতন। তাই পোপ সুলতানকে অনুরোধ করেন খৃষ্টান হয়ে যাবার জন্য। সুলতান তা প্রত্যাখ্যান করেন অবশ্যই এবং কন্সটান্টিনোপলের নতুন নামকরণ করলেন ইসলামপোল - ইসলামের শহর হিসেবে। ওটাই বিকৃত হয়ে ইস্তাম্বুল হয়েছে।
বাইজেন্টিয়াম>>কন্সটান্টিনোপোল>> ইসলামপোল >>ইসলামবোল>>ইসলাম্বুল>> ইস্তাম্বুল
খ্রীষ্টান দুনিয়া এটিকে ভুলে যায় নি। তারা পরাজয়ের ৭০০ বছরের মাথায় স্পেন থেকে ধীরে ধীরে মুসলিমদের নাম মুছে দিয়েছে। এটা সম্ভব হয়েছিল মুসলিমদের অভ্যন্তরীন দন্দ্বের কারণে। ইস্তানবুল বিজয় হয়েছে প্রায় সাড়ে ৫ 'শ বছর আগে। খৃষ্টান দুনিয়া এটাকে উদ্ধারের পাঁয়তারা যে করছে না সেটা আমরা কীভাবে ভুলে থাকব। তারা প্রতিনিয়ত পরিকল্পনা করেই যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা প্রায় সফলই হয়ে গিয়েছিল। এখনো তাদের চক্রান্ত থেকে নেই। তুর্কি ভাইয়েরা তাই আমাদের দু'আ ও সহযোগিতার অনেক বেশি হক্বদার।গ্রীক শহর বাইজেন্টিয়ামকে নতুন করে গড়ে বড় শহরে পরিণত করেন রোমান সম্রাট কন্সটান্টিন। তিনি রোমের পরে এটিকে সাম্রাজ্যের দ্বীতিয় রাজধানীতে পরিণত করেন। নানা নির্মাণকাজ করে এটিকে তাঁর সাম্রাজ্যের একটি মণিতে [Jewel] পরিণত করেন। আয়া সোফিয়ার [Hagia Sophia] মত বিশাল এক বিস্ময়কর স্থাপত্য শহরটিকে করে তোলে অনন্য। ইউরোপের সর্ববৃহৎ শহর হয়ে যায় বাইজেন্টিয়াম। কিন্তু বাইজেন্টিয়াম আস্তে আস্তে নতুন নামে পরিচিত হতে থাকে। লোকেরা বলতে থাকে এটি কন্সটান্টিনোপল বা কন্সটান্টিনের শহর।
রোমের অবক্ষয়ের ধারাবাহিকতায় ৪৭৬ খ্রীষ্টাব্দে সেনাবাহিনীর জার্মান কমাণ্ডার সম্রাট রমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করলে পতন ঘটে সাম্রাজ্যের পশ্চিমাংশের, যা জার্মান গোত্রগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে ছোট ছোট বিভিন্ন রাজ্য বানিয়ে নেয়। কিন্তু কন্সটান্টিনোপলে রাজধানী করা সাম্রাজ্যের পূর্বাংশ অক্ষত থেকে যায়। এটি হয়ে যায় অর্থোডক্স খ্রীষ্টানদের কেন্দ্র এবং গোটা খ্রীষ্টজগতের আশা ভরসার প্রতীক।
ইসলামের অভ্যুদয় পরবর্তী সময়ে শামে (ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং তুর্কির কিছু অংশ) মুসলিমদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পূর্ব-রোমান সাম্রাজ্য বা বাইজেন্টিন সাম্রাজ্য। খুলাফায়ে রাশেদার সময়েই শাম এবং উত্তর আফ্রিকা থেকে হাত গুটাতে হয় বাইজেন্টিনদেরকে। বনু উমাইয়ার সময়ে মুসলিমরা কন্সটান্টিনোপল দখলে অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। আব্বাসী খিলাফতের সময়ে সেলজুক তুর্কিদের সাথে সংঘর্ষে জড়িয়ে আনাতোলিয়ার [এখনকার তুরষ্কের এশিয়ান অংশ] একটা বিরাট অংশ তুর্কি গোত্রগুলোর কাছে হারায় বাইজেন্টিনরা। প্রতিশোধ হিসেবে পশ্চিমী খৃষ্টানদের সাহায্য কামনা করে তারা তুর্কিদের বিরুদ্ধে। কিন্তু রোমের ক্যাথলিক চার্চ ও কন্সটান্টিনোপলের অর্থোডক্স চার্চের মধ্যে বিরোধ থাকায় পশ্চিমী খৃষ্টানরা বাইজেন্টিনদের রাজনৈতিক পরাজয়ে সাহায্য করবে না জেনেই সম্রাট ২য় আলেক্সিউস সেলজুকদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধারের নামে সাহায্যের আবেদন করেন। রোমের পোপ এরপর ক্রুসেড ঘোষণা করলে দীর্ঘ কয়েক শতকের যুদ্ধে জড়িয়ে পড়ে মুসলিম ও খৃষ্টান দুনিয়া। খৃষ্টানরা প্রথম ক্রুসেডে জেরুসালেম দখল করলেও সালাহুদ্দীন ইউসুফ ইবন আইয়ুবের নেতৃত্বে মুসলিমরা ক্রুসেডারদের পরাজিত করে জেরুসালেম উদ্ধার করে। খৃষ্টান জগত এরপর আরো বেশ কয়েকটি অসফল ক্রুসেড পরিচালনা করে। শেষ ক্রুসেডে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে ইতালিয়ানরা উল্টা কন্সটান্টিনোপল আক্রমন করে তা লুট করে। এতে সাম্রাজ্য আরো সংকীর্ণ হয়ে পড়লেও কন্সটান্টিনোপল একটা সাম্রাজ্যের প্রতীক হিসেবে অপরাজেয় রয়ে যায়।
এরপর আব্বাসী খিলাফতের পতন হয় মোঙ্গলদের হাতে। সেই সাথে শেষ সেলজুক তুর্কিদের শাসনেরও। কিন্তু এর মধ্যেই আনাতোলিয়াতে ধীরে ধীরে এক তুর্কি সরদার উসমান গড়তে শুরু করেন এক নতুন রাজ্যের - এক গৌরবময় সালতানাতের ভিত্তি - উসমানী খিলাফত। এই উসমানেরই বংশের মুহাম্মদ আল-ফাতিহ [সুলতান ২য় মেহমেত] ১৪৫৩ সালে জয় করে নেন কন্সটান্টিনোপল। শেষ হয়ে যায় রোমান সাম্রাজ্যের পূর্বাংশও। সুলতান মুহাম্মদ নিজেকে রোমের নতুন কায়সার হিসেবেও দাবী করেন। খৃষ্টান দুনিয়া তাজ্জব হয়ে যায়। তারা মেনে নিতে পারছিল না একজন মুসলিমের হাতে তাদের এই শহরের পতন। তাই পোপ সুলতানকে অনুরোধ করেন খৃষ্টান হয়ে যাবার জন্য। সুলতান তা প্রত্যাখ্যান করেন অবশ্যই এবং কন্সটান্টিনোপলের নতুন নামকরণ করলেন ইসলামপোল - ইসলামের শহর হিসেবে। ওটাই বিকৃত হয়ে ইস্তাম্বুল হয়েছে।
বাইজেন্টিয়াম>>কন্সটান্টিনোপোল>> ইসলামপোল >>ইসলামবোল>>ইসলাম্বুল>> ইস্তাম্বুল
খ্রীষ্টান দুনিয়া এটিকে ভুলে যায় নি। তারা পরাজয়ের ৭০০ বছরের মাথায় স্পেন থেকে ধীরে ধীরে মুসলিমদের নাম মুছে দিয়েছে। এটা সম্ভব হয়েছিল মুসলিমদের অভ্যন্তরীন দন্দ্বের কারণে। ইস্তানবুল বিজয় হয়েছে প্রায় সাড়ে ৫ 'শ বছর আগে। খৃষ্টান দুনিয়া এটাকে উদ্ধারের পাঁয়তারা যে করছে না সেটা আমরা কীভাবে ভুলে থাকব। তারা প্রতিনিয়ত পরিকল্পনা করেই যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তারা প্রায় সফলই হয়ে গিয়েছিল। এখনো তাদের চক্রান্ত থেকে নেই। তুর্কি ভাইয়েরা তাই আমাদের দু'আ ও সহযোগিতার অনেক বেশি হক্বদার।
বিষয়: আন্তর্জাতিক
২২২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জেরুজালেম দখল করার পর জেনারেল এলেনবি বলেছিলেন যে ক্রুসেড আজ সমাপ্ত হলো। কিন্তু তারা এই ক্রুসেড এখনও চালিয়ে যেতে চা্য়।
মন্তব্য করতে লগইন করুন