একটি ছুটির উপাখ্যান এবং শোকের পরিবর্তে কৌতুক...

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২১ মার্চ, ২০১৩, ০৯:৩৯:১৩ রাত



তখন ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। Hurry Up

বাংলালিংক এর একটি টেন্ডার সাবমিট করার লাস্ট ডেট আজ।

গতকাল রাত ১০ টা পর্যন্ত কাজ করেও শেষ করতে পারিনি।

এমন সময় একাউন্ট্যান্ট মাসুদ ভাই এসে বললেন, নূরনবী ভাই আজ তো সরকারী ছুটি।

ভাই ফাজলামি করবেন না। বহুত মসিবতে আছি। রসিকতা পরে কইরেন। Time Out আরে ভাই রসিকতা করছি না। আপনি অন লাইন পত্রিকাগুলো খুলে দেখুন।

কাজের চাপে আজ সকালে অনলাইন পত্রিকাগুলোতে ঢুঁ মারার সুযোগ হয়নি।

তার কথায় আরটিএনএন এ ঢুকে দেখলাম...হ্যাঁ ঠিকই তো। Not Listening

দেখে তো চোখ ছানা বড়া! বৃহস্পতিবারের ছুটি মধ্য দিবসে ঘোষণা। রামছাগল কি আর গাছে ধরে! phbbbbt

প্রবীণ রাজনীতিক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে গতকাল রাতেই। তখনই এই ঘোষণা আসলে অসুবিধা কি ছিল?

যখন সপ্তাহের চারদিন ছুটি-হরতাল এর ফাঁদে পড়ে সবাই নাবিশ্বাস তখন শেষ কার্যদিবসের তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর ছুটি ঘোষণা করা আমাদের মত চাকুরেদের সাথে সরকারের কাতুকুতু খেইল বলেই মনে হল।

এভাবে সরকার নিজের ভেতরের সমন্বয়হীনতা এবং দূর্বলতা প্রকাশ না করলেই পারতো।

এই সিদ্ধান্ত নাকি মন্ত্রী সভার সকালের বৈঠকে নেওয়া হয়েছে।

এখন কথা হচ্ছে মন্ত্রী সভাটাই কেমন..দেখি।

হ্যাঁ, দিন বদলের এই মন্ত্রী সভায় আছেন হাদারাম...রা। Thinking

আছেন...অবিবাহিতা সাহারা, চ্রম মেজাজী মতিয়া,চোরদাদা....

এদের বুদ্ধিতেই আরেকবার হাসির খোরাক হতে হল আওয়ামীলীগকে..তথা হাসিনাকে।

অনেকটা

"সরকার গ্যাছে পাগল হইয়া"---- Punch

সাবেক তথাকথিত ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের নাসিম এর বিখ্যাত ডায়লগের বাস্তব প্রতিচ্ছবি।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File