বাঙালী বেদুইন!!!!!! :D

লিখেছেন লিখেছেন আবূসামীহা ২৪ জুন, ২০১৫, ০৩:১৮:৩৯ দুপুর

মসজিদে ইফতার ও মাগরিব শেষে প্রতিদিন ১০-১২ মিনিটের একটা ছোট্ট আলোচনা হয়। উদ্দেশ্য লোকদেরকে দীন সম্পর্কে কিছু শোনানো; আর এই ফাঁকে রাতের খাবার পরিবেশন করতে ব্যস্ত ভাই-বোনদেরকে তাদের কাজটা গুছিয়ে নিতে কিছুটা সময় দেয়া। তো, সেদিন ছিল আমার আলোচনা। আলোচনার শুরুতে হামদ-নাতের পরপরই একজন ভাই বলে উঠলেন, "হুজুর, বক্তৃতাটা বাংলায় দেন; প্রত্যেকদিন ইংরাজীতে দেন। আমরা বুঝি না।"

আমি ছিলাম ৪র্থ রোজার দিনের বক্তা। ১ম দিন কে আলোচনা করেছিল আমি জানি না। ২য় দিন আলোচনা করেছিল হাফিজ আব্দুল্লাহ রিদওয়ান। সে আমাদের তারাবীহর দু'জন ইমামের একজন। বেচারা বাংলাদেশী বাপ-মায়ের ছেলে হলেও এখানে জন্ম ও বড় হবার কারণে আনুষ্ঠানিক কোন বক্তৃতা বাংলায় দেবার মত যোগ্যতা রাখে না। স্বাভাবিকভাবে সে ইংরেজীতেই আলোচনা করেছে। ৩য় দিন আলোচক ছিলেন ডঃ আহমেদ মালিক। তিনি হাফিজ, আলিম এবং ডাক্তার। বেচারা পাঞ্জাবী বংশোদ্ভূত। ফলে তিনিও বাংলা জানেন না।

আমার আলোচনা আমি বাংলা এবং ইংরেজী দু'টোতে করার নিয়্যত করেই দাঁড়িয়ে ছিলাম। হামদ ও সালাতের পরে আমি আসলে শুরুও করেছিলাম বাংলায়। কিন্তু এই বাঙালী ভাই বেশ চেঁচিয়েই তার কথাটা বললেন। যাই হোক আমি ইংরেজী এবং বাংলা মিলিয়েই আলোচনা শেষ করেছি।

আমাদের মুসল্লীদের একটা অংশ হচ্ছে অবাঙালী, একটা অংশ হচ্ছে হচ্ছে তরুণ [এরা বাঙালী বা অবাঙালী যাই হোক না কেন, তাদের ভাষা হচ্ছে ইংরেজী]; আরেকটা অংশ হচ্ছে দেশ থেকে আসা বাঙালী প্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ। ইংরেজীতে আলোচনা হলে এই শেষোক্ত দল খুব বুঝেন না। আর বাংলায় আলোচনা হলে প্রথম দুই গ্রুপ বঞ্চিত হন। মসজিদের খুতবাহ হয় আরবী ও ইংরেজীতে। সে সময়েও শেষোক্ত দলটা বঞ্চিত হয়। আমি যেদিন খতীব থাকি সেদিন চেষ্টা করি খুৎবাহর মূল কথাটা বাংলায়ও বলে দিতে।

যাই হোক, গতকাল রাতে আমাদের আলোচনাগুলো প্রসঙ্গে কথা আসলে হাফিয রিদওয়ান আমাকে বলল, "Shaykh, the man that stopped you was very rude. Why did he do that?" [শায়খ, যে লোকটা আপনাকে থামিয়ে দিয়েছিল সে খুবই অভদ্র ছিল। সে এমন করল কেন?"] আমি বললাম, "You know bedouin.....he's our bedouin." [তুমি বেদুইনদের সম্পর্কে জানো......আর ইনি আমাদের বেদুইন।" সে হাসতে হাসতে শেষ। সূরা হুজুরাতে আল্লাহ বেদুইনদের সম্পর্কে বলেছেন তাদের রাফ আচরণ সম্পর্কে। তারা রসূলুল্লাহর (সল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম) ঘরের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকাডাকি করত এই বলে, "ইয়া মুহাম্মদ উখরুজ আলায় না।" [হে মুহাম্মদ, আমাদের কাছে বেরিয়ে আসুন।] রিদওয়ান সে কথা স্মরণ করেই হাসতে হাসতে শেষ। সে বলল, "So, this guy's like the a'rab!" "আ'রাব" মানে হল গ্রাম্য আরব বেদুইন, যে সাধারণ ভদ্রতা সম্পর্কে অজ্ঞ।

:D :D :D

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327325
২৪ জুন ২০১৫ দুপুর ০৩:৫৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪২
282592
আবূসামীহা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা থাকবে ইন-শা-আল্লাহ!
327330
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:১৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : শেষ পর্যন্ত বাঙ্গালীদের মধ্য থেকেও বেদুইন! Happy
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৩
282593
আবূসামীহা লিখেছেন : বাদাউই মানে, গ্রাম্য লোক। সেই অর্থে আর কি! Winking
327332
২৪ জুন ২০১৫ বিকাল ০৪:৩০
আবু জারীর লিখেছেন : সুন্দর উপমা।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৩
282594
আবূসামীহা লিখেছেন : অনেক ধন্যবাদ!
327375
২৪ জুন ২০১৫ রাত ১১:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুএকটা বেদুইন স্বভাব সব দেশেই আছে মনে হয়। তবে আমাদের দেশের মুরুব্বিদের মধ্যে একটু বেশি!!
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৪
282595
আবূসামীহা লিখেছেন : এটা সব দেশের মানুষের মধ্যেই আছে। তবে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার লোকদের মধ্যে একটু বেশি।
327389
২৫ জুন ২০১৫ রাত ০১:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই ভাল লাগল। অনেক ধন্যবাদ..
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৪
282596
আবূসামীহা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
327406
২৫ জুন ২০১৫ রাত ০৪:৫৩
রক্তলাল লিখেছেন : যে ভাইকে নিয়ে লিখাটি লিখেছেন তিনি হয়ত কিছুটা frustration থেকেই একটু রুড ছিলেন।

াআশা করি সেই ভাইকে দেখলে ক্ষমা চেয়ে ব্যাপারটি বুঝিয়ে বলবেন। এবং এই লেখাটি ডিলিট করে ফেলবেন Happy

তিনিযে সবকিছু ছেড়ে আপানার কথা শোনার জন্য বসে ছিলেন তা এপ্রেশিয়েট করার মত নয় কি?


১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৫
282597
আবূসামীহা লিখেছেন : অবশ্যই এপ্রেশিয়েট করার মত। Happy>-
339707
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২০
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ড. যাকারিয়া ভাইয়ের মেঝ ছেলে আব্দুল্লাহকে আমি মজা করে 'আব্দুল্লাহ্ বাদাউই' বলে ডাকতাম। অনেকদিন পর তিনি বললেন, এটা ডেকোনা, কুরআনে আল্লাহ্ বেদুঈনদের সমালোচনা করেছেন। ব্যাপারটা জানা থাকলেও ইতিপূর্বে এভাবে ভাবিনি; বরং শহুরেদের চেয়ে গ্রামের মানুষের প্রতি আমার 'পছন্দ'টা একটু বেশীই ছিল। এরপর থেকে তুলনা করতে লাগলাম। দেখলাম, অনেক ব্যবধান।

অন্য প্রসঙ্গ: (যদিও আমি অনেক দিন থেকেই নাই, তবুও) ২৪ জুন থেকে আজ ৪ সেপ্টেম্বর; অনেক দিন।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৬
282598
আবূসামীহা লিখেছেন : আপনি মন্তব্য করে পোস্টটাতে আমাকে আবার নিয়ে আসলেন। এ পোস্টে আগে যাঁরা মন্তব্য করেছিলেন তাদেরও জবাব এখন দিলাম। আসলেই ব্লগে খুব আসা হয়ে উঠে না।
জাযাকাল্লাহু খায়রা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File