"ঈমানদার (!) মাস্তান" সাংসদ রনি এবং দলিত জনগোষ্ঠীর তালিয়া বাজানো...
লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৬ জুলাই, ২০১৩, ০২:০৮:৪৬ রাত
ব্লগ, ফেসবুকে অনেককেই দেখলাম সাংসদ গোলাম মাওলা রনিকে সাপোর্ট করার দরুন সাপোর্টকারীকে আচ্ছা ধোলাই দিয়ে কমেন্ট বা প্রতিউত্তর করেই চলেছেন।
অনেকেই বলছেন, রনি আওয়ামীলীগের সাংসদ, সে অধ্যাপক গোলাম আজমের রায় হওয়ার পর সাঈদী সাহেবকে নিয়ে দৃষ্টি কটু অনেক কথা বলেছে। সাঈদীর চাঁদের যাওয়ার বিতর্কিত ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটি রাজনৈতিক দলকে ভন্ড-মোনাফেকের দল হিসেবে উপস্থাপনে কার্পন্য করেনি। তাহলে তাকে কেন, কোন যুক্তিতে সাপোর্ট করা যায়? ;
যেহেতেু আমরা বাংলাদেশী, সুতরাং বাংলা সিনেমা দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে ?। ছোটকালে বাংলা সিনেমায় দেখাতাম মাস্তান নায়ক সাহেব ভিলেনের টাকা-পয়সা কেড়ে নিয়ে এসে গরীব-দু:খির মাঝে বিলিয়ে দিতেন। তাতে গরীব দু:খির মাঝে তার একটা জনপ্রিয়তা তৈরি হতো। যদিও এভাবে কারো সম্পত্তি জোর করে এনে দান করার ক্ষমতা কোনকালেই কোন আইন-ধর্মই সাপোর্ট করে না। তা দেখে ম্যাংগো পিপল অর্থাত দর্শকরা পুলকিতবোধ করতো এবং কেউ কেউ তালিয়া বাজাতো!
বর্তমানে দেশে যে হলুদ সাংবাদিকতার বাম্পার ফলন তাতে বেশীর ভাগ সাংবাদিক যে জন্ডিসে আক্রান্ত তা তাদের রিপোর্টের ধরণ কিংবা টকশোতে আলোচনা বা উপস্থাপনার স্টাইল দেখলেই বোঝা যায়। এরা কি সাংবাদিক নাকি দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী, সন্দেহ জাগে। সাবেক বিমান মন্ত্রী মীর নাসির তো একবার বিরক্ত হয়ে একাত্তরের নবনীতাকে বলেই ফেলেছে, তোমার তো ছাত্রলীগের অফিসে থাকার কথা এখানে কেন?
অনেকে অবশ্য কর্পোরেট কামলা হিসেবেও মালিকের স্বার্থ রক্ষার্থে স্বগোত্রের উপর আঘাত হানতেও কাপ্যর্ণ করছেন না। যেমন সাগর-রুনীর ঘটনায় মাহফুজুর রহমানের বিতর্কিত বক্তব্যে সাংবাদিক মহলের বিক্ষোভ সমাবেশে এটিএন বাংলার সিইও জ ই মামুন সাংবাদিক নেতাদের উপর হাত তুলেছেন। সেখানে যোগ দিয়েছে ওই স্টেশনের আরো অনেকে।
আমরা দেখি সাংসদ রনীর দুর্নীতির খবর তালাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট এর "তালাশ" টিম তার মা-বাবা-শ্বশুর সহ বাড়ী-অফিস-যাতায়াত ফলো করলেও দরবেশখ্যাত সালমান এফ রহমানের এত সম্পত্তির সোর্স তালাশ করার সময় পান না! কিংবা শেয়ার বাজার ধসের ঘটনায় খালেদ মুহিউদ্দীন কি একটা টকশো করেছেন? ঠিক বাংলা নিউজ আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলামের ভূমি দস্যুতার খবর ফলাও করে প্রচার করলেও বসুন্ধরার চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের ভূমি দখলের কোন গন্ধই পান না।
তাছাড়া মিডিয়াগুলো সম্প্রতি শাহবাগীদের বিরানী পার্টিকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রাতদিন প্রচার করেছে তাতে দেশের আপামর জনসাধারণ সিংহভাগ মিডিয়ার উপর ত্যাক্ত-বিরক্ত। মানুষ পারলে তখন সাংবাদিকদের মাইর দেয়। তার প্রমাণও মিলেছে। চট্রগ্রামে হেফাজতের ঢাকা চলো কর্মসূচীর প্রাক্কালে একাত্তর টিভির সাংবাদিক মঈম মিজানকে দিয়ে শুরু করে।
সরকারের গঠনমূলক সমালোচনার কারণে সাংসদ রনী তরুণদের কাছে নিজের একটা পজেটিভ ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছিল। সালমান এফ রহমানের শেয়ার বাজার লুটের ফলে আওয়ামলীগের সামনে যে ধস অপেক্ষা করছে তা সম্ভবত রনি টের পেয়েছিল বলেই সালমান এফ রহমানের উপর ক্ষুব্দ। কারণ তার কারণেই ৩৩ লক্ষ বিনিয়োগকারী পক্ষান্তরে এর সাথে সম্পর্কিত দুইকোটি মানুষ নি:স্ব। তাই সে প্রতিবাদ করেছে। তাতেই ক্ষেপেছে দরবেশ খ্যাত সালমান এফ রহমান।
এর পরের ঘটনা তো সবার জানা এবং অদ্যাবধি ঘটেই চলেছে।
এখন প্রশ্ন হচ্ছে নন আওয়ামলীগাররা কেন রনীকে সাপোর্ট করছে?
ওই যে দলিত জনগোষ্ঠী যেভাবে সিনেমার মাস্তান নায়কের ঘটনায় তালিয়া বাজায়, সাপোর্ট করে তেমনি দেশের আপামর জনসাধারণ তো আর সাংবাদিকদের ধাওয়া দেওয়ার ক্ষমতা রাখে না কিংবা দরবেশ বাবাদের টিকিটিও ছুঁতে পারে না, তখন ইমানদার মাস্তান বেশীধারী রনীরা যখন এ সব রাগলবোয়ালদের হিট করে তখন ম্যাংগো পিপল সাপোর্ট দেয়, তালিয়া বাজায়।
এখানে দলিত জনগোষ্ঠীর দোষ নেই! এটাই প্রচলিত সত্য, এটাই স্বাভাবিক।
পোস্ট শেষ।
একখান প্রশ্ন--------
গত কয়েকদিনে কয়েকটি টকশোতে ফোন করে আলোচকদের জিজ্ঞাসা করার চেষ্টাও করেছি কানেকশন পাইনি।
প্রশ্নটা হলো, আচ্ছা রনি সাংবাদিক মেরে বহুত খারাপ করেছে, এ জন্য হাজতে ঢুকেছে। আইনের শাসন নাকি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মনিপুর হাইস্কুলের অবৈধ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কামাল আহমেদ মজুমদার যে কোট কোটি টাকা কামিয়ে নিয়েছে, এ নিয়ে রিপোর্ট করতে গেলে আরটিভির নারী সাংবাদিক অর্পণা সিংহ এর হাত ভেঙ্গে দিলে তখন আপনার চেতনায় কি প্রিজারভেটিভ দেওয়া ছিল???
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন