পরের তরে নাকি আপনার তরে!!!!!

লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৮ জানুয়ারি, ২০১৬, ০৫:৪৫:৪৯ বিকাল

আমরা পরের তরে কিছুই করি না, সব নিজের তরে। আমরা খুবই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝি না। আমরা না মানুষের জন্য কিছু করি, আর না খোদার জন্য কিছু। দুনিয়া উদ্ধারের কোন ধান্দা আমাদের মোটেও নাই, আপনা ধান্দা ছাড়া। আপনা জান বাঁচানো ছাড়া আর কোন ধান্দা আমাদের ব্যস্ত রাখে না। ভয়ানক শাস্তি থেকে বেঁচে থাকা ও বিরাট পুরষ্কারের আশাতেই আমাদের সব কর্মতৎপরতা।

إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ

"যদি ভাল কিছু করে থাকো তবে তাতো তোমাদের নিজেদের জন্যই করেছো।" (১৭: ৭)

وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ

"যদি কেউ শোকর আদায় করে থাকে, তাতো তার নিজেরই কল্যাণে।" (৩১: ১২)

فَمَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ

"যে সোজা পথ অবলম্বন করলো, সেতো তা নিজের কল্যাণেই করল।" (১০:১০৮, ১৭:১৫, ২৭:৯২, ৩৯:৪১)

قَدْ جَاءَكُم بَصَائِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ

"যে দৃষ্টিকে কাজে লাগালো, সেতো নিজেরই কল্যাণ করল।" (৬:১০৪)

مَّنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ

"যে নেক আমল করল, সেতো নিজের জন্যই তা করল।" (৪১:৪৬)

وَمَن جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ ۚ

"যে ব্যক্তি চেষ্টা সাধনা করল, সেতো নিজের জন্যই তা করল।" (২৯: ৬)

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357894
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

শিবিরের এক দায়িত্বশীল ভাইএর কাছে একটা কর্মনীতি শিখেছিলাম-

আমি ভীষণ স্বার্থপর!!
আমার সময়গুলোও খু-উব-ই মূল্যবান!! সওয়াব ও হালালঅর্থ- অন্ততঃ একটা না পেলে একচুলও নড়বোনা, একটা কথাও বলবোনা!

357905
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : অবশ্যই আমরা যা করি তা নিজের স্বার্থেই করি, অথচ সবার কল্যানের চেষ্টা করাই উচিৎ৷ ধন্যবাদ৷
357951
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের আখিরাত নিয়েই তো চিন্তা করব! পরের জন্য করার সময় কই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File