সম্পর্কের ফিরিস্তি....
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০৮ নভেম্বর, ২০১৪, ১২:৫৮:০৪ দুপুর
সামাজিক জীব হিসেবে প্রতিদিন চলার পথে আমরা কত কিছুই ডিলিংস করি। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক! এটাই জীবন।
জীবনকে বয়ে বেড়ানোর জন্য রাব্বুল আলামিন নানা সম্পর্কের সৃষ্টি করেছেন। এই সম্পর্কগুলো আমাদের জীবনের একে স্টেজে একেক প্রতিফলন ঘটায়। মা-ছেলের সম্পর্ক যদি চিন্তা করি...কতই না মায়া-ভালবাসা জড়িত। ভাই-বোনের সম্পর্ক কতটা দুষ্টুমির । কিংবা স্বামী-স্ত্রীর পবিত্র ভালবাসা, সুখানুভূতি ।
আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে ভর্তি হই, মনে আছে ওরিয়েন্টেশনের পর প্রথম ক্লাশে অনেকে হাত মিলিয়ে বলেছিল, হাই...আই এম ***, ওয়ানা ফ্রেন্ড ?
ঘোষণা দিয়ে বন্ধুত্ব! অবাক হয়েছিলাম। কারণ, বন্ধুত্ব কি ঘোষণা দিয়ে হয়???
এটা তো দুটো ব্যক্তির মধ্যকার পারস্পরিক বুঝা পড়ার বিষয়। সময়ই বলে দিবে কে বন্ধু হতে পেরেছে, কিংবা আমি কার বন্ধু হতে পেরেছি। >-
যাই হোক...লিখতে গেলে অনেক কথা!
কথা হলো সম্পর্ক যেমন ঘোষণা দিয়ে হয় না। আবার সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে আমার আপনার ভূমিকা কি? কতটুকু আমরা সচেতন? ;
আমার এক মেরিন ইঞ্জিনিয়ার নানা বলেন, মাইনক্যা চিপায় পড়লে নাকি বন্ধু চেনা যায় ! অনেকটা, 'এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড ইন ডিড।'
আর ব্যক্তি হিসেবে আমি বিশ্বাস করি, সব সম্পর্কই ভাইস ভার্সা। অর্থাত প্রত্যেকটি সম্পর্কই দুই দিক থেকেই আসতে হয়। আপনিই শুধু চাইলেন একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্য প্রান্ত থেকে কোন রেসপন্স নাই। তাহলে সে সম্পর্ক বেশিদূর গড়াবে না। কারণ, অন্য জন আপনাকে নিয়ে কনসার্ন না। ব্যক্তিত্বসম্পন্ন কোন ব্যক্তিই তা মেনে নিতে পারে না। বরং তিক্ত অভিজ্ঞতা আছে অনেক!
অনেক ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় থেকে অপমানিত হয়েছি, এক দিক থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে। এক সময় মনে হয়েছে, নাহ আমি আলেয়ার পেছনে দৌড়াচ্ছি! তখনই পিছু হটেছি।
এবং একটি জেদ তখন থেকেই চেপেছে, কেউ যদি আমাকে ছাড়া ভালভাবে থাকতে পারে আমি কেন পারব না? হ্যাঁ, কষ্ট হয়, হবে। তবুও আমি অনঢ় থেকেছি। ভেতরে ভেতরে দুমড়ে-মুচড়ে গেছি , কিন্তু বাহিরে অনেক শক্ত, অনেক ।
ঠিক উল্টো, প্রত্যেকটি সম্পর্ক নার্সিং করার চেষ্টা করি। বেস্ট রিলেটিভ (ফ্রেন্ড কিংবা আত্মীয়) লোকগুলোর রুচির প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টা করি। হয়তো সেখানে আমার ভুল থাকতে পারে। আমি তো ভূলের উর্দ্ধে নই ?! কেউ শুধরে চেয়ার চেষ্টা করলে বিনা বাক্যে মেনে নিয়েছি, নিই।
বিষয়: বিবিধ
১৬০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমালোচনামুলক মন্তব্যঃকিছু মনে করবেন না..
আপনার কথা'ঘোষণা দিয়ে সম্প্রক হয় না' এটা ঠিক নয়! স্বামী-স্ত্রী সম্পর্ক ঘোষণা দিয়েই শুরু হয়!
আরো অনেক ক্ষেত্রে ঘোষণার প্রয়োজন!
আপনার লেখনীতে অহেতুক ইংলিশ শব্দের বাহুল্য দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে!
মন্তব্য করতে লগইন করুন