ব্লগ পড়ার অনুরোধের জ্বালা। Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন আবূসামীহা ২০ জানুয়ারি, ২০১৩, ০৫:২৭:১০ সকাল

এই মুহুর্তে আমার ব্লগে ৪৭টা পড়ার আমন্ত্রণ ঝুলছে। কিন্তু যদি ক্লিক করি তাহলে দেখাবে কিছুই নেই। আমাকে পাঠানো আমন্ত্রণ সব আমি পড়েছি। কেউ একটা আমন্ত্রণ পাঠালে নোটিসে দেখায় দুইটা। পড়ে ফেলার পর আরেকটা আমন্ত্রণ ঝুলেই থাকে, যদিও ভেতরে কিছুই নেই। খুবই বিরক্তিকর। সাইট মিস্ত্রীরা দয়া করে কিছু করেন।

আরো কিছু ঝামেলা আছে। অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। সহজ ব্যবহারের উপযোগী আরো কিছু বিষয়ের দিকে দৃষ্টি দেয়া দরকার।

অনেক ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File