বসন্তের কথা বলছি...
লিখেছেন লিখেছেন মু নূরনবী ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১১:২৬ বিকাল
বেশ কয়েক বছর আগে হলিউডের একটা মুভি দেখেছিলাম। ইরাক যুদ্ধের পটভূমির উপর নির্মিত।
যুদ্ধ কিংবা প্লাবন কোন কিছুই যে মানুষের স্বাভাবিক কাজকর্ম দমিয়ে রাখতে পারে না সেই স্কেচটাই তুলে ধরার চেষ্টা করেছিল পরিচালক। তাইতো যখন পাশের বাড়ীর বিল্ডিংটা দুমড়ে মুচড়ে পড়ে আছে, চারিদিকে দ্রুম দ্রুম বোমার শব্দ, তখনো মেয়েটি আপন মনে সেজেছিল। পায়ে আলতা-হাতে মেহেদী আর সফেদ সাদা-গোলাপী সাজে অপেক্ষার প্রহর গুনছিল মহামিলনের।
কিন্তু শেষ পর্যন্ত হলো না। পাষন্ড আমেরিকান সৈন্যরা মেয়েটিকে খুব কাছে থেকে একে-৪৭ দিয়ে গুলি করে হত্যা করেছিল।
আজকে যখন কথা গুলো লিখছি তখন পেট্রোল বোমার আঘাতে বার্ণ ইউনিটে মানুষ নামের চারপোকাগুলো (পুলিশলীগের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামের উক্তি থেকে) যখন কাতরাচ্ছে তখনো ফাগুন তার গতিতেই চলে এসেছে সবার দুয়ারে।
কবি বলেছিলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।
এটাই জীবন। হাসি-কান্নার সম্মিলন। অনেকটা সার্কেলের মত। ফুল প্রতিদিনই ফুটে, কত ফুল ঝরে! কয়টারই বা আমরা খবর রাখি!!!
জীবন কখনো দূরন্ত কৈশৈর >--কখনো প্রিয়ার হাসিতে বুঁধ হয়ে থাকা -কখনো বাধ্যর্কের ভারে ন্যুড়ে পড়া।
কখনো একটু ভালোলাগা, ক্ষণিকের শিহরণ, কিংবা দূর্দান্ত স্বপ্নগুলোর মানুষকে অসীম সাহসী করে তোলে। নিজেকে সাজানোর চেষ্টায় কসরত করে যায় প্রতিনিয়ত। এ সুখের সময়গুলো হয় খুব অল্প সময়েরর।
অন্যদিকে মানুষের জীবনের সিংহভাগই অংশই নানা নীপিড়ন-কষ্ট-হাহাকারে ভরা। ইচ্ছায়-অনিচ্ছায় ঠকছে প্রতিনিয়ত...কিয়দংশ শেয়ার করার মত। আবার বালি চাপা দিয়ে কেউ কেউ নিস্তার পেতে চায়!
তবুও জীবন থেমে থাকে না। সে তার আপন গতিতেই বহমান।
তবে মজার বিষয় হচ্ছে আমার আপনার চারপাশে বেশীরভাগ লোকই হচ্ছে, হতাশাগ্রস্থ। পরশ্রীকাতরতায় ভরা।
আরে ভাই আপনার কি আছে সেটা একবার ভাবুন না। দেখবেন আপনারও অনেক কিছু আছে। সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। চেষ্টা করুন প্রতিনিয়ত।
আপনি যাকে খুব সুখী ভাবছেন সত্যিই কি সে ততটা সুখী? হয়তো কেউ একজন মিষ্টি দোকানদার, সে মিষ্টি যত ইচ্ছে খেতে পারে। কিন্তু এমন এক বাঁধা তার সামনে পড়ে আছে সে ইচ্ছে করলেও সে খেতে পারে না। অর্থাত ডায়বেটিকসের রোগী।
জীবনটা নির্দিষ্ট একটা সময়ের। আক্ষেপ করে যে সময়গুলো নষ্ট করছেন সেগুলোও আর ফিরে পাবেন না।
দেখুন না আপনি কি আর আপনার কৈশেরের দিনগুলো কখনো ফিরে পাবেন? কিংবা স্কুল জীবনের সেই দূরন্ত সময়গুলো?
কখনোই না। যখন যে অবস্থান আছেন নিজের জীবনকে উপভোগ করুন। জীবনের পরতে পরতে রং ছড়িয়ে আছে। রাঙ্গিয়ে নিন নিজেকে।
যুদ্ধও চলবে, বসন্তও আসবে।
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওভাবে তাকায় না বাবু
ধন্যবাদ....পড়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন