আওয়ামীলীগের শক্র আওয়ামীলীগ নিজেই!

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৮ মার্চ, ২০১৩, ১২:০২:১৩ দুপুর

ঘরের শক্র বিভীষণ... Crying

কথাটভ বাস্তবতা সম্ভবত আওয়ামীলীগাররা বেশীই টের পাচ্ছেন ইদানিং। কারণ, দূরের শক্র সম্পর্কে আপনি সব সময় ওয়াকিবহাল থাকা সম্ভব হলেও ঘরের শক্র সহজেই যে কোন সময় আপনাকে বিপদে ফেলতে পারে।

আওয়ামীলীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আওয়ামীলীগারদের পতন হয়েছে নিজেদের হাতেই। স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী থেকে শুরু করে আজকের ত্বকী...সবাই নিজেদের ঘরানার লোকজনের রোশের বলী!

কিংবা শেখ মুজিব হত্যাকারীদের দিকেই চোখ বুলালে কি দেখা যায়?

মেজর ডালিমরা শেখ মুজিবের ডানহাত/বাম হাত ছিল। অথচ তাদের হাতেই নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছিল শেখ পরিবারকে।

আপনাদের কি মনে পড়ে যুবলীগ নেতা কালাকে গাড়ীতেই গুলি করে হত্যা করে সাংসদ নুরুন্নবী চৌধূরী শাওন। তার কি কিছু হয়েছে? হয়নি।

আজ আবার ত্বকী হত্যাকান্ড নিয়ে প্রথমে আমাদের উটপাখি পত্রিকাটি নিউজ করে দিল এটা নাকি শিবিরের কাজ! এখন তো তীর শামীম ওসমানের দিকে....কখন আবার বলে বসে, শামীম ওসমান একদা শিবির করেছিল। কারণ এখন তো সর্বত্র শিবির ফোবিয়া চলছে!!!

আজ আরেকটা নিউজ দেখলাম...ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দেলোয়ার নিজ দলের কর্মীদের রোশানলের শিকার!

Click this link

বর্তমানে আওয়ামীলীগ-শিবির যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এই সুযোগটাই আওয়ামীরা কাজে লাগাতে শুরু করেছে। তাইতো শামীম ওসমান সে দিন বলেছে, আমি যদি ত্বকী হত্যাকান্ডের সাথে শিবিরকে জুড়িয়ে দিই, তাই একদিন আমাকেও হত্যা করে শিবিরের নাম চালিয়ে দেওয়া হবে!!!

বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File