তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালঃ আসলে লাভ কি?

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৫ জানুয়ারি, ২০১৩, ০৫:৫৮:১৪ বিকাল

সরকার আইএমএফ চাপে পড়ে বাড়িয়েছে সব ধরনের জ্বালানী তেলের দাম। আর বিরোধী দলের জোট পেয়ে গেছে আরেকটি হরতালের অজুহাত। আগামী কাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আঠারো দলীয় জোট।

কিন্তু কি লাভ এই হরতালে?

আরেকটি হরতাল হবে। হয়ত হরতাল সমর্থক পিকেটারের হাতে নয়ত পুলিশের হাতে কিম্বা নিদেন পক্ষে সরকারের অনুগত ছাত্র/যুবলীগ কর্মী যার হরতাল ব্যর্থ করবার জন্য মাঠে থাকবে তাদের হাতে হয়ত কেউ মারা যাবেন। লাশ নিয়ে রাজনীতি জমবে। বিরোধী দল সংবাদ সম্মেলন করে বলবে হরতাল সফল হয়েছে, সরকারী দল বলবে জনগন এ হরতাল প্রত্যাহার করেছে। এঈ ভাঙ্গা রেকর্ড আমাদের মুখস্থ।

কিন্তু তেলের দাম কি কমবে? তেলের দাম কমাতে সরকার কে বাধ্য করার মতো আন্দোলন কি বিরোধী দল গড়ে তুলতে পারবে? সে সাংগঠনিক শক্তি কিম্বা জনসমর্থন কি তাদের আছে? যদি না পারে তবে একদিনের হরতাল করে লাভ কি?

বর্তমান বিরোধীদল ক্ষমতায় থাকলে কি আইএমএফ এর চাপ উপেক্ষা করতে পারত? তারা যদি বছর শেষে ক্ষমতায় আসে, তারা কি তেলের মুল্য কমাবে?

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File