ধর্ষণের দায়ে জেলে গিয়ে জামিনে এসে পুনরায় ধর্ষণের পর হত্যা!!!!

লিখেছেন লিখেছেন মু নূরনবী ১৫ জানুয়ারি, ২০১৩, ০১:৩২:১৩ রাত



দেশজুড়ে ধর্ষণের যেন মহোতসব চলছে!!!

গতকাল দেখলাম হিন্দু শিক্ষক কর্তৃক সপ্তম শ্রেণীর ছাত্রীকে গ্যাং রেপ!!!

আজ বিবিসিতে শুনলাম...এক লম্পট একটি শিশু কন্যাকে ধর্ষণের পর ছয় মাস জেলে খেটে এসে আবার সেই মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে!!!

Click this link

আমাদের দেশে বিচার হয় না বলেই, যে কেউ যে কোন কাজ করার এমন সাহস পায়। তা না হলে..কত বড় স্পর্ধা!!!

চিন্তাই করতে পারি না। আমরা কোন সমাজে বাস করছি।

ধর্ষণ এবং হত্যার দায়ে মামলা হয়েছে। কয়েকদিন পত্রিকায় লেখালেখি হবে....ব্যস, তারপর ঘটনার পরম্পরায় হারিয়ে যাবে এক সময়।

...নারী নেত্রীরাও সেমিনারে ঝড় তুলবেন। নেতারা নিজের দলের অনুসারীদের ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য থানায় চাপ প্রয়োগ করবেন।

ধর্ষণ মামলা থেকে রেহাই দিতে মন্ত্রীরা যে দেশে বিল উত্থাপন করে ...সে দেশে বিচারের বানী নিভৃতেই কেঁদে মরবে।

Surprised

নিশ্চিত ধ্বংশের দিকেই ধাবিত হচ্ছি আমরা।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File