জামাত শিবিরের মহিলারা... আল্লাহ কে না ডেকে ডাকতেছে বান কি মুন কে!
লিখেছেন লিখেছেন ভোরের পাখি ০৩ জানুয়ারি, ২০১৩, ১২:১৬:২৬ রাত
জামাত শিবির কতগুলা মহিলাকে দেখেন হায়ার করে আনছে ইংলিশে বক্তৃতা দেবার জন্য। দেখলেই বোঝা যায়, শেখানো বুলি আউড়াইতেছে।
Click this link
null
এইসব মহিলাদের কে আনতে যে কত টাকা খরচ করছে তা আল্লাহই জানেন। ইনিয়ে বিনিয়ে দুক্ষের কথা বললেই যেন বান কি মুন উনাদের মুনের কথা সব শুনবেন! আর এইভাবে আল্লাহ কে না ডেকে বান কি মন রে ডাকা কি আপনাদের নিজামী, মুজাহিদ রা শিখাইছেন। যাই বলেন, ইসলাম ইসলাম বলে এদের মায়া কান্নায় গাটা আমার জ্বলে। আমাদের মা বোনেরা কি ইসলাম মানে নাই। অই ২০ জন মহিলা ইসলাম মানুক, সমস্যা কি? জামাত শিবির রাজাকারি কেন করতে হবে। আরো কিছুদিন ঐ জেলখানায় থাক, ভাল করে শিক্ষা হোক।
বিষয়: বিবিধ
১৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন