আমি যাচ্ছি, আপনি আসছেন তো?

লিখেছেন লিখেছেন মু নূরনবী ০২ মে, ২০১৩, ০৫:২২:৫৪ বিকাল



দেশ আজ দানবের থাবায় ক্ষত-বিক্ষত।

মাবাধিকার বলতে কিছুই নেই। নেই স্বাধীন মত প্রকাশের সুযোগ।

শাহবাগ দিয়ে জাতিকে দুই ধারায় স্পষ্ট বিভক্ত করে দেওয়া হয়েছে।

আজ ব্লগার মানেই নাস্তিক। অথচ এখনো দেশপ্রেমিক, সহনশীল এবং আল্লাহপ্রেমী ব্লগারের সংখ্যাই বেশী।

যে কেউ তার মত প্রকাশ করতেই পারে। কিন্তু এই মত প্রকাশ মানে যা ইচ্ছে তা লেখা নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার মত প্রকাশ করার অধিকার যেমনি রয়েছে, তেমনি আপনি কারো বিশ্বাসকে অসম্মান করার কোন সুযোগ নেই। কিন্তু কতিপয় বিপদগামী অনেক আগ থেকেই এই কাজটি করে এসেছে। দেশপ্রেমিক এবং সহনশীল ব্লগাররা তাদের প্রতিবাদ করেছে শুরু থেকেই। এ জন্য উগ্রবাদী কিছু ব্লগে তাদেরকে ব্যানও খেতে হয়েছে।

আমরা বলতে চাই...কোন মতকে দমিয়ে রাখার জন্য তার কন্ঠকে স্তব্ধ করে দেওয়া কোন সমাধান নয়। বরং তাকে প্রচলিত বিশ্বাস, আইনকে মেনেই ব্লগিং করতে বাধ্য করা যেতে পারে।

আমরা যেমন সোনার বাংলা ব্লগ বন্ধ করা সাপোর্ট করি না, তেমনি আমার বর্ণমালাকে গলা টিপে হত্যা করা সহ্য করতে পারি না।

আমরা আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির পাশাপাশি এসবি'র সম্পাদক মোহায়মেন ভাই এর নি:শর্ত মুক্তি কামনা করি।

হয়তো অনেকই বলবে, এরা দু'জনতো বিএনপি-জামায়াতকে প্রমোর্ট করতো। আমরা তাদেরকে বলে দিতে চাই, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন চ্যানেল একাত্তরকে বন্ধের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ভবিষতেও এ ধরণের উদ্যোগকে ঘৃণা করবো।

...আপনিও শামিল হতে পারেন কন্ঠরোধ বিরোধী এই আন্দোলনে। আগামী ৪ঠা মে,শনিবার। সকাল দশটায়। জাতীয় প্রেসক্লাবের চত্ত্বর।

ফেসবুক ফ্যান পেইজ: null" target="_blank"]Community Bloggers Forum - CBF[/url]

আমি যাচ্ছি....আপনি আসছেন তো? Big Hug

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File