বাংলাদেশে রাশাদ খলীফার উম্মত

লিখেছেন লিখেছেন আবূসামীহা ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:০০:১০ সকাল

বাংলাদেশে মনে হয় রাশাদ খলীফাহর উম্মতদের ভাল একটা আখড়া আছে। মুহাম্মদ (ﷺ) এর উম্মতদের ভেতর থেকে রাশাদ খলীফার উম্মত বের হচ্ছে বেশ। মুহাম্মদ (ﷺ) এর রিসালতকে নিতান্তই ডাকপিয়নের চিঠি ডেলিভারি দেয়ার দায়িত্বের সাথে তুলনাকারী হচ্ছে এই নতুন রসূলের উম্মতগণ। তারা মনে করে কুরআন শুধু সেইভাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব সাইয়িদুনা মুহাম্মদকে (ﷺ) দেয়া হয়েছিল যেভাবে চিঠিটা প্রাপকের কাছে পৌঁছে দেয়ার কাজ করেন ডাকপিয়ন। নবী হিসেবে এই কিতাবের অফিসিয়াল ভাষ্যকার ও শিক্ষক হিসেবে তাঁর দায়িত্বকে অস্বীকার করে এরা।

এরা নিজেদেরকে সরাসরি মুসলিমও বলে না; বলে সাবমিটার্স (submitters)। এদের একটা প্ল্যাটফর্মও আছে “ইউনাইটেড সাবমিটার্স ইন্টারন্যাশনাল” নামে। এদেরকে আপনি সহজেই চিনতে পারবেন। এরা রসূলুল্লাহর (ﷺ) গুরুত্বকে খাটো করে পোস্ট দিবে অথবা সে রকম পোস্টে সমর্থনসূচক মন্তব্য করবে। এদের আরো একটা বৈশিষ্ট হল এরা হাদীস নিয়ে উল্টা-পাল্টা পোস্ট দিবে এবং অহেতুক হাদীসের বিরোধিতা করবে।

এরা তাদের রসূল রাশাদ খলীফাহকে মানতে কিন্তু আপত্তি করে না। মুহাম্মদ (ﷺ) এর আনুগত্য করতে তাদের যত আপত্তি। তারা বলবে আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না; কিন্তু নির্বিচারে রাশাদ খলীফার শিক্ষার অনুসরণ করে যায় তারা। তারা তাকে খোদার রসূল মনে করে। এরা বিভিন্ন বাংলা ব্লগে এবং ফেইসবুকে লিখে বিভ্রান্তি ছড়ায়। অধুনা লুপ্ত সোনার বাংলা ব্লগে ফারুক হোসেন নামে এদের একজন লিখত।

বিঃদ্রঃ রাশাদ খলীফাহ মিসরী বংশোদ্ভূত এক আমেরিকান বৈজ্ঞানিক। কুর’আনের গাণিতিক মু’জিযা নিয়ে কিতাব লিখেছে, যেখানে ১৯ নিয়ে অনেক তেলেসমাতি দেখিয়েছে। এছাড়াও সে কুর’আনের নতুন একটা অনুবাদও লিখেছে "Qur'an: the Final Testament" নামে, যা ইউনাইটেড সাবমিটারস ইন্টারন্যাশনালের কুরআন। খলীফাহ মনে করে জিবরীল (আঃ) তার কাছে এসেছিলেন এবং তাকে রিসালত দিয়ে গেছেন। আর কুর’আনের সূরা ইয়াসীনের ৩ নং আয়াত তার ব্যাপারে কথা বলেছে।

বিষয়: বিবিধ

১৯৮৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344737
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১২
রক্তলাল লিখেছেন : মুসলিম না বলার কারণ কি? সাবমিটার্স মানেই কি মুসলিম না?

হাদিসের ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। হাদিস মানেই সিরাত নাও হতে পারে। অবশ্যই হাদিস সত্য কি না যাচাই করা উচিৎ।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৫৮
286036
আবূসামীহা লিখেছেন : এরা হচ্ছে ডিভিয়েন্ট। রাশাদকে তারা রসূল মনে করে। নীচে লিঙ্ক দিলাম। দেখেন।
অনেক ধন্যবাদ।
344738
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৫৭
আবূসামীহা লিখেছেন : এরা রাশাদকে রসূলুল্লাহ মনে করে। তার অনুসারীদের পরিচালিত বাংলা ওয়েবসাইটঃ
http://www.quranresearchbd.org/Rashad-Khalifa-messenger-of-God.htm
344741
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৩
রক্তলাল লিখেছেন : @আবুসামীহা ভাই - খুজলে হয়ত পাওয়া যাবে মুক্তমনা টাইপের মোসাদের বেতনভুক কেউ এগুলা করতেছে।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৯
286040
আবূসামীহা লিখেছেন : আপনার আত্মীয়দের কেউ রাশাদ খলীফাহর ভক্ত কিনা খবর নেন। তারা অনেক ঘরে পৌঁছে গেছে। এখানে আমাদের পরিচিত এক ভাইয়ের বোন ও ভাগ্নি রাশাদ খলীফার উম্মত হয়ে গেছে।
344742
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৮
রক্তলাল লিখেছেন : গাফ্ফার চৌ. লতিফ সিদ্দিকী টাইপের মুসলমান - হাসিনারে দেবী মানবে, রাসুল(সাঃ) কে ডাকাত ডাকবে, হজ্বকে ডাকাতি বলবে - এ' সব কিছুর পরে আবার নিজেরে বড় মুসলমান দাবী করবে।
344743
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৯
অপি বাইদান লিখেছেন : বলেন কি, মুমিন মুসলিমরা তো হার্টফেল করবে। আল কোরাণের ১৯ ম্যাজিকের কুদরতীর কি হপে?
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩০
286041
আবূসামীহা লিখেছেন : ১৯ ম্যাজিকটা রাশাদের বানানো।
344744
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৯
নেহায়েৎ লিখেছেন : ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র সেই ১৪০০ বছর পূর্ব হতেই। আজো চলছে-----
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৪
286042
আবূসামীহা লিখেছেন : রাশাদ অসংখ্য দাজ্জালদের একজন।
কিন্তু অনেকেই বিভ্রান্ত হবে।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৯
286045
অপি বাইদান লিখেছেন : ঠিক তাই। ১৪০০ আগেই নবীপত্নী আয়শা, নবী ভ্রাতা/জামাতা আলী, নবীর সাহাবী মুয়াবিয়া.... এরাকি এমনি এমনি কাইজ্যা করেছে???
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৫
286049
রক্তলাল লিখেছেন : @অপি - আপনি অশিক্ষিত - এতে সন্দেহ নাই।

আপনি চালনী দেখেন নাই বলেই সুইরেই ছিদ্রযুক্ত মনে হইতেছে।

লেখাপড়া করেন অনেক কিছি জানতে পারবেন।
আমি নিশ্চিত করতে বলতে পাই - আপনি ব্যাবিলনিয়ান, হিতাতাইত, ইজিপ্সিয়ান, রোমান সাম্রাজ্য সম্পর্কে পড়েন নাই।

পড়লে অনেক জিনিষকে bigger context এ বুঝার বুদ্ধি বিকশিত হত।

০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৭
286050
রক্তলাল লিখেছেন : @অপি আপনাদের মত অশিক্ষিত নাস্তিকরা মনে আল্লাহ মনে হয় লম্বা সাদা দাড়িওয়ালা হাতে লাঠি, আকাশে বিশাল সাইজের হয়ে দাড়ায়ে আছে।

বিজ্ঞান এস্ট্রফিজিক্স পড়লে এমন বেকুবি ধারণা হত না!


344750
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৮
কাহাফ লিখেছেন :
কোরান-হাদিসের সমষ্টিই হল 'ইসলাম'!
এর একটিরও সামান্য বিরোধীতা করলে ব্যক্তি মুসলিম হিসেবে গণ্য হবে না!
যারা শুধুই কোরান মানার কথা বলবে তারা অবশ্যই কাফের বলেই পরিগণিত হবে!
আল্লাহ এই ফেতনা থেকে মুসলিমদের হেফাজত করুন,আমিন!
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
286141
আবূসামীহা লিখেছেন : আমীন!
জাজাকাল্লাহু খায়রা।
344762
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৩
আয়নাশাহ লিখেছেন : অনেক আগে গোলাম মোয়াজ্জেম সাহেবের অনুবাদ বা লেখা একটা বই পড়েছিলাম। নাম ছিল কুরআনে বিজ্ঞান। ওই বইতে রাশাদ খলিফার সংখ্যা তত্ব নিয়ে পড়ে আশ্চ্রয্য হয়েছিলাম। পরে জেনেছিলাম তিনি শেষ বয়সে ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করেছেন। আজ জানলাম প্রকৃত ঘটনা। জাজাকাল্লাহ।
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
286142
আবূসামীহা লিখেছেন : ওয়া ইয়্যাক।
344769
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৯
মাহমুদুর রহমান লিখেছেন : রাশাদ খলিফা সম্পর্কে আগে তেমন কিছু জানতাম না। তবে পবিত্র কোরআনে সংখ্যা তত্বের উপর কিছু জেনেছিলাম। বিস্তারিত মনে নেই। নতুন ভাবে অবহিত করানোর জন্য আপনাকে ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
286143
আবূসামীহা লিখেছেন : পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ!
১০
344835
০৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৫
সঠিক ইসলাম লিখেছেন : ফারুক এ ব্লগ আমু, সামুতেও লিখে, এ ব্লগে আরেকজন আছে সেলিম জাহাঙ্গির, আমুতে আরেকজন আছে মজবাসার। তাদের নিয়ে আমার নিচের দুটি পোষ্ট

http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/9201


http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/60561#.VhT5713mjIU
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৩
286152
আবূসামীহা লিখেছেন : আমুতে যাই না। সামুতে আগে যেতাম। এদেরকে চেনা আছে। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।
জাযাকাল্লাহু খায়রা।
১১
344876
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুরানিষ্ট রা সবাই মনে হয় রাশাদ খলিফার গ্রুপে নয়।
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৭
286153
আবূসামীহা লিখেছেন : ঠিক। রাশাদ খলীফার গ্রুপটা কুরানিস্টদের চেয়েও আরো একধাপ খারাপ। এরা রাশাদকে নবী মনে করে। এটা কাদিয়ানিয়ার মত দাজ্জালী ফিরক্বা।
১২
344941
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
১৯ সংখ্যার বিষয়টা পড়েছিলাম কিন্তু রাশাদের ব্যাপারটা এখন জানলাম!শুকরিয়া Good Luck
০৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৫
286419
আবূসামীহা লিখেছেন : ওয়া'আলায়কুম আসসালাম৷
19 এর তেলেসমাতিতে তিনি মাতিয়ে ফেলেছিলেন৷ কিন্তু তা করতে গিয়ে সূরা তওবার শেষ দুই আয়াতকেও অস্বীকার করেছে৷
ধন্যবাদ আপনাকেও৷
১৩
344977
০৮ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪১
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার, অনেক কিছু জানা হলো। আমার এক কলীগ ছিল কুরানিস্ট। আমি কখনো এ ব্যাপারে
কথা বলিনি। সব সময় এড়িয়ে যেতাম।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫৩
286772
আবূসামীহা লিখেছেন : রাশাদ খলীফার উম্মতরা শুধু কুরানিস্ট না; এরা একটা নতুন ধরম্মের অনুসারী যার নবী হল রাশাদ খলীফা। বাংলাদেশে তাদের একটা ওয়েবসাইট হল নীচেরটাঃ
http://www.quranresearchbd.org/Rashad-Khalifa-messenger-of-God.htm
১৪
345610
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৮
ইবনে হাসেম লিখেছেন : আমার এক কাজিন ও কোরান ছাড়া অন্য কিছু অস্বীকার করে। অনেকদিন সুইজারল্যান্ড এ ছিল। এখন নূতন করে অনেক কিছু জানলাম এই কুরানিস্টদের সম্পর্কে।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫৪
286773
আবূসামীহা লিখেছেন : রাশাদ খলীফার উম্মতরা শুধু কুরানিস্ট না; এরা একটা নতুন ধরম্মের অনুসারী যার নবী হল রাশাদ খলীফা। বাংলাদেশে তাদের একটা ওয়েবসাইট হল নীচেরটাঃ

১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫৮
286774
আবূসামীহা লিখেছেন : http://www.quranresearchbd.org/Rashad-Khalifa-messenger-of-God.htm

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File