সামিউলের আগেও মুজাহিদ-বিশ্বজিত-জনিদের এভাবে খুঁচিয়ে হত্যা করা হয়েছে...আপনার এত আহ্বলাদ কোথায় ছিল???
লিখেছেন লিখেছেন মু নূরনবী ১৩ জুলাই, ২০১৫, ১২:০০:০৩ দুপুর
কিশোর সামিউলকে পিটিয়ে মারা হলো কেন? এ নিয়ে সাইবার ওয়ার্ল্ডে ঝড় বয়ে যাচ্ছে। কি মাতম!!!
বিশ্বাস করুন। এ ভিডিওটা দেখার মত সাহস আমার হয় নি। এখন পর্যন্ত একবারও দেখিনি!
প্রথম বার কে যেন ট্যাগ দিয়েছিল, তখন নিউজটা পড়েই হাইড করে দিয়েছি।
এ আর নতুন কি!... একজন সামিউলের জন্য এত মাতম আপনাদের?...
মনে আছে মুজাহিদের কথা? বাবা মায়ের একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া টগবগে তরুণ! কি সুন্দর হাসি মাখা মুখ।
২০০৬ সালের ২৮ শে অক্টোবর তাকে বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রক্যাশ দিবালোকে হত্যা করে তার লাশের উপর নিত্য করেছে আওয়ামী পিশাচেরা...
আমার তো মনে পড়ে যায় বিশ্বজিতের কথা! সামান্য একজন গতর খেটে খাওয়া টেইলার, যাকে জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের সোনার (!) ছেলেরা বিনা কারণে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করেছে। দেখেছেন, সেই ভিডিও টা...? বাঁচার কি আঁকৃতি! দৌড়ে গিয়ে একটি ক্লিনিকে ঢুকেছিল, টেনে হিছড়ে বের করে এনে মৃত্যু নিশ্চিত করে চলে যায় বাহাদূর রা!
সাম্প্রতিককালে সরকারী পোশাকধারী কিলারদের কথা আর বলার দরকার কি!
মনে পড়ে ছাত্রদল নেতা জনির কথা?...
আঠারোটা গুলি করেছে মাত্র! এ রকম হাজারো নাম না জানা কিশোর-তরুণেরা আজ পঙ্গু.....
সুতরা আহ্বলাদ দেখাবেন না। বরং কারো কারো অতিরিক্ত আহ্বলাদ দেখে বিরক্ত হচ্ছি।
বলবেন, আপনার মনে দয়া মায়া নাই। ভাইরে পাব্লিক দেখানো আর সস্তা তালিয়া পাওয়ার জন্য জীবনে কিছু করি নাই। এখনো করি না।
আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ব্যক্তি জীবনে আপনি কতটুকু পছন্দ-অপছন্দ কিংবা হিংসার বশ:বর্তী না হয়ে থাকতে পেরেছেন?...
এই দরুন! মুজাহিদ শিবির করতো, সুতরাং শিবির মরলে আপনার কি! কিংবা বিশ্বজিত হিন্দু সুতারং গোল্লায় যাক! জনি সরকার বিরোধী মিছিলের করতো ক্যান? ব্লা..ব্লা..ব্লা..
তখন যদি আমরা এগুলো নিয়ে জোরালো প্রতিবাদ জানাতাম...তাহলে জালিমেরা সাহস পেত না!
এবার বলুন তো...বাসার কাজের মেয়েটির গায়ে হাত না তোলা, কিংবা চা দোকানের বয়টাকে ঝাড়ি না মারা কিংবা হিরো সাজতে গিয়ে দু টাকার জন্য বাসের চাউল্ড লেবার ছেলেটাকে চড় না মারা...থেকে নিজেকে সংবরণ করতে পেরেছেন কি?
আহ্বলাদ ছাড়ুন, প্লিজ। নিজেকে আয়নার সামনে দাঁড় করান।
বিষয়: বিবিধ
৩১০৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপু।
মানবতার হত্যাকারী সন্ত্রাসী খুনি চক্র
আর হেরেছে
রাজনের মত নাবালক মজলুম সন্তানেরা।
জাযাকাল্লাহ...
আমিও আপনার মতই, ঐ ভিডিওটা একবারও দেখিনি, ব্যাপারটা আমার কাছে তেমন বড় কিছু মনে হয়নি ঐসব কারণে- যা আপনি খুব স্পষ্ট করেই বলেছেন।
এমনি আরো কতশত মারা হচ্ছে অহরহ তার খবর কে রাখে??
আমরা কতদিন মনে রাখি?..
সঠিক সময়ে যদি লঠি বৈঠা হত্যার বিচার হতো..তাহলে কি কেউ সাহস পেত এভাবে দিনে দুপুরে মানুষ হত্যা করার?
এরা আমাদের অগ্রসৈনিক...
প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দাবি করছি।
আছে মানবতার মোড়ক,
মোড়কের ভেতরে চলে-
মানবতার বেচাকেনা,
মানবতা আজ উপহাঁস।
মানবতাবাদীরা বেতন ভোক্ত কর্মচারী,
মনিবের ইচ্ছার আধুনিক রোবট,
সরাবের জলসায়-সর্বহারার দুয়ারে,
মানবতার সমান পদ চারন।
সবই সার্থের টানে উলুধ্বনি!
ফলাফল-লোক দেখানো আহাজারি!
সত্যের পূজারি নিথর নিরব!
দানবের চরনে লুটোপুটি খায়!
মানবতা ব্যস্ত -
মনিব তুষ্টির বন্ধনায়।
পাপির মরনে মানবতা কাঁদে,
মজলুমের বেলায়-প্রভুর ফাঁদে!
মানবতা এখন-
মুনাফাকর ট্রেড ব্যাবসা!
যেখানে মানুষ বাহারি পণ্য,
মানবতা-মানব অধিকার,
আজ শুধু কথার কথা।
******************
নূর নবী ভাই কেমন আছেন...সোনারবাংলাব্লগেরমজাপাচ্ছিনা.... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
সোনার বাংলার মত মজা না পাই অনেককে যে পেয়েছি ফিরৈ সেটাই বা কম কিসে...
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন