নাম নিয়ে যন্ত্রণা!

লিখেছেন লিখেছেন শাহীন সিদ্দিকী ২৩ এপ্রিল, ২০১৪, ১২:০৩:৪৫ রাত



আমার ভাল একজন কলিগ, নাম সামপাথ। তামিলনাডু থেকে সবক'টি মহাদেশ ঘুরে এখন কানাডায়। ওর সাথে নানান বিষয়ে কতই না কথা হয়! কিন্তু ভাবিইনি এমন একটা ইন্টারেস্টিং বিষয় বাদ পড়ে যাবে!

নামকরণের অদ্ভূত নিয়মের প্রচলণ রয়েছে সাউথ ইন্ডিয়ায়। তাও যে একটা সিস্টেম সব জায়গায় সবাই মেনে চলবে তা কিন্তু নয়। একেকটা শহর বা জেলায় একেক রকমের নামের প্রচলণ।

ওদের ভাষাটা এমনিতেই জটিল, উচ্চারণে বেশ সমস্যা। যেন গাল ভর্তি করে বঙ্কিম আওড়ানো। আমার এক বন্ধু বলত, পাথরের অনেকগুলো টুকরা দিয়ে একটা বড় বালতি ভর্তি করো, তারপর মুখ বন্ধ করে জোরে জোরে ঝাঁকাও। এর মধ্য দিয়ে গড়্ গড়্ করে যে শব্দমালা বের হবে সেটাই তামিল!

যাইহোক, নামে ফিরে আসি। ওদের মূল নাম একটাই। আদতে প্রথম, মিডল, বা উপাধি (Sur) নাম বলে কিছু নাই।

অফিসিয়াল নামের শুরু হয় গ্রামের নাম দিয়ে, তারপর পিতার, তারপর নবজাতকের, তারপরে দাদা বা নানার নাম দিয়ে শেষ হয়।

যদি নবজাতক প্রথম ছেলে সন্তান হয়, তবে শেষ অংশ সে পাবে দাদার, প্রথম মেয়ে সন্তান হলে পাবে নানীর নাম। দ্বিতীয় ছেলে সন্তান পাবে নানার, মেয়ে পাবে দাদীর নাম। এভাবেই চলতে থাকবে।

সামপাথের পূরো নাম এরকম:

"Singanallur (গ্রাম) Venkataramanan (পিতা) Sampath Narayanan (নানার, তার মানে ও হল বাপ-মায়ের দ্বিতীয় ছেলে)"

চেস্টা করেন তো উচ্চারণ করতে পারেন কিনা? পারলে মিষ্টি খাওয়াবো।

তবে ওদের স্কুলগুলো কিন্তু আদ্যক্ষর দিয়েই প্রথম দুটার কাজ সারে। ওর বেলায়: S.V Sampath Narayanan।

কিন্তু ওর যন্ত্রণা শুরু হল দেশের বাইরে এসে।

সামপাথ প্রথম যায় নাইজেরিয়ায়। প্রথমদিনেই এয়ারপোর্ট থেকে পাসপোর্ট চুরি হয়। নতুন পাসপোর্টের জন্য গেল ওখানকার ইন্ডিয়ান দূতাবাসে। নাইজেরিয়ান কর্মকর্তা ওর শর্ট ভার্সনের নাম দেখে বলল, এখানে ইনিশিয়াল বা আদ্যক্ষর চলে না, পুরা নামই লিখতে হবে। ও লিখে দিয়ে চলে আসল। ফার্স্ট নেম লাস্ট নেমের অপশন ওই নাইজেরিয়ানের মর্জির উপর রেখে দিল।

পাসপোর্ট আসলও কিন্তু নামের অবস্থা দেখে ওর চক্ষু চড়ক গাছ।

সর্বমোট তিন লাইন, তারও যদি কোন ছিরি থাকে!

লাইন শেষ হওয়ায় মাঝখানে দুইটা হাইফেন!

এরকম:

Singanallur Venkatara-

manan Sampath Naraya-

nan

নাম পরিবর্তনের জন্য দূতাবাসে গেল কিন্তু পারল না।

তারপর অনেক ঘাট-মাঠ পাড়ি দিয়ে এল আমেরিকায়। আমেরিকা সরকারের মাথা-মোটারা মনে করল এটা দুইজনের নাম। ইস্যু করল দুইটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার!

সব আইডি মেলে ও আমার সামনে ধরল, একেকটাতে একেক রকম, কোনটার সাথেই কোনটার মিল নাই। নামের ভীড়ে ওর আসল নামটাই অনেক আইডিতে স্থান পায় নাই।

একমাত্র নামের কারণেই কানাডাতে ওর সিটিশেনশীপে সময় লাগল তিন বছরেরও বেশী।

পন্চাশ বছর বয়স, দেখতে অবশ্য বিশের একটু বেশী মনে হয় সামপাথকে। একবার হার্ট এটাক করায় ভয় পেয়েছে। বলছে নাম যদি এখন পরিবর্তন না করি বউ বাচ্চারা রেখে যাওয়া সম্পদ সরকারের কাছ থেকে পেতে মারাত্মক বেগ পাবে।

বল্লাম খাঁটি কথা বলেছো। রসিয়ে রসিয়ে ওর দু:খের কথা একাধারে বলে যাচ্ছিল আর আমি শুধুই হাসছিলাম।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212034
২৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২৫
শিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:১৪
160349
শাহীন সিদ্দিকী লিখেছেন : অনেক ধন্যবাদ শিলাপুকে।
212035
২৩ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৭
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : নিজের নাম এবং ভাষাটির দিকেও একটু খেয়াল কইরেন কিন্তু।


সামপাথের ভাগ্য ভাল, ওর নামের সাথে মোহাম্মদ ছিল না। তাহলে হয়তো পুরো ইমিগ্রেশন কেসটি বাতিল হয়ে যেত।
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:১৭
160350
শাহীন সিদ্দিকী লিখেছেন : ভাল কথা বলছেন। আমার লিগ্যাল নাম লিখলে কেউ ডাকে মড, কেউ বলে মৌদ, কেউবা শুদ্ধ করে মোহড্! সেজন্য লিগ্যাল বাদ দিয়ে সব জায়গায় শর্ট দিয়েই কাজ সারি। অফিসিয়াল ডকুমেন্টেও নিক নাম রেখে দিয়েছি।
212046
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার নামটা না হয় ওদের সুবিধামত শর্ট ফর্মে এনেছেন। আমাদের অফিসে কিছু রেগুলার ক্লায়েন্ট আছে যাদের নাম শর্ট ফর্মে ডাকলে রেগে যায়। Anjelika Kontali Evangelopoulos,Konstantinos Choukalas,Annah Aliki Evangelopoulos নামগুলো দেখে আপনি বলেন এত কঠিন নামে ডাকা যায়! আমি অবশ্য ওদের সুবিধামত আমার নাম ডাকার পারমিশন দিবনা। ওদের পুরো নাম বলতে হলে আমারটাও বলতে হবে। আমি এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এই ব্লগে। আপনার অভিজ্ঞতাও ভাল লাগলো Good Luck Good Luck
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:০৫
160363
শাহীন সিদ্দিকী লিখেছেন : ওরে বাবা! লাস্ট নেম নিশ্চয়ই উচ্চারণে ঝামেলা বাধে।
আপনার লিংকটা দিবেন? আপনার অনেক লেখার ভীড়ে খুঁজে পাচ্ছিনা!

সংশোধন: আমি কিন্তু আমার নাম ঠিকই রেখেছি। বাপ-মায়ের দেয়াটাই আছে। সরকারী কাগজ পত্রে শুধুমাত্র লিগ্যাল নাম আর সব ক্ষেত্রেই আমাকে যে নামে সবাই চেনে-জানে সেটাই আছে। আমার লিগ্যাল নামের প্রথমটা তো হল মোহাম্মদের শর্ট ফর্ম "মোহা:"। এইটা ইউনিভার্সিটিতে দিয়েছিলাম। টিচার আমাকে 'মোহাম্মদ','মোহাম্মদ' বলে ডাকত আর আমি চুপচাপ বসে থাকতাম। টের পেতাম না যে ওটাও আমার নাম।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৬
160723
বৃত্তের বাইরে লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6229/Zurich/17209#.U1gkCPldXH8
212096
২৩ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : নামের সমস্যা সবখানে আছে দেখছি।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
161043
শাহীন সিদ্দিকী লিখেছেন : সেইজন্য সুন্দর ও সহজ উচ্চারণের নাম রাখা বাপ-মায়ের জন্য জরুরী।
212128
২৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমিতো হাসতে হাসতে মরে যাচ্ছি Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
161044
শাহীন সিদ্দিকী লিখেছেন : সেটাই তো দেখছিHappy
212162
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিনগানালুর ভেঙ্কটরমন সমপাথ নারায়নন!!
মিষ্টি খাওয়ান।
আমার একটি জিনিস অদ্বুদ লাগে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলি তাদের নিয়মকেই সারা বিশ্বের জন্য প্রযোজ্য মনে করে।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
161049
শাহীন সিদ্দিকী লিখেছেন : কাছাকাছি হয়েছে, তবুও মিষ্টি বরাদ্ধ রইল। উপরেরটা খেয়ে নিন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলিতেও বিকট নামের মানুষ আছে। কিন্তু ওরা বেশ শর্ট করে নেয় মানুষের উচ্চারণের সুবিধার্তে।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
161091
সমালোচক লিখেছেন : @শাহীন-
কোন কোন সময় নাম সংক্ষিপ্ত করা জায়েয (!) হয় না । যেমন, আরনল্ড সোয়ার্জেনেগার-কে হলিউডের অভিনেতা থাকা অবস্থায় সাংবাদিকরা সংক্ষেপে আর্নি বলতো অথচ ক্যালিফোর্নিয়ার গর্ভনর হওয়ার পর তাঁকে সম্বোধন করতো 'মিস্টার সোয়ার্জেনেগার' বলে যেটার সঠিক বানান লিখতে-ই যেমন সাংবাদিকরা হিমশিম খেতো তেমনি উচ্চারণটা-ও ছিলো অনেকের জন্য কষ্টকর -- tongue-twisting যাকে বলে ।
212811
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
সমালোচক লিখেছেন : What's in a name? That which we call a rose,
By any other name would smell as sweet.
(Shakespeare in Romeo and Juliet)

নাম-এ কিছু আসে যায় কিনা তা সঠিকভাবে জানলে সেক্সপিয়ার ঐ ধরণের কথা বলতে হয়তো দ্বিধান্বিত হোতেন !

নাম নিয়ে শুধু যন্ত্রণা নয় -- নানা ধরণের সরস অভিজ্ঞতা-ও জানা আছে । যেমনঃ

দক্ষিণ ভারতীয় এক সহপাঠীর এক শব্দবিশিষ্ট নাম ছিলো গুরুপ্রসাদ । যুক্তরাষ্ট্রীয় ফার্স্ট-লাস্ট নেম সিস্টেমের ষ্টীমরোলারে পিষ্ট হয়ে সেটা হয়ে গেলো গুরুপ্রসাদ গুরুপ্রসাদ ?!

ড্রাইভারস লাইসেন্স কার্ডে এক গ্রীক সহপাঠীর অস্বাভাবিক রকম লম্বাটে নাম দেখে সেটা নিয়ে একটা লম্বা সময়ব্যাপী কৌতুহুলোদ্দীপক কথা বলতে গিয়ে মার্কিন পুলিশ স্পিডিং ফাইনের টিকিট দিতে-ই ভুলে গিয়েছিলো !
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৯
163236
শাহীন সিদ্দিকী লিখেছেন : হা হা হা...
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
212977
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওদের ভাষার মতই নামগুলোও বিদঘুটে, বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ Happy
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৯
163237
শাহীন সিদ্দিকী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ পড়বার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File