গ্রেফতার হওয়া মোহায়মেন ভাই এবং নোমান সাইফুল্লাহ'র জন্য দোয়া ....

লিখেছেন লিখেছেন মু নূরনবী ১৮ মার্চ, ২০১৩, ০৭:৪২:২৫ সন্ধ্যা

ভার্সুয়াল জগতে এসে কত অজানা লোকের সাথে পরিচয় হলো...আবার অনেকের সাথে ডিসুম ডিসুম হয়েছে ঢের! Time Out

এই অজানা মানে ব্লগে বা ফেসবুকে একজন আরেকজনকে কতটুকু চিনতে পারে? Chatterbox

মানুষ বড়ই বিচিত্র হয়তো এ কারণেই। At Wits' End

বর্তমান জালিম সরকারের হাতে অনেকেই অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে। গ্রেফতারের তালিকা থেকে ব্লগারও বাদ যায়নি। এসবি বন্ধ করে আটক করা হয়েছে এসবি'র সম্পাদক ও ব্লগার মোহায়মেন ভাইকে। কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন...জনপ্রিয় কবি ও ব্লগার নোমান সাইফুল্লাহ।

গতকাল যখন কাশিমপুর কারাগারে গিয়েছি তখন পরিচিত অনেকের সাথেই দেখা হয়েছে। কথা হয়েছে। ফোন করে দু একজনের অবস্থান জেনে নির্ধারিত সেলে গিয়ে নিয়ম মাফিক টিকিট কেটে দেখাও করেছি। তবে, খারাপ লেগেছে মোহায়মেন ভাই এর জন্য। তিনি এখনো কোথায় আছে জানি না। জালিম সরকার তাকে কোথায় রেখেছে... Worried

নোমান ভাই'র কথা যতদূর শুনেছি তিনি ঢাকা সেন্ট্রাল জেলে সম্ভবত। বিস্তারিত জানি না।

জেলখানায় কারো সাথে দেখা করতে গেলে আপনি যদি তার বিস্তারিত অর্থাত আসল নাম (অনেককেই আমরা ডাক নামে জানি, সার্টিফিকেট নাম অন্যটা), পিতার নাম, গ্রেফতারকৃত থানা, নিজ জেলা, জেল খানায় কোন সেলে কত নাম্বার বিল্ডিং এ রাখা হয়েছে.....তা না জানলে কত যে হয়রানি! Sad

আমার এক কলিগ কাম ব্লগারকে গত শুক্রবার পল্টন মসজিদের সামনে থেকে গ্রেফতার করেছে। পরে কোর্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে হাজতে পাঠায়। তার অবস্থান নির্ণয় করতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়েছে। একদিন ঢাকা সেন্ট্রাল জেল ঘুরে বেশ টাকা খসানোর পর জানলাম তাকে কাসিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। কাশিমপুরে জেল মোট চারটা। তারও আবার উপ-ভাগ রয়েছে।

মহা মুশকিল দেখছি!

পরে কিছু টাকা খসানোর পর সারাদিন অপেক্ষা করে বন্ধুর দেখা পেলাম।

ওমা...হেতে দেই...হাসে!!! At Wits' End

অনেক কথার সামারি হচ্ছে, সেখানে তারা খুব ভাল আছে। এক রুমে পাঁচ/ ছয়/সাতজন। রাজনৈতিক আড্ডা-গান-নামাজ-দাওয়াতী কাজ এর মধ্যেই বেশীর ভাগ সময় পার করছে।

আধা ঘন্টা আলাপ করে যখন বিদায় নেব, তখন পেছন দিক থেকে মহিলা কাররক্ষীর ডাক। ভাই কত সুবিধা করে কথা বলার সুযোগ করে দিলাম...চা নাস্তা খাওয়ার টাকা দেন! যেন দুলা ভাইয়ের কাছে আবদার করছে!পরে পকেট থেকে বিশ টাকা বের করে দিয়ে বললাম...নেন। বলে, এই টাকায় কি হবে...ভেংচি দিয়ে বললাম, বরই খাইয়েন! I Don't Want To See

জেলগেট দিয়ে যখন বের হচ্ছি তখন মোহায়মেন ভাই এবং নোমান ভাই'র কথা বেশ মনে পড়ছিল।

আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন, মনোবল অটুট রাখেন সেই দোয়াই করি। Praying Praying

বিষয়: বিবিধ

১৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File