টেকনাফের একরামের মেয়েদের কান্নাঃ ফ্রাঙ্কেষ্টাইনের আঘাত মেনে নেবার জন্য আমরা প্রস্তত তো?

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ১৮ জুন, ২০১৮, ০৩:৪৯:৩৬ দুপুর



টেকনাফের একরামের মেয়েদের কান্না ছুয়ে গেছে অনেকেকেই। আবেগ তাড়িত হয়ে স্টাটাস প্রসব করেছেন তারা। এই অডিওটা প্রকাশ না পেলে কি এই আবেগের জন্ম হতো? কিম্বা তার বহির্প্রকাশ হতো? আকরাম যদি বিরোধী দলের কর্মী হতো তখন কি তার মেয়েদের কান্নার একই মুল্য দিতে পারতাম আমরা? অন্যভাবে বললে এই একরাম আওয়ামী লীগের কর্মী না হলে অত সহজে আমরা সেটা প্রকাশ করতে পারতাম? এই ঘটনা অনেক কে হয়ত আলোড়িত করেছে সত্য, কিন্তু এই ঘটনা মনে কোন প্রভাব ফেলতে পারেনি এমন লোকের অভাব আছে? অনেকেই নিশ্চয় আছেন যারা চেতনার বড়ি খেয়ে এটা না শুনবার ভান করে আছেন। দু একটা ভুল হয়ত হতেই পারে ভেবে এখনো সুখনিদ্রায় আছেন। দেশ যখন স্যাটেলাইট পাঠাচ্ছে মহাকাশে, পদ্মা সেতু যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সেগুলির তাকিয়ে নিশ্চয় আমাদের এই ভুল্গুলি কে ক্ষমাসুন্দর দৃষ্টীতে দেখা উচিত, কি বলেন? মাদক বিরোধী অভিযানের নামে যখন বিচার বহির্ভুত ভাবে ব্যাপক মানব হত্যা শুরু হয়, আমরা কয়জন এর প্রতিবাদ করার প্রয়োজন মনে করেছি? এরও আগে বছর বছর ধরে বিরোধী কর্মী সমর্থকদের এভাবে খুন করা হয়েছে তখনও কিন্তু তেমন কেউ প্রতিবাদ করতে সাহস করেনি।যে ফ্রাঙ্কেষ্টাইনের জন্ম এবং বড় হওয়া দেখে চুপ ছিলাম, আজ সে তার প্রভুর দিকে আঘাত হানবার জন্য প্রস্তত। আমরা কি নিঃশব্দে তা মেনে নেবার জন্য প্রস্তত তো?

বিষয়: বিবিধ

৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File