আলোকিত মানুষ গড়া'র স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩৪ বছর
লিখেছেন লিখেছেন ভোরের পাখি ১৯ জানুয়ারি, ২০১৩, ০২:৫৩:৩৭ দুপুর
আলোকিত মানুষ গড়া'র স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৪ বছর ধরে সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রমনার অশ্বত্থমূলে বসেছিল ক্ষুদে পড়ূয়াদের মিলনমেলা। হাজারো শিক্ষার্থী বই পড়ে নিজেকে আলোকিত করার পাশাপাশি জিতে নিয়েছে পুরস্কারও।
গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের তিনটি পর্বে 'বইপড়া কর্মসূচি ২০১২' ঢাকা মহানগরীর
৮১টি স্কুলের মোট ৬ হাজার ৬৭ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জালালুল আজিম, গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সিবিলিটি দেবাশীষ রায়। বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকল্প ধারা চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ মাহবুব জামিল, শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, কথাশিল্পী আনিসুল হকসহ আরও অনেকে।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের জীবনের সবখানেই কিছু ফাঁকা জায়গা দরকার, আর মানুষের হৃদয়ের মধ্যে সে প্রশস্ত ফাঁকা জায়গা তৈরি করে দেয় বই।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, '২০৫০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হবে। আর সে দেশের নেতৃত্ব দেবে তোমরা। বই পড়ার মাধ্যমে নিজেদের সে সময়ের জন্য উপযোগী করে তুলবে।'
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, শিশুসাহিত্যিক আলী ইমাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ প্রমুখ।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন