বাংলাদেশীদের চন্দ্রবিন্দু ( ঁ) ব্যবহারের সমস্যা।
লিখেছেন লিখেছেন আবূসামীহা ১৩ অক্টোবর, ২০১৫, ০৮:৩৬:৩৯ রাত
অনেককেই দেখি ফেইসবুক বা ব্লগ লেখার সময় চন্দ্রবিন্দুর অপব্যবহার করেন। চন্দ্রবিন্দুটা আসলে “ন” এর অসম্পূর্ণ উচ্চারণ। এটার ভুল ব্যবহারের কারণে অর্থ যে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে সে ব্যাপারে অনেকের কোন খেয়ালই নেই। কেউ কেউ প্রয়োজনীয় চন্দ্রবিন্দু ব্যবহার করেন না; আবার কেউ কেউ অপ্রয়োজনীয় চন্দ্রবিন্দু ব্যবহার করে যা বুঝাতে চেয়েছেন তার থেকে ভিন্ন কিছু লিখে ফেলেছেন। আসুন দেখি কিছু শব্দ যেগুলোর অপব্যবহার প্রায়ই লক্ষ্য করা যায়।
গাধা = একটা ভারবাহী প্রাণী
গাঁধা = এরকম কোন শব্দ বাংলায় নাই
গা= শরীর
গাঁ= গ্রাম
গাও= গেয়ে শোনাও, যেমন “গান গাও”।
গাঁও = গ্রাম, জনবসতি
কাদা = পানি এবং মাটির মিশ্রন
কাঁদা = কান্না করা
গোড়া = মূল বা শিকড়
গোঁড়া = অপরিবর্তনীয় মানসিকতার অধিকারী
গোরা = ফর্সা/সাদা
গোঁরা = এ রকম কোন শব্দ নেই।
দাড়ি = পুরুষের মুখে গজানো চুল বা শ্মশ্রু
দাঁড়ি = বাংলা যতি চিহ্ন (।), যা একটা সম্পুর্ণ বাক্যের শেষে ব্যবহৃত হয়।
গাথা = কাহিনী/গীতিকবিতা/কাব্য, যেমন কীর্তিগাথা
গাঁথা = বুনা, যেমন মালা গাঁথা
বধূ/বধূয়া = বউ/স্ত্রী
বঁধু/বঁধুয়া = বন্ধু /প্রেমিক/প্রিয়তম [আঙিনার মাঝে বঁধুয়া / ভিজিছে পরাণ]
ফোটা = প্রস্ফুটিত হওয়া, যেমন ফুল ফোটে।
ফোঁটা = বিন্দু, যেমন পানির ফোঁটা
কাটা = কেটে ফেলা, ধারালো কিছু দিয়ে দাগ দিয়ে দেয়া।
কাঁটা = কন্টক, যেমন খেজুর কাঁটা।
কারো এ রকম আরো শব্দ ব্যবহার নজরে পড়লে যোগ করতে পারেন।
ফেইসবুক কমেন্ট থেকে
চাদ = একটা দেশের নাম
চাঁদ = চন্দ্র/পৃথিবীর উপগ্রহ।
বাঁধা = বন্ধন করা/ বাইন্ধা ফেলা।
বাধা = বাধাপ্রাপ্ত হওয়া / অন্তরায়/ প্রতিবন্ধক/ বিঘ্ন।
খা = গলধঃকরণ করা
খাঁ = খান এর সংক্ষিপ্তরূপ।
বিষয়: বিবিধ
৪১৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যপবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
কাবুলিওয়ালার "হাঁতি"র কথা মনে পড়ে গেল!!
মানসিক রোগী কত বিচিত্র রকমের হতে পারে তা ১নং মন্তব্য দেখে টের পাওয়া যায়!!
মানসিক রোগীর আসলেই অভাব নেই দুনিয়াতে।
জাজাকাল্লাহু খায়র।
শিক্ষনীয় এবং সচেতনতামূলক পোস্টের জন্য শুকরিয়া!
আপনার মাধ্যমে "স্বপরিবার" - থেকে সপরিবার সমস্যা মুক্ত হয়েছিলাম সেই ঘটনা স্মরণ করে এখনো প্রীত হই!
জাযাকাল্লাহু খাইর!
শুকরিয়া আপনারও প্রাপ্য। ওয়া জাজাকিল্লাহু খায়র।
মন্তব্য করতে লগইন করুন