যাপিত জীবন_বয়ে গেল বেলা!!

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৬ অক্টোবর, ২০১৪, ০৭:৪৯:৫০ সন্ধ্যা

সংসার-অফিস-চাকরি-বন্ধু-নিত্যদিনের টানাপোড়েন, সবই আছে।

আরো আছে অফিস ফেরত পথে রাস্তার ধারে পুরি-জিলাপী আর টং এর দোকানের চা খাওয়া।

গাড়িতে বসে জ্যামে বিরক্ত হওয়া আছে, অফিস লেট করে বসের রক্তচক্ষু দেখা কিম্বা বিরক্ত হয়ে রাগ করে নেমে যাওয়াও আছে।

মাঝে মাঝে বন্ধুদের সাথে জল-পান আড্ডা আছে, রাজা উজির মেরে ছারখার সেসব আড্ডায়!

কাছের বন্ধুর ভালো সংবাদে খুশী হওয়া আছে, আবার কারো দূরে সরে যাওয়াও আছে

একজনের কাজের ক্রেডিট আরেকজনের চুরি করে নেয়ার ঘটনা আছে

জানা-নাজানা হতাশা আছে

কিছুই “ভালো না লাগা” রোগ আছে

সেই যে রবি ঠাকুর বলেছিলেন, যা পাই তা ভুল করে চাই, যা চাই তা পাই না

অতি ক্ষুদ্রমানব মাত্র, তাই তার পুরো উপলব্ধি আছে!

ভালো কাজ করার চিন্ত আছে।

দুরের মানুষ কে কাছে টানা আছে

এক বিঘত দূরে শুয়ে থাকা জীবনসঙ্গীর সাথে যোজন দুরত্ব আছে

ভালো কাজ করতে গেলে পিছন থেকে টেনে ধরা আছে

কেউ একজন বলে, আজ নয়, আগামী দিন করিস!

সে ভয় দেখায় পরাজয়ের কিম্বা লোক নিন্দার!

কে শিখিয়ে দেয় নিজে বাচলে বাপের নাম?

অন্তরের ভালো চিন্তা কুরকুর করে খেয়ে ফেলে সে কোন ভাইরাস?

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271967
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:০২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
216264
শরীফ নজমুল লিখেছেন : নিজের লিখা কেউ ভালও বললে ভালোই লাগে। তবে এই নিছক এলেবেলে লিখা কে যখন ভালো বললেন, শুনে বেশী ভালো লাগলো, নিজকে কেমন যেন একটু স্পর্ধিত মনে হলো।
আপনাকে ওনেক ধন্যবাদ।
271975
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৯
ফেরারী মন লিখেছেন : ওয়াও অসাধারণ জীবনবোধের গল্প শোনালেন। পৃথিবীটা চলছেই এভাবে। নিজে বাঁচলে বাপের নাম। তবে আপনার কথাগুলো সুন্দর লাগলো।
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৮
216265
শরীফ নজমুল লিখেছেন : আপনার মন্তব্যটাও সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।
271978
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৭
আফরা লিখেছেন : এর নাম জীবন ........।
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪০
216266
শরীফ নজমুল লিখেছেন : এর নাম জীবন: যা বলেছেন! বেচে থাকতে হয় মৃত্যুর অপেক্ষায়।
272090
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : লেখাটা অসাধারন হয়েছে, একেবারে বাস্তব জীবনের ওপর চলমান কম্নট্রি যেন! Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৩
216267
শরীফ নজমুল লিখেছেন : আরে আপু আপনি?!!!? আপনার মত সেলেব্রেটি ব্লগার আমার এই এলেবেলে লিখায়, কেমন জানি লজ্জা পেয়ে গেলাম!
আমি আপনার কত বড় ভক্ত তা আপনার জানবার কথা নয়। তবে ব্লগে এখন অনিয়মিত হয়ে গেছি।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:০০
216425
রেহনুমা বিনত আনিস লিখেছেন : লজ্জা পেলেন ভালো কথা ভাই, লজ্জা দিতে উঠেপড়ে লাগলেন কেন? Worried আপনি যখন নিয়মিত ছিলেন তখনকার কথা মনে করেই তো পোস্ট দেখে ঝাঁপিয়ে পড়লাম Happy
272166
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাল লেগেছে, প্রতিষ্ঠিত লেখকের ন্যায় অল্প কথায় অধিক বুঝিয়ে দিলেন।
ধন্যবাদ ভাই।
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:২৩
216378
শরীফ নজমুল লিখেছেন : আপনার মনতব্য সুন্দর, ধন্যবাদ।
প্রশংসায় তো ফুলে যেতে মন চাচ্ছে!!!
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
216380
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে দেরি কেন? ফুলে যান, ফুলাদের ঐ জাতী খুব পছন্দ করে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File