ব্লগার হত্যার বিচার চাই
লিখেছেন লিখেছেন ভোরের পাখি ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫২:২১ সকাল
একজন ব্লগার খুন হয়েছে, সর্বোপরি একজন মানুষ। সে কি ছিল, কেমন ছিল, আপনার আমার সাথে তার মতের মিল ছিল কিনা তা জানা, প্রচার করা কি খুব জরুরী? আমরা মানুষ! মানুষের উপর অমানুষদের হিংস্র আক্রমনের প্রতিবাদ জানাই, বিচার চাই। মডারেটরদের অনুরোধ করব একটা শোক বার্তা লিখুন। দল মত নির্বিশেষে সে তো একজন ব্লগার ছিল। আমরাও ব্লগিং করি। কত রকমের কথা লিখি, কমেন্ট করি। একদিন যদি আমার ও এই করুন অবস্থা হয়, তাহলে আজ রাত দিন যেই সব ব্লগার আর ব্লগের জন্য পড়ে আছি, তারা কি সহানুভুতি টুকু ও দেখাবেন না? কেউ নাস্তিক হোক বা আস্তিক, মৃত্যুর পর তো তাকে নিজের কর্মের হিসাব দেবার জায়গাতেই পৌছে গেছেন। তাহলে কেন তার লেখা নিয়ে আর বাড়াবাড়ি? আসুন, আমরা মানুষ হিসেবে, মানবতার দাবীতে তার কল্যান কামনা করি। সৃষ্টিকর্তা চাইলে তো তাকে ক্ষমা ও করে দিতে পারেন। আপনার আমার উত্তেজনার কারন কি?
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন