নারী দিবসের ভাবনা: নিজের অবস্থান থেকে চিন্তা করি....
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০৮ মার্চ, ২০১৫, ০৯:১১:৫২ রাত
আজ আন্তর্জাতিক নারী দিবস।
পৃথিবীতে যখনই একটি ছেলে ভূমিষ্ঠ হয় প্রথম মুখ নি:সৃত শব্দ মা। একজন নারী।
কৈশৈর শেষে, যৌবণের কল্পনায় মোনলিসা হয়ে কেউ দোল খেয়ে যায়..সেও একজন নারী।
বৃদ্ধ বয়সে সবাই যখন ব্যস্ত তখন জীবন সঙ্গিনী হয়ে ওঠে দু:খ-সুখের ভাগীদার। তিনিও একজন নারী..
সুতরাং নারী বিহীন জীবন অসম্ভব।
হযরত আদমকে দুনিয়াতে পাঠানোর...কিছুদিন পর বলে, আল্লাহ কি যেন নাই....পরম করুণাময়...ঠিকই হাওয়া আ: কে পাঠিয়েছেন....
আর নারীর অবস্থান... মায়ের ভূমিকায় রাসূলের সেই বিখ্যাত হাদীসতো সকলেরই জানা।
এবারের নারী দিবসের থিম হচ্ছে, "মেইক ইট হ্যপেন।"
আমি বলি...দেখুনতো এগুলো আমি-আপনি ঘটাতে পেরেছি কি না????
যে সকল পুরুষ আজকে ফ্ল্যাগ হাতে, টিশার্ট পরে রাস্তায় দৌড়ে দাঁড়িয়ে নারীদের অধিকারের জন্য স্লোগান দিয়েছেন...বুকে হাত দিয়ে বলুনতো...
>আপনার স্ত্রীর অধিকার কতুটুক পালন করছেন? আজ সারাদিনেও একটিবার তাকে ফোন দিয়ে জিঙ্গেস করেছেন সে আজকে দুপুরে খেয়েছে কি না?...কিংবা সারাদিন এইকাজ-সেইকাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠা প্রেয়সীকে ফোন করে বকে দিয়েছেন..তুমি কোন কাজ করবানা..এক্খুনি রেস্ট করবা!
>ছেলের শশুরবাড়ী থেকে ফার্নিচারের লোভ দূর করতে পেরেছেন কিনা?
>রাস্তাঘাটে কোন মেয়েকে দেখলে টিজ করার খাসলত বদলাতে পেরেছেন কিনা?
যে সকল নারী আজকে গলা ফাটিয়ে বক্তব্য দিয়েছেন, তারা বুলনতো...
>মাছের মাথাটা ছেলেকে না দিয়ে কয়দিন মেয়েকে তুলে দিতে পেরেছেন?
>আপনি কালো হয়ে থাকলে কিংবা আপনার একটি মেয়ে কালো হয়ে থাকলে তার জন্য যে গ্লানি, হতাশা আপনি ফেস করেছেন...এক সময় আপনিই আপনার ছেলের জন্য সবচে ফর্সা মেয়েটা খোঁজার চরিত্রটা পাল্টাতে পেরেছেন কিনা!
>অথবা ঘরে আসা নতুন বউয়ের দোষ ধরার প্রবণতা বাদ দিয়ে, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে আপনার সহযোগিতার হাত প্রসারিত করতে পেরেছেন কি না?
আমরা নিজের অবস্থান থেকে নিজেকে জাজ করি...নিজের পরিবারে নারীকে সম্মানের দৃষ্টিতে রাখি...দেখবেন নারীর প্রতি সহিংতা কমে এসেছে।
সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৮৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে কথাই মনে করিয়ে দিলাম আর কি!
ধন্যবাদ...
একজন নারী আমার মা, একজন নারী আমার বোন, একজন নারী আমার জীবনসঙ্গীনী, একজন নারী আামর কন্যা। পৃথিবীতে এদের চেয়ে আপন আর কে আছে? সুতরাং আমরা সবাই নারীদের ভালোবাসী।
তবে তথাকথিত নারী অধিকারের নামে ভন্ডারীর আমি ঘোর বিরোধী ।
তয়...একজন সঙ্গীনী এখনো খুঁজে পেলে না বন্ধু..আফসুস!
দোয়া...দিলাম
অনেক শুকরিয়া
নারীদেরকে আজ অধিকার আদায়ের নামে রাস্তায় নামিয়ে এনে পন্য বানানো হচ্ছে।
সে কথা কয়জন বুঝে?
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন