স্যার দৌড়ান কেন? আপনার আইডি কার্ড দেখান!! (কৌতুক)
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:২২:৪০ বিকাল
এক জন কৃষক তার জমিতে কাজ করছিলেন। প্রকৃত পক্ষে এটা ছিল একটা র্যানঞ্চ। একজন অফিসার এসে তার জমি অনুসন্ধান করতে চাইলেন। বললেন আমি সরকারি গোয়েন্দা সংস্থার লোক। এই জমিতে কোন মাদক জাতীয় ফসল বেআইনি ভাবে চাষ করা হয়েছে কিনা তা অনুসন্ধান করে দেখব।
জমির মালিক বললেন ঠিক আছে, অনুসন্ধান করেন অসুবিধা নাই, তবে ঐ দিকে যাইয়েন না, বলে তিনি আংগুল উচিয়ে এক দিকে নির্দেশ করলেন
অফিসার এবার ক্ষেপে সারা। তার পরিচয় পত্র বের করে হুমকির স্বরে বললেন, আমি সরকারী কাজে এসেছি। সত্য ঊদ্ঘাটন করা আমার দ্বা্যিত্ব। আমার যেখানে ইচ্ছে, সেখানে চেক করব। এ ব্যাপারে আপনার কথা শুনতে আমি বাধ্য নই।আমার কাছে অনেক জাদরেলরা ধরা খাইচে। বলতে পারেন বাঘ-মহিষ কে এক ঘাটে পানি খাওয়ানোর মত অভিগ্গতা আর ক্ষমতা আমার আছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আরো বাধআ দিলে সরকারী কাজে বাধা দেবার অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা করা হবে।
কৃষক চুপসে যান। অফিসার তার কাজ শুরু করেন। যেদিকে কৃষক নিষেধ করেছিলেন, সেদিকেই আগে যান।
কিছুক্ষন পর দেখা গেল, অফিসার উর্ধশ্বাসে প্রাণের ভয়ে বাবগো-মাগো ,বাচাও বাচাও বলে তার ছুটছেন। পিছনে এক ভয়ানক ক্ষ্যাপা ষাড় তাকে তেড়ে আসছে।
কৃষক চিল্লিয়ে বললেন, স্যার দৌড়ান কেন? আপনার আইডি কার্ড দেখান!!
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন