স্বাগতম মাহে রামাদান
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৬ মে, ২০১৭, ১০:৫৬:০২ রাত
সারাটা দিন না খেয়ে রাখেন রোজা
খুত-পিপাসায় কষ্ট পাওয়া, নয়কো সোজা
তবে থাকলে পরে খোদার ভয়
রোজা রাখা সহজ হয়!
দিনের বেলা খাইনা মোরা রোজার মাসে
আল্লাহ পাকের নিষেধ টা যে সামনে আসে।
তবে রোজার পরে মহান খোদার আদেশ গুলি
পূরো মাসের ট্রেনিং নিয়েও কেমনে ভুলি?
নেব শিখে রোজার মাসে জীবন চলার নিয়ম যত,
সারা জীবন চলব মেনে, বাধা যদিও আসে শত।
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন