ঈমানের পরীক্ষা শুধু জীবন ও সম্পদের কুরবানীতেই হয় না।

লিখেছেন লিখেছেন আবূসামীহা ১৬ মে, ২০১৬, ০৯:১২:১৪ সকাল

আল্লাহ - তাবারাকা ওয়া তা'আলা - ঈমানের পরীক্ষা একেক জনকে একেক ভাবে করেন। কেউ কেউ জীবন, সম্মান ও সম্পদের বিশাল কুরবানী দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। অন্যদিকে কেউ কেউ অতি নগণ্য মূল্যে আখিরাত বিক্রি করে দিয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে যাচ্ছে।

আমাদের অনেককেই জীবন ও সম্পদের বিরাট কুরবানী দেবার মুখোমুখি হতে হয় না। কিন্তু দেখা গেল দুনিয়া ছোট্ট একটা তাড়না নিয়ে সামনে হাজির হয়ে গেল, আর আমরা লোভ সামলাতে না পেরে পরীক্ষায় ডিগবাজী মেরে দিলাম।

সেদিন কস্টকোতে গেলাম কয়েকটা জিনিষ কিনতে। এক মহিলাকে দেখলাম দইয়ের (গ্রীক ইউগোর্ত) বাক্স চিরে একটা প্যাকেট বের করে নিল। কেউ যাতে না দেখতে পায় সেভাবে আস্তে করে নিল, অথচ আমি তার পেছনে। আমি একটা বিচ্ছিরি চাহনিতে তার দিকে তাকাতেই দ্রুত সেখান থেকে কেটে পড়ল।

নিজে ক্যাশে এসে দাম শোধ করে বাইরে যেয়ে রশিদের সাথে মালগুলো মেলাতে গিয়ে দেখি ক্যাশিয়ার একটা ব্যাকপ্যাকের দাম চার্জ করেনি। দোকান থেকে বেরুতে গেলে মাল এবং রশিদ যারা চেক করে তাদের কাছেও ব্যাপারটা ধরা পড়েনি। ৩৪.৯০ ডলার দামের ব্যাকপ্যাক; ট্যাক্সসহ ৩৮.১০ ডলার। আবার ভেতরে গিয়ে মূল্যবান সময় ব্যয় করে দাম দিয়ে আসলাম। আমি রশিদ চেক না করলে বিনে পয়সায় মালটা আমার হস্তগত হয়ে যেত। ছোট্ট একটা পরীক্ষা। ৩৮.১০ ডলারে দুনিয়া আমার আখিরাতকে কিনে নিতে পারত খুব সহজেই।

খায়বরের দিন রসূলুল্লাহর (সঃ) এক দাস দুশমনদের তীর বা বর্শার আঘাতে যখমী হয়ে পরে নিহত হয়। সাহাবীরা (রাঃ) তার সৌভাগ্য নিয়ে আলোচনা করছিলেন, কারন সে শহীদ হয়েছিল। কিন্তু রসূলুল্লাহ (সঃ) বললেন সে জাহান্নামী। পরে তার মালপত্র অনুসন্ধান করলে দেখা যায় সে গনীমত থেকে একটা পেয়ালা লুকিয়ে নিয়ে নিয়েছিল। একটা পেয়ালার লোভ সংবরণ করতে না পারায় জীবন দানের মত বিশাল কুরবানী ব্যর্থ হয়ে গেল। :(

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369227
১৬ মে ২০১৬ সকাল ১১:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : প্রত্যেক মানুষের জ্ঞান, আমল, উপার্জন, দায়িত্বশীলতা, ক্ষমতা, বিত্ত এমন কি সন্তানাদি দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, তিনি ভয়, ভীতি, অনিষ্ট, সম্পদ হানি, ব্যবসায়ে ক্ষতির মাধ্যমে মানুষদের পরীক্ষা করবেন। সুলায়মান (আঃ) কে সন্তান দিয়ে পরীক্ষা করেছিলেন। অনেক ধন্যবাদ
১৬ মে ২০১৬ বিকাল ০৫:৫৭
306497
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন।
আমার পাড়ায় আসবেন। রমজান নিয়ে একটা আয়োজনের প্রস্তুতি চলছে। আপনার জন্য মেসেজ আছে।
369228
১৬ মে ২০১৬ সকাল ১১:১০
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ। অনেক শিক্ষণীয় পোস্ট। আমরা যেন লোভে পড়ে ঈমান বিসর্জন না দিই, আল্লাহ আমাদের শয়তানী কুমন্ত্রণা হতে হেফাজত করুন। আমীন।
369270
১৬ মে ২০১৬ বিকাল ০৫:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : দুনিয়ার সামান্য লোভ, যা দেখতে খুবই আকর্ষণীয় দেখায়, আমাদের কতটা আখেরাত সম্পর্কে গাফেল করে ফেলতেছে, ভাবলে কূল কিনারা পাইনা।
আপনি ইদানিং কারো মন্তব্যের জবাব দেন না, এটা খুবই খারাপ। আশা করি মন্তব্যের জবাব দেবেন।
আর হ্যা, আমার লেখায় আপনার জন্য একটা মেসেজ আছে।
369337
১৬ মে ২০১৬ রাত ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রতি মুহুর্তেই পরীক্ষার মুখোমুখি হচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File