পেস্ট করতে না পারলে কপি করা ঝুকিপুর্ণ ....(সংগৃহীত)

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৬ জানুয়ারি, ২০১৩, ১০:৫৫:৫৮ রাত

একজন স্বনামধন্য নেতা তার বিশাল ভক্ত অনুসারী শ্রোতামন্ডলীর সামনে বক্তৃতা দিতে উঠেছেন।

তিনি শুরু করলেনঃ

“আমি আজও সেই দিনের কথা স্মরন করে আবেগে আপ্লুত হই, সেই দিনটি ফিরে পেতে ক্ষনে ক্ষনে কামনা করি, যখন আমি একজন নারীর কাছে নিজেক সমর্পন করে সুখের আশ্রয় লাভ করেছিলাম। তবে সেই নারী আমার স্ত্রী ছিল না......”

বক্তা কিছুক্ষন নীরব হলেন।

পুরো শ্রোতামন্ডলী তো স্তম্ভিত! এই তাদের প্রিয় নেতা, এত তার অধপতন!!

তার ভাল কিছু কাজ দেখে আমরা কত না তার ভক্ত সেজেছিলাম।

শুরু হলো ফিসফিসানি!

দুই মিনিট নিরবতার পর তিনি বললেন, “সেই নারী ছিলেন আমার মা........”

এবার জনতা উল্লাস ধ্বনি করে উঠল। তাদের বুক থেকে যেন বোঝার পাহাড় নেমে গেল।

জনতার মধ্যে একজন ভাবলেন এমন চমৎকার ভাবে মা কে উপস্থাপন করা যায়, তিনি তো জানতেন না......তিনিও তার মাকে এভাবে উপস্থাপন করবেন, আজই ......

রাতে বাসায় ফিরে তিনি তার স্ত্রী কে ডেকে বলতে লাগলেনঃ

ডার্লিং, শোন... আমি আজও সেই দিনের কথা স্মরন করে আবেগে আপ্লুত হই, সেই দিনটি ফিরে পেতে ক্ষনে ক্ষনে কামনা করি, যখন আমি একজন নারীর কাছে নিজেক সমর্পন করে সুখের আশ্রয় লাভ করেছিলাম। তবে সেই নারী কিন্তু তুমি নয়...........

স্ত্রী অগ্নিমুর্তি ধারন করলে তিনি একটু ঘাবড়ে গেলেন......... কিছুক্ষন আমতা আমতা করে বললেন

“সেই নারী কে ছিল আমি মনে করতে পারছি না......”

এরপর ভদ্রলোকের জ্ঞান ফিরলে দেখেন তিনি হাসপাতালে...শরীরে অসংখ্য ব্যান্ডেজ.........

আমরা অনুকরন প্রিয় জাতি, বিশেষ করে বিদেশী কিছু দেখলেই আমরা গদগদ হয়ে যাই, সেটা অনুকরনে লেগে যাই...সেটা আমাদের দেশে পেস্ট করবার জন্য উপযোগী, সেটা আদৌ আমাদের জন্য উপকারী কিনা, সেটা যাচাই করবার সময় হয় না......

পেস্ট করতে না পারলে কপি না করাই ভালো......কি বলেন?

কোন ঘটনার প্রতি ঈংগিত নয়...নেহায়েত ফান...আরেকটি কপি-পেস্ট.........

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File