রেখেছ কি খবর?
লিখেছেন লিখেছেন জোছনার আলো ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩২:১৮ দুপুর
রেখেছ কি খবর?
কত ফুল ঝরে পড়ে, সামান্য বাতাসের আঁচড়ে।
মোমবাতির আলোয়, কত পতঙ্গের পালক পুড়ে ছাই হয়ে,যায় মরে।
কত চাঁপা মান-অভিমান নিয়ে জীবন পাড়ি দেয় বালিকা বঁধু
দু'চোখ জুড়ে তার স্বপ্নেরা করত উড়াউড়ি শুধু।
রেখেছো কি খবর?
একটি পথভোলা প্রজাপতির ডানায় কত দুশ্চিন্তার ছায়া।
একটি আত্মা খুব সংগোপনে কেনো ভুলে যায় জীবনের মায়া!
অভিমানী শালিক কেন উড়ে যায় ফেলে চিলেকোঠার দ্বার!
দুঃস্বপ্নে বেড়ে উঠা কিশোর কেনো সামলাতে পারেনা জীবনের ভার?
হে ইতিহাস!
তুমি রেখেছো কি খবর?
পুতুল খেলার মতন কতো সুখি সংসার ভেঙ্গেছে অবিশ্বাসী ঝড়!
যাচ্ছে বয়ে জীবন, জীবনের মতন, পুরনো পৃথিবীর তরে
যত স্মৃতিকথা,যত অভিমানী ব্যাথা রইলো মহাকালে পরে।
কেউ রাখেনি খবর,
এমনি করেই কেটে যাচ্ছে হাজারো বছর!
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুগ্ধ হলাম!!
খুব সুন্দর লিখেছেন আপনি।
অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন