সরকার আছে বুঝা যায় কিন্তু সুশাসন কই?
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৭ এপ্রিল, ২০১৮, ০১:০০:৫০ রাত
খবরের কাগজে একগাদা দুঃসংবাদ দিয়ে আমাদের দিন শুরু হয়। অবশ্য এখন আর আগের দিনের দুঃসংবাদ জানবার জন্য পরের দিনের কাগজ পর্যন্ত অপেক্ষা করার দরকার হয়না। ফেসবুক (এবং অন্যান্য সামাজিক মিডিয়ার কল্যাণে ) ঘটনার প্রায় সাথে সাথেই আমরা তা জেনে থাকি। কখনো মন খারাপ হয় কখনো নিজের ব্যস্ততায় হয়তো মন খারাপের সময়ও জোটেনা। এ যেন আপনি বাচলে বাপের নাম। যেমন এখন ব্লগ খুললাম, সাথে সাথেই ডান দিকে খবরের লিংকে চোখ গেল । ঢাকা সিলেট সড়কে দুর্ঘটনায় নয় জনের মৃত্য। যে পরিবারের একজন বাসা থেকে বেরিয়ে হারিয়ে গেল চিরতরে তাদের দুঃখের বোঝাটা কি আমরা যারা ভুক্তভোগী নই তারা কোনদিনও বুঝতে পারব? একজন নারী বিধবা হলেন, একজন শিশু বাবা বা মা বা উভয়কে হারাল তার কি হবে তা ভাবার সময় কি আমাদের কার আছে? ঢাকা সিলেট সড়কের যে নয়জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে তার মধ্যে এক দম্পতি আছেন। হয়ত তাদের এক বা একাধিক শিশু সন্তান দুস্থ-এতিম হয়ে গেল। আর যারা আহত হয়ে হাস্পাতালে কাতরাচ্ছেন কিম্বা চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছেন তাদেরই খবরই বা আমরা কয়জন রাখি? সড়ক দুর্ঘটনা যেন মহামারী আমাদের দেশের। হাজার হাজার লোক মারা যাচ্ছে প্রতি বছর। কিন্তু এটা দূর করবার, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনবার কার্যকর কোন পদক্ষেপ নেয়ার যেন কেউ নাই। এদেশে সরকার আছে, সুশাসন নাই। এর উপর আছে ধর্ষন আর হত্যা। বিউটির ছবিটি মনে পড়ে? কিশোরি মেয়েটি লালাজামা পড়ে সবুজ মাঠে পড়ে ছিল যেন শুকুনে আক্রান্ত বাংলাদেশের পতাকা হয়ে। এই ছবি সরছে না ব্রেন থেকে। উন্নয়নশীল দেশ হয়ে কি লাভ যদি আমাদের মেয়েরা (এবং সাধারন মানুষ) জীবনের নিরাপত্তা না পায়? কোন দিনের খবরের কাগজ কি বাদ যায় যেদিন ধর্ষনের আর খুন এর একটা খবর না থাকে? কত শত ঘটান যে সংবাদ পত্রের আড়ালে থেকে যায় তার তোচ কোন হিসেব নাই। কয়টা ঘটনায় অপরাধী ধরা পড়ে? কয়টা ঘটনার বিচার হয়? অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা সরকারের ক্ষমতা সম্পন্নদের সাথে ঘনিষ্ঠ কিম্বা অর্থ দিয়ে আইন কিনবার মত সামর্থবান। বিচারহীনতার এই সংসকৃতি এ ধরনের ঘটনাগুলি বাড়িয়ে দিচ্ছে । সরকার কি এসবের জন্য জবাবদিহী করবে? সরকার কি সাধারন জনগনের ইজ্জত জান মালের নিরাপত্তার জন্য কঠোর ব্যাবস্থা গ্রহণ করবে?
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন