যাপিত জীবন_বয়ে গেল বেলা!!
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৬ অক্টোবর, ২০১৪, ০৭:৪৯:৫০ সন্ধ্যা
সংসার-অফিস-চাকরি-বন্ধু-নিত্যদিনের টানাপোড়েন, সবই আছে।
আরো আছে অফিস ফেরত পথে রাস্তার ধারে পুরি-জিলাপী আর টং এর দোকানের চা খাওয়া।
গাড়িতে বসে জ্যামে বিরক্ত হওয়া আছে, অফিস লেট করে বসের রক্তচক্ষু দেখা কিম্বা বিরক্ত হয়ে রাগ করে নেমে যাওয়াও আছে।
মাঝে মাঝে বন্ধুদের সাথে জল-পান আড্ডা আছে, রাজা উজির মেরে ছারখার সেসব আড্ডায়!
কাছের বন্ধুর ভালো সংবাদে খুশী হওয়া আছে, আবার কারো দূরে সরে যাওয়াও আছে
একজনের কাজের ক্রেডিট আরেকজনের চুরি করে নেয়ার ঘটনা আছে
জানা-নাজানা হতাশা আছে
কিছুই “ভালো না লাগা” রোগ আছে
সেই যে রবি ঠাকুর বলেছিলেন, যা পাই তা ভুল করে চাই, যা চাই তা পাই না
অতি ক্ষুদ্রমানব মাত্র, তাই তার পুরো উপলব্ধি আছে!
ভালো কাজ করার চিন্ত আছে।
দুরের মানুষ কে কাছে টানা আছে
এক বিঘত দূরে শুয়ে থাকা জীবনসঙ্গীর সাথে যোজন দুরত্ব আছে
ভালো কাজ করতে গেলে পিছন থেকে টেনে ধরা আছে
কেউ একজন বলে, আজ নয়, আগামী দিন করিস!
সে ভয় দেখায় পরাজয়ের কিম্বা লোক নিন্দার!
কে শিখিয়ে দেয় নিজে বাচলে বাপের নাম?
অন্তরের ভালো চিন্তা কুরকুর করে খেয়ে ফেলে সে কোন ভাইরাস?
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ওনেক ধন্যবাদ।
আমি আপনার কত বড় ভক্ত তা আপনার জানবার কথা নয়। তবে ব্লগে এখন অনিয়মিত হয়ে গেছি।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।
প্রশংসায় তো ফুলে যেতে মন চাচ্ছে!!!
মন্তব্য করতে লগইন করুন