বউ নিয়ে সবাই লিখে...চ্রামে এট্রু ট্রাই মারলাম!

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৫ মে, ২০১৩, ১২:১৭:৫৮ দুপুর



নয়টা ছয়টা অফিস করে

যখন ফিরি বাসায়

মন বসে না ঘরেতে আমার

দিন কাটে যে আশায়! Day Dreaming

আশায় আশায় যাচ্ছে মোর

সোনার দিনগুলো

কবে যে আসবে সে

প্রাঙ্গণে মোর জ্বালবে আলো! Love Struck

ছুটির দিনটা কাটে যে মোর

ভীষণ হতাশায়

কোন কিছুতে ভাল লাগে না

ভাবি ,বসে ধরলো আবার এ কোন নেশায়! Yawn

ব্লগে আসি ফেবুতে যাই

সবখানেতে বউয়ের কথা

পাগলেরে স্মরণ করিয়ে দেয়

মনে লাগে বড় ব্যাথা! Broken Heart

লালসালু টা দিচ্ছে ছড়া

হয়ে বউয়ের হাতের নাটাই

বেচারা বড় কষ্টে আছে

সহানুভূতিটুকু জানাই! Big Hug

প্যারিস থেকে লিখছে কেউ

বউয়ের গুণকীর্তন গেয়ে

তাই দেখে আপুরা সব

তৈল মারছে পোস্টটাতে গিয়ে! Chatterbox

আমরা আছি ম্যাঙগো পাব্লিক

মহা অসুবিধায়

ভয় লাগায়েন না ,বুকে থুতু দিয়ে নামছি এবার

বউ খোঁজার ধান্ধায়!!! I Don't Want To See

কপালেতে যাই আছে

তাই নিয়ে করতে হবে বসবাস

আল্লাহর কাছে চাইতে হবে

হওয়া যাবে না নিরাশ। Praying

বি:দ্র: আমাদের এই চাওয়া-না পাওয়ার জীবনে ক্ষণিক সময় হাসিগানে থাকার প্রয়াসেই লেখা। লেখকের সাথে পংক্তিমালাকে না মেলানোর সবিনয় অনুরোধ থাকবে। চাইপাস লিখি...কবিতা বা ছড়া আমাকে দিয়ে হয়নি, হবেও না! এ সব অখাদ্য পড়ে কারো বদহজম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Happy

বিষয়: বিবিধ

১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File