এই যুদ্ধ ..বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের যুদ্ধ....আপনার সহায়তার হাত বাড়িয়ে দিন।
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০৫ এপ্রিল, ২০১৩, ০৪:১৪:৪৩ বিকাল
আমি মুসলিম।
আমি আল্লাহ প্রেমী।
আমি রাসূলের আশেকান।
না...আজ, কে জামায়াত-কে শিবির-কে সুন্নী-কে আহলে হাদীস-কে ছাত্রদল-কে ছাত্রলীগ.....কোন ভেদাভেদ নাই।
আজ আমি রাস্তায় নেমেছি...আমার মহান প্রভুর বিরুদ্ধে যারা কুতসা রটিয়েছে। এখানে কোন বিভেদ নাই। ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের উদারতার সুযোগ নিয়ে মুসলিম নামধারী নাস্তিকগুলো আজ আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে।
আর তাদের দোসর সরকার যথারীতি তাদেরকে সহায়তা করে যাচ্ছে। হেফাজতে ইসলামের লং মার্চ উপলক্ষে সরকার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে....এতেই স্পষ্ট হয়ে গেছে এই সরকার নাস্তিক সরকার। এই সরকারে ছত্রছায়ায় কমিউনিস্টগুলো দেশের মুসলমানদের অনুভূতি নিয়ে দারুণ উন্মত্ততায় মত্ত হয়েছে।
একটু আগে হানিফ ঘোষণা করেছে, আগামীকাল সকাল থেকে আওয়ামীলীগ মাঠে থাকবে!!!
এই বিদ্রোহ কার সাথে???
ইসলাম প্রেমী তৌহিদী জনতার সাথে...ইসলামের সাথে।
তবে, শোনে রাখ হে নাস্তিকের দল....
এরা কারো টাকার গোলাম নয়....এরা আল্লাহর গোলাম
এরা বিরানীর পাগল নয়.....এরা কুরআনের জন্য পাগল
এরা তরুনীর উদ্যম নৃত্যের আশিক নয়...এরা রাসূলের আশেকান...
কি দিয়ে দমাবে তুমি এদের???
আজ সারা বাংলায় একই রব উঠেছে....কি দিয়ে তোমরা ঠেকাবে??
এই যুদ্ধ আস্তিক-নাস্তিকের যুদ্ধ....
এই যুদ্ধ ঈমানদার আর বেঈমানের যুদ্ধ....
...আপনারা শুধু দোয়া করুন। আমাদের প্রিয় ভাইদের জন্য। যার যতটুকু সমর্থ আছে, হাত বাড়িয়ে দিন।
আপনি হয়তো লং মার্চে আসতে পারছেন না...
আপনার ছেলেকে পাঠিয়ে দিন....তা না হলে
পথে মধ্যে আপনার বাড়ীর/বাসার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কয়েকজনকে এক বেলা খাইয়ে দিন...অন্তত
কিছু শুকরা খাবার দিয়ে দিন...অথবা,
এক বোতল পানি দিয়ে হলেও সহায়তা করুন....তাও না হলে
তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানান, সাহস যুগান....এটলিস্ট
মহান আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে ফরিয়াদ করুন...আল্লাহ যেন এই কুরআনপ্রেমী-রাসূলপ্রেমী মানুষগুলোকে হেফাজত করেন...যেন নাস্তিকদের বিরুদ্ধে এই যুদ্ধে যেন জয়ী হয়।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন