"আমার বন্ধু" কে নিয়ে সোজাসাপ্টা দুই লাইন!

লিখেছেন লিখেছেন মু নূরনবী ০৪ আগস্ট, ২০১৩, ০৪:০৩:২৩ বিকাল



বন্ধু? Big Hug

হ্যাঁ, বন্ধুত্বের কথাই বলছি।

বন্ধুত্ব কি? কিংবা বন্ধুই কি?

গুগল মামার কাছে গিয়ে একগাদা তথ্য পেলাম। বিশাল সজ্ঞা পেলাম অক্সফোর্ড ডিকশনারীতে।

সবই জটিল লাগে! Yawn

সোজাসাপ্টা বন্ধু হচ্ছে সেই যার সাথে সব কিছু শেয়ার করা যায়। সব সব। অকপটে বলা যায় নিজের 'না বলা কথাগুলো'। যেখানে থাকবে না কোন ভয়, শংকা কিংবা এক্সকিউজ! Time Out Love Struck :D/ Eat Punch



জীবনে চলার পথে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হয়। পরিচয় মেলে অনেক আগন্তুকের সাথে। নানান সম্পর্কের বেড়াজালে জড়িয়ে পড়ি আমরা। কোনটা ক্ষণস্থায়ী। কোনটা রোমঞ্চের। কোনটা শ্রদ্ধার। কোনটা স্বার্থের!

এ সম্পর্কগুলো অনেকটাই সময়ের টানে, প্রতিপত্তির থাবায় অথবা স্বার্থের ব্যাঘাতে হারিয়ে যায়।

কিন্তু বন্ধুত্ব? তা চির অমলিন, অক্ষয়। Rose

জীবনে অনেক ভাল বন্ধু পেয়েছি। এখানে কারো নাম উল্লেখ করে কাউকে ছোট করতে/বিব্রত করতে চাই না। Rose

নি:সন্দেহে এই "বন্ধু"দের 'ভাল বন্ধু' হিসেবে নিজেকে গড়ে তুলতে পারিনি। তবে চেষ্টা করেছি/করছি প্রতিনিয়ত। তাইতো এখনো যখন কোন বন্ধুর কিছুদিন খবর পাই না তখনই অস্থির হয়ে পড়ি। এই না বুঝি কোন বিপদ হলো! Worried

হয়তো মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত (!) করি। আমি জানি মাঝ রাতে ফোন দেওয়া ননসেন্স (!)এর কাজ। বন্ধুতো ...বন্ধুত্বে যে কোন ফরমালিটিজ নেই। ঝাড়ি দিয়ে গালি দিলেও যে গায়ে মাখি না!!! Chatterbox

আজকের এই বন্ধু দিবসে আমার 'সেই' বন্ধুদের জানাই আজকের প্রভাতের ফুটে থাকা সকল রক্তজবার শুভেচ্ছা। Rose..ইনফিনিটি!

আল্লাহর নিকট তাদের সুস্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করি। তাঁদের প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়ে ধরা দেয় এটাই বন্ধু দিবসের চাওয়া। Praying



বিষয়: বিবিধ

১৬৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File