আল্লাহর উপর ঈমান আনা ছাড়া তাদের আর কোন দোষ ছিল না-- আল-কুরআনের গল্প

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৪ জানুয়ারি, ২০১৩, ১১:৩৮:৫০ সকাল

একটা গর্ত খুড়া হয়েছে, তাতে জ্বালিয়ে দেয়া হয়েছে আগুন। আগুনের লোলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। আগুন যেন ভাল ভাবে জ্বলতে পারে সে জন্য পর্যাপ্ত জ্বালানীর ব্যবস্থা আছে। আনন্দ অনুষ্ঠান শেষ হবার আগে যেন আগুন নিভে না যায়। আজই তো আনন্দের দিন!

আগুনের পাশে একদল লোক, তাদের আজ খুশী ধরে না। উতসবে রংগে তারা রংগীন। কত আনন্দময় দৃশ্য আজ তারা দেখবে। আজ একদল মানুষ কে পুড়িয়ে মারা হবে, দেশের রাজা আজ তাদের পক্ষে। তাদের কাজ বন্ধ করবার কেউ নাই।

শুরু হলো সেই আনন্দের মুহুর্ত। এক জন একজন করে ধরে লোক ধরে আনা হচ্ছিল আর তাকে আগুনে ফেলে দেয়া হচ্ছিল। আর তারা আনন্দের সাথে তা দেখছিল।

যাদের ধরে ধরে আগুনে ফেলে দেয়া হচ্ছিল তাদের দোষ কি ছিল?



“And they resented them not except because they believed in Allah , the Exalted in Might, the Praiseworthy”

“মহান পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনা ছাড়া তাদের আর কোন দোষ ছিল না”।।সুরা আল-বুরুজ, আয়াত -০৮।

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File