মিশরীয় তরুনরা সেনাশাসক চায় না, প্রমান দেখুন
লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ২৬ মে, ২০১৪, ০৪:০০:০৪ বিকাল
মুসলিম ব্রাদারহুড ফিরে আসতে বেশীদিন লাগবে না। এটা জন্য একটা পর্যবেক্ষণ নজরে দেই।
১। কয়েকদিন আগে মতি মিয়ার প্রথম আলো জেনারেল সিসির ভক্ত এক সাংঘাতিকের কলাম ছেপেছে। সেখান চারটি কমেন্ট এসেছে, সব গুলোই সিসি বিরোধী। মজার ও গুরুত্বপুর্ন কমেন্টা করেছে এক মিশর প্রবাসী বাংলাদেশী। তিনি লিখেছেন,
রবি ২০১৪-০৫-০৭ ০২:০৭ via computer
@ আমি একজন মিশর প্রবাসী, আমি যা দেখছি তাহলো , হলুদ মিডিয়ার মারাত্মক পক্ষপাতিত্ব। মোবারকপন্থীরা এবং খ্রিস্টানরা সিসি কে সমর্থন করছে। পুরো প্রশাসনএ আর্মি কর্মকর্তাদের আধিক্য থাকায় অন্যরা সমান সুযোগ পাচ্ছেনা। যুবক শ্রেণী সেনা প্রেসিডেন্ট চায় না। তারা মনে করছে আগামী ১/২ বছরের মধ্যে সিসির পতন হবে। সিসির ভাব হল সে নির্বাচিত হলে গণহত্যা চালিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকবে। ইতিমধ্যে সে ঘোষণা দিয়েছে কাউকেই কোনধরনের মিছিলমিটিং করতে দেবে না। @
Click this link
২। কিছুক্ষন আগে বিবিসির সাংবাদিক Orla Guerin আজকের মিশরীয় "নির্বাচন" এর চিত্র তুলে ধরে লিখেছে, So far no sign of young voters at downtown polling station where we are. Vast majority are middle aged and older.
যেদেশে ৯০% ভাগ তরুন উর্দির ভিতর থেকে বের হওয়া "রাষ্ট্রপতি" বিরোধী। সেখান গনতন্ত্রের নামে ভন্ডামীর দিন শেষ হতে যে বেশীদিন লাগবে না, এটা একটা পাগলও বুঝে
ফেসবুক থেকে কপি
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিসর থেকৈ বাংলাদেশে এই হলুদ সাংঘাতিক দের উদ্দেশ্য এক।
মন্তব্য করতে লগইন করুন