এ আলো জ্বলবেই
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৭:৩০ রাত
১২ই রবিউল আউয়াল শুভ দিনে, দিগন্তে উদিত হলো
এক সোনালী সুর্য্য, যে আলোয় নিশি হলো ভোর।
অন্ধকারের কীটগুলো নড়ে-চড়ে উঠলো,
একি যন্ত্রণা!! আবার আলোর শিখা কেন?
তবে কি আমরা বিলীন হয়ে যাব?
মানুষ কে অন্ধকারে রেখে তার ভাগ্য নিয়ে
হোলি খেলা বন্ধ হয়ে যাবে আমাদের?
ঝাঁপিয়ে পড়লো তারা সর্বশক্তি দিয়ে,
নেভাতেই হবে একে, এযে আলো নয়, মৃত্যুবাণ।
নরকের কীটগুলো চেয়েছিল ফুতকার দিয়ে
এ আলো নিভেয়ে দেবে,
কিন্তু তাদের সকল চেষ্টা আর ইচ্ছা কে
বৃদ্ধাংগুলি দেখিয়ে সে আলো ছড়িয়ে পড়লো
অন্ধকার এ ধরার আনাচে-কানাচে।
সে আলো জ্বলছে আজও,
শত চেষ্টায় আর পরিচর্যায় তাকে উজ্জল রেখেছে
একদল নিবেদিত প্রান মুমিন-মুজাহিদ।
কিন্তু ঐ যে, অন্ধকারের কীট, আলোর শত্রু হুতুম পেচার দল
মাঝে মাঝেই গা ঝাড়া দিয়ে উঠে, ভাবে কবে নিভবে এই আলো,
কবে আমরা বেরুব কোটর থেকে,
কবে ফিরে পাব পূর্ণ প্রান?
ওরে বেকুবের দল, যে আলো জ্বলছে দেড় সহস্র বছর
যা নিভাতে পারেনি তোর বাপ আবু জেহেল
তুই আর কি করবি, ছাগলের তৃতীয় বাচ্চার মত লম্ফ-ঝম্প ছাড়া?
এ আলো জ্বলবেই যুগ-যুগ ধরে, দেশ দেশান্তরে।
যে আলো জ্বালান স্বয়ং আল্লাহ তায়ালা,
ঐ ঘৃন্য কীটগুলোর সাধ্য কি তা নেভায়?
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন