গরু বিষয়ক একটি রচনা..যা বার বার পড়া যায় ( )
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ১৬ জানুয়ারি, ২০১৩, ০২:২৮:৩৪ দুপুর
অবশ্যই সংগৃহীত...চেইন মেইলে পাওয়....এরকম রচনা নিজে লিখবার যোগ্যতা আমার নাই...::::::
গরু একটি উপকারী প্রানী। গরুর ৪টি পা থাকায় কোন হাত নাই। গরুর ২টি চোখ, ১টি নাক, ২টি কান, কিছু দাত, একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে। গরুর মাথা থেকে সব গরুর গোসত। পাছার গোসত একটু দামী, রানের মাংস বেশী দামী ও বুকের মাংস কম দামী হয়। গরু সাধারনত ৩ প্রকার। বিরিশ গরু বেশী গরম হয় বলে নাকে নরুন লাগাতে হয়। বলদ গরু শানত হয়, আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জনম দেয়। গাই গরু সাধারনত মেয়ে গরু হয়। গরুর গোবর ও পেশাব জমিকে উর্বর করে। গরু লোক সংখ্যা কমাতেও সাহাইজ্য করে। কারন গরুর গোসত খেয়ে হার্ট এটেক, এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়। গরুর রিন আমরা কখনও শোধ করতে পারব না। আল্লাহ সব গরু কে বেহেশত নসীব করুক।
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন