বিডিটুডে ব্লগঃ সাধারনের পুনর্জন্ম নাকি কাংখিত বিকল্প?(recreating the common or expected alternative?)

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ৩০ ডিসেম্বর, ২০১২, ০৯:৩৫:১৮ রাত

বিডিটুডে ব্লগের খবর পেয়ে ভাল লাগল।

তবে খটকাও আছে একটা............এতো এতো ব্লগের ভীড়ে কি আরেকটি সাধারন ব্লগ...সেই মারামারি, ক্যাচাল, ব্যান-আনব্যান, আস্তিক-নাস্তিক, গালিগালাজ, সস্তা জনপ্রিয়তা অর্জনের প্রয়াস..নাকি আসলেই ভাল কিছু হতে পারবে এটা? যা মানুষ কে আরো ভাল হতে, দেশ-মানুষ-ধর্ম নিয়ে গঠনমুলক চিন্তায় অণুপ্রাণিত করবে?

এর উত্তরের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।

বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়.........

দেখা যাক বিডিটুডে ব্লগ নামের যে বৃক্ষের চারা রোপন করা হলো, তাতে কি ফল ধরে।

এই ব্লগের সাফল্য কামনা করছি। সাথে থাকবার ইচ্ছা আছে...যদি বের করে না দেয়া হয়!!!

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File